বন্ধু...
লিখেছেন লিখেছেন নাবিক ১৩ অক্টোবর, ২০১৫, ০৬:২৫:২১ সন্ধ্যা
বন্ধু তোকে
আকাশ দেবো,
দেবো ভোরের
পাখি,
তোর ছবিটা
বুকের ভিতর
যতন করে রাখি।
.
তুই'যে আমার
প্রাণের প্রিয়,
আমার আপনজন।
সকাল-সাঝে
তোকেই আমার
ভীষণ প্রয়োজন।।
বিষয়: বিবিধ
১২৫২ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন