ফাঁসীর আগেও নামাজ !
লিখেছেন লিখেছেন নৌশাদ আল নোমানী ০৩ অক্টোবর, ২০১৫, ০৬:৪৪:১৬ সকাল
সাইয়্যেদ কুতুবকে ফাঁসী দেওয়া হয় ১৯৬৬ সালের ২৯ আগষ্ট !
.
আব্দুল কাদের মোল্লাকে ফাঁসী দেওয়া হয় ২০১৩ সালের ১২ ডিসেম্বর !
.
আর কামরুজ্জামানকে ফাঁসী দেওয়া হয় ২০১৫ সালের ১১ এপ্রিল !
.
তিনজনকেই ফাঁসী দেয়া হয় রাতের আঁধারে !
.
সায়্যেইদ কুতুবের অপরাধ ছিল ফি-যিলালিল কুরআন লেখা !
.
আব্দুল কাদের মোল্লার অপরাধ ছিল বামপন্থী থেকে ইসলামের পথে আসা !
.
আর কামরুজ্জামানের অপরাধ ছিল ইসলামী আদর্শে গড়া একজন
বুদ্ধিজিবী হওয়া !
.
তিন জনেই নিজের জীবনের চেয়ে
ইসলামকে বেশী ভালবাসতেন !
.
যার প্রমাণঃ তারা নিজের চরিত্র ,
আমল আখলাককে সাজিয়ে ছিলেন
ইসলাম দ্বারা !
.
শুধু কি তাই !ইসলামের জন্য হেঁসে হেঁসে নিজেদের জীবনটাও বিলিয়ে দিয়ে গেছেন !
.
উপরে তিনজনকে এখানে উল্লেখ করার কারণ হল নামাজের প্রতি তাদের ভালবাসার দিকটি ফুটিয়ে তুলা !
.
সাইয়্যেদ কুতুবকে ফাঁসীর জন্য জল্লাদ যখন আনতে গেল ,
.
তখন সাইয়্যেদ কুতুবকে দেখা গেল মহান প্রভুর প্রেমে নামাজে মশগুল!
.
আব্দুল কাদের মোল্লাকে যখন ফাঁসীর জন্য জল্লাদ আনতে গেল ,
.
তখন কাদের মোল্লাকে দেখা গেল মহান প্রভুর প্রেমে নামাজে মশগুল!
.
কামরুজ্জামানকে ফাঁসীর জন্য যখন জল্লাদ আনতে গেল ,
.
তখন কামরূজ্জামানকেও দেখা গেল মহান প্রভুর প্রেমে নামাজে মশগুল !
.
তিনজনেই ছিলেন ইসলামী আন্দোলনের দায়িত্বশীল আর আমরা হলাম কর্মী !
.
আমাদের দায়িত্বশীলরা যেখানে ফাঁসীর মন্চেও নামাজকে ভূলে নি!
.
সেখান তাদের দলের একজন কর্মী হয়ে আপনি কিভাবে নামাজকে মিস করেন ??
.
সর্বশেষ রাসূল সাঃ এর শেষ কথাটাই মনে করিয়ে দেয় -নামাজ,নামাজ এবং নামাজ !
.
আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে বেশী বেশী নামাজ পরার তাওফিক দান করূন !
.
আমীন !
বিষয়: বিবিধ
৯৯২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওয়ালাইকুম সালাম ওরাহমাতুল্লাহ।
অপিবাইদানকে ব্লগ করেন প্লিচ
অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন