মা যেমন ছেলে তেমন !
লিখেছেন লিখেছেন নৌশাদ আল নোমানী ১৮ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৩২:০০ দুপুর
মা যেমন ছেলে তেমন !
.
মায়ের নাম তৈয়বা খাতুন আর ছেলের
নাম দেলওয়ার হোসেন !
.
মা হলেন ,ইসলামী আন্দোলনের জন্য
এক সাহসী নারী !
.
আর ছেলে হলেন ,ইসলামী আন্দোলনের
জন্য এক নিবেদিত প্রান !
.
বাংলাদেশে যে কয়জন নারী ধৈর্যশীলা
তার অন্যতম হলেন তৈয়বা খাতুন !
.
আর বাংলাদেশে যে কয়জন পুরুষ
নির্যাতিতা তার অন্যতম হলেন
দেলওয়ার !
.
এই দেলওয়ার হোসেন ছিলেন, বাংলাদেশ
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয়
সভাপতি !
.
কেন্দ্রীয় সভাপতি থাকাকালীন
আওয়ামী সরকার তাকে গ্রেফতার
করে !
.
গ্রেফতার পরবর্তী ৫০দিনের বেশী
রিমান্ডে নিয়ে তাকে ব্যাপক নির্যাতন
করে !
.
যার ফলে তিনি খুব বেশী অসুস্থ হয়ে
পরেন !
.
অসুস্থ ছেলেকে কোর্টে নিলে মা তৈয়বা
খাতুন যায় ছেলের সাথে সাক্ষাত
করতে !
.
ছেলের সাথে সাক্ষাত করার সময়
সিএমএম কোর্টে ঘটে এক হৃদয় বিদারক
দৃশ্য !
.
মা তার ছেলেকে শান্তনা দিতে গিয়ে
বললেন ,
আমি কেন্দ্রীয় সভাপতির মা ,
আমি কেন্দ্রীয় সভাপতির মা
আমি কেন্দ্রীয় সভাপতির মা !
.
তুমি কোনো দোষ করোনি, আমি ধৈর্য
ধারণ করেছি ,তুমি ধৈর্য ধারণ করো !
.
আল্লাহ অবশ্যই তোমার সাথে আছেন !
.
মায়ের চোখে পানি দেখে উপস্থিত
আইনজীবীসহ সকলেই কাঁদতে
লাগলেন !
.
তখন কেন্দ্রীয় সভাপতি বলেন, ‘আমি
খাব্বাব, খুবাইব (রা)-এর নির্যাতনের
কাহিনী পড়েছি !
.
এখন আমিসহ আমাদের ভাইয়েরা এই
পরীক্ষা দিচ্ছে !
.
তুমি আমার জন্য চিন্তা
করো না মা !
.
এই হল ইসলামী আন্দোলনের জন্য মা ও
ছেলের কুরবানী !
.
আল্লাহ রাব্বুল আলামীন তৈয়বা
খাতুনকে ধৈর্য ধরার এবং দেলওয়ার
ভাইকে মুক্তির ব্যবস্থা করে দিন !
.
আমীন !
বিষয়: বিবিধ
১০৬২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বেঈমানদের ফল ভোগ করতে হয় বংশ পরম্পরায়
মন্তব্য করতে লগইন করুন