অহল্যাঃ সুজয়ের এপিক শর্টফিল্ম

লিখেছেন লিখেছেন নাবিক ২৬ জুলাই, ২০১৫, ০৩:৫৪:০৫ দুপুর



এমনিতেই আমি শর্টফিল্মের ভীষণ ভক্ত। আর সেটা যদি হয় মিস্ট্রি-থ্রিলারধর্মী শর্টফিল্ম তাহলে তো কথাই নেই, দুই-তিন ঘন্টা সময় বসে বসে বোরিং গল্পের সিনেমা দেখার চেয়ে ১৫-২০ মিনিটের শর্টফিল্ম দেখতেই বেশী ভালোলাগে আমার। আর শর্টফিল্ম গুলোতে দারুণ সব মেসেজ থাকে যা পূর্ণদৈর্ঘ্য সিনেমাতে খুব কমই পাওয়া যায়। তবে ভালো সিনেমা হলে অন্য কথা।

গত ২০শে জুলাই মুক্তি পেয়েছে বাংলা মুভির খ্যাতিমান ডিরেক্টর সুজয় ঘোষের নতুন শর্টফিল্ম "অহল্যা।" এই ফিল্ম দেখার পর বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন "ব্রিলিয়ান্ট" বলে টুইট করেছিলেন। আর আমি বলবো শর্টফিল্ম হিসেবে সুজয়ের "অহল্যা" just mind blowing.

হারিয়ে যাওয়া একজন মানুষের খোঁজে এক পুলিশ অফিসার(টুটা চৌধুরী) দেখা করতে যায় শহরের নামী এক শিল্পির(যার নাম সাধু) সাথে। দরজা খোলে পুলিশ অফিসারকে ভিতরে আসার আমন্ত্রণ জানায় শিল্পির স্ত্রী। ভিতরে প্রবেশ করার পর সে কতগুলো অদ্ভুত রকমের পুতুল দেখতে পায়। যার একটির চেহারা অবিকল হারিয়ে যাওয়া লোকটির মতো।

শিল্পির সাথে পরিচয়ের পর পুলিশ অফিসার মিসিং হওয়া লোকটির ব্যাপারে তাকে জিজ্ঞেস করে। জবাবে শিল্পি অদ্ভুত একটি কথা শুনায় পুলিশ অফিসার কে। ছোট একটা পাথর দেখিয় তিনি পুলিশ অফিসারকে বলেল, এই পাথর স্পর্শ করে যে কোনো ব্যক্তি অন্য আরেক ব্যক্তির রূপধারণ করতে পরে। মিসিং হওয়া লোকটা হয়তো এই পাথরের সাহায্যেই উধাও হয়ে গেছে।

পুলিশ অফিসার এই কথায় অবিশ্বাস করলে শিল্পি তাকে এর ক্ষমতা পরীক্ষা করে দেখতে বলেন। তারপরেই ঘটে রহস্যময় এক ব্যাপার......

কি সেই রহস্য সেটা জানতে হলে আজই দেখে ফেলুন "অহল্যা।"

ছবিটার দৈর্ঘ্য মাত্র ১৪ মিনিট এই স্বল্প সময়ে এমন একটা রহস্য পর্দায় ফুঁটিয়ে তোলাটা শুধুমাত্র একজন জিনিয়াস ডিরেক্টরের পক্ষেই সম্ভব। ছবিতে টোটা চৌধুরীর সাথে আরও অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং বিতর্কিত অভিনেত্রী রাধিকা আপ্তে।

বিঃদ্রঃ আমি লিঙ্কু-টিঙ্কু তেমন একটা দিতে পারিনা। সেজন্য ছবির লিঙ্ক দেয়া গেলোনা। তবে যারা দেখতে চান তার ইউটিবে ahalya লিখে সার্চ দিলেই ছবিটি পেয়ে যাবেন। ধন্যবাদ......

বিষয়: বিবিধ

১১৩৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

331703
২৬ জুলাই ২০১৫ বিকাল ০৪:০৫
হতভাগা লিখেছেন : অহল্যা শব্দের অর্থ কি ?

এসব উল্টা পাল্টা নামের ছবি আবার হিট করে বেশী

১৪ মিনিটের সিনেমায় এড কত মিনিটের ?
২৬ জুলাই ২০১৫ বিকাল ০৫:১০
273964
নাবিক লিখেছেন : 'অহল্যা' ভারতীয় পুরান রামায়নের একটি চরিত্র। এর আভিধানিক অর্থ:- অকর্ষিত ভূমি। নাম যেমনই হোক মুভিটা মোটেই উল্টা-পাল্টা নয়। অবশ্য মুভি দেখার অভ্যাস না থাকলে ভিন্ন কথা। এটা কোনো চ্যানেলে নয় ইউটিবে দেখতে হবে, সেখানে বিজ্ঞাপন-টিজ্ঞপনের ঝামেলা নাই। ধন্যবাদ.....
331720
২৬ জুলাই ২০১৫ বিকাল ০৫:৪৯
আবাবীল লিখেছেন : সময় পেলে দেখবো
২৬ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৩৬
273991
নাবিক লিখেছেন : দেইখ্যান আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।।
331727
২৬ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ছবটিার সম্পর্কে প্রসংশা শুনেছি। সেীমিত্র সম্পর্কে তো বলার দরকার নাই। রাধিকা আপটে কে অন্তহিন ও রুপকথা নয় মুভি তে দেখে অত্যন্ত ভাল অভিনেত্রি মনে হয়েছে।
২৬ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৪০
273992
নাবিক লিখেছেন : আমার দেখা বাংলা শর্টফিল্মের মধ্যে এটাই সেরা।
331758
২৬ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:১৪
নজরুল ইসলাম টিপু লিখেছেন : মুভি থেকে অনেক কিছু জানা যায়। আমি তেমন একটা মুভি দেখিনা। তবে ঐতিহাসিক বা প্রগৌতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে মুভি বানালে প্রকৃত ঘটনাটিই মানুষের চিন্তা থেকে হারিয়ে যায়। কেননা যিনি মুভি বানায় তিনি দর্শক ধরে রাখতে অপ্রাসঙ্গিক জিনিষের অবতারনা যোগ করে। যেটা দর্শকে ধরে রাখে কিন্তু ঘটনাকে করে হালকা। আর দর্শক অবতারনার ঘটনাকেও সত্য ঘটনা মনে করে।
২৬ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
273993
নাবিক লিখেছেন : হুম ঠিকই বলেছেন আপনি। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File