ইতিহাস শেখ মুজিব কে ক্ষমা করেনি আর ভবিষ্যতে শেখ হাসিনাকেও ক্ষমা করবেনা ।

লিখেছেন লিখেছেন ইসলামীক ক্যাডার ২২ জুন, ২০১৫, ১২:৩৭:৩৪ রাত

আজ যিনি পিতার হত্যার প্রতিশোধ নিতে গিয়ে খুনিদের নিজের আচলের মধ্যে রেখে নির্দোষ, ইসলাম পন্থী জামায়াত নেতৃবৃন্দকে হত্যার হুলিখেলায় মেতে উঠেছেন ইতিহাস শেখ হাসিনাকে কখনো ক্ষমা করবেনা যেমনি ক্ষমা করেনি উনার মহামান্য পিতাকে।

পৃথিবীতে অনেক স্বৈরাচারী শাসক এসেছে কিন্তুু তারা কি চিরস্থায়ী ক্ষমতা কুক্ষিগত করতে পেরেছে??? আল্লাহর ফয়সালা আসার পর তাদের চিহ্ন খুজে পাওয়া যায়নি।

আমরা সেই ফয়সালার অপেক্ষায় ............ফেরাউন, নমরুদ চেয়ে আজকের আধিপত্যবাদের প্রেতাত্মারা কি এতো শক্তিশালী?? অবশ্যই না!!!!

একটি মাত্র ছোট্ট মশা যে নমরুদ কে অস্তির করে প্রাণে মেরেছিল আর যে ফেরাউনকে পানিতে চুবিয়ে মেরেছিল সেই আল্লাহ কি তার দ্বীনের আলোকে সমুন্নত রাখার জন্যে আজকের নব্য ফেরাউনের প্রেতাত্মাদের কি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারবেন না??? অবশ্যই পারবেন।

ব্লাসফেমি আইন করে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে যদি ৪৩ বছর পর তথাকথিত পাকিস্তানের দূসর বলে ফাসি দেওয়া যায়. তাহলে অদূর ভবিষ্যতে কেন ভারতের তাবেদারী করা, ভারতের হাতে দেশের ভূখণ্ড, অর্থনৈতিক বাজার, ট্রানজিট তুলে দেওয়ার অপরাধে, বিডিআর বিদ্রোহ, ২৮ অক্টোবর নারকীয় হত্যাযজ্ঞ, সাংবাদিক হত্যা, আলেম উলামা হত্যা, জামায়াত নেতৃবৃন্দ হত্যার অপরাধে কেন হিন্দুস্থানের রাজাকারদের বিচার করা হবেনা।

অবশ্যই এগুলোর বিচার হবে এবং সেটা কোন কালো আইন করে নয়।

কুরআনের সংবিধান প্রতিষ্ঠা করে জনগণের কাঠগড়ায় আজকের মানবতার ফেরিওয়ালাদের দৃষ্টান্তমূলক বিচার প্রত্যক্ষ করবে গোটা দুনিয়া।

বিষয়: বিবিধ

১০৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File