বিশ্বের বড় বড় ইসলাম বিদ্বেষী নেতাদের গুরু সৌদি আরব!!!
লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ২১ জুন, ২০১৫, ১১:৫৭:০৬ রাত
সম্প্রতি জুলিয়ান অ্যাসাঞ্জের উইলিলিকস সৌদি আরব ও মধ্যপ্রাচ্য বিষয়ক হাজার হাজার ডকুমেন্ট ফাঁস করে দিয়েছে।
ফাঁস করা তথ্যগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ও তোলপাড় করা তথ্য হচ্ছে, মিশরের সাবেক প্রতাপশালী স্বৈরশাসক হোসনে মোবারককে ছাড়াতে উপসাগরীয় রাষ্ট্রগুলো মিশরের সর্বপ্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুসলিম ব্রাদারহুড সরকারকে ১০ বিলিয়ন ডলার মুক্তিপণ দেওয়ার প্রস্তাব করেছিল।
উইলিলিকস একজন মিশরীয় কর্মকর্তার ডকুমেন্টের বরাত দিয়ে জানায়, যেহেতু তাকে বন্দি রেখে মিশরের জনগণের কোনো লাভ হবে না, তাই মুসলিম ব্রাদারহুড সরকার নগদ অর্থের বিনিময়ে হোসনে মোবারককে ছেড়ে দিতে সম্মত হয়েছিল।
ডকুমেন্টে কোনো তারিখ ছিল না। তবে মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০১২ সালে মুসলিম ব্রাদারহুড যখন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছিল তখন ডকুমেন্টটা প্রস্তুত করা হয়েছিল।
ব্রাদারহুডের সিনিয়র নেতা মোহাম্মদ মুরসি ২০১২ সালের জুন থেকে ২০১৩ সালের জুলাইয়ে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পূর্ব পর্যন্ত মিশরের প্রেসিডেন্ট ছিলেন।
তবে ধারণা করা হয়, ব্রাদারহুড সরকার মোবারককে মুক্তি দিতে রাজি হয়নি। এ কারণে সৌদি আরবের সাথে ব্রাদারহুড সরকারের সম্পর্কে ভাঙন ধরে। এরপর মূলত সৌদি মদতেই ব্রাদারহুড সরকারকে উৎখাত করা হয়। ব্রাদারহুড সরকারের আমলে মুক্তিও পাননি মোবারক।
ডকুমেন্টের বামপাশের শীর্ষে আটকানো হাতে লেখা একটি নোট বলছে, 'ব্রাদারহুড সরকারকে মুক্তিপণ দেওয়ার আইডিয়া ভাল কিছু ছিল না’।
ডকমেন্টের লেখক লিখেছেন, ‘মুক্তিপন দেওয়া হলেও ব্রাদারহুড সরকার মোবারকের মুক্তির ব্যাপারে কোনো কিছু করতে সক্ষম হবে না। তিনি আরো লিখেছেন, মনে হচ্ছে প্রেসিডেন্টের কারাগারে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই’।
২০১২ সালে মুসলিম ব্রাদারহুডের সিনিয়র নেতা খাইরাত আল সেতারও দাবি করেন যে সৌদি আরব মোবারকের মুক্তির জন্য কয়েক বিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছিল। সেই সময় সৌদি সরকার দৃঢ়ভাবে তার এই দাবি অস্বীকার করেছিল।
সূত্র: ওয়ার্ল্ড বুলেটিন
যেখানে সব খ্রিষ্টানদের সাহায্যের জন্য সব খ্রিস্টান দেশের নেতারা এক কাতারে চলে আসে আর মুসলিম দেশের নেতারা মুসলিমদের ক্ষমতা থেকে সরাতে এক কাতারে আসে। আজ আফসোস এই সব দেশের নেতাদের জন্য ক্ষমতার এবং অর্থের লোভে পড়ে আজ তাদের এই অবস্থা। অনেকর কাছে শুনি মধ্য প্রাচ্যের নেতারা সুন্দরি মেয়ে পেলে সব কিছুই ভুলে যায়। জানি না কথাটা কতটুকু সত্য যদি সত্যি হয় তাহলে আর তাদের সম্পর্কে কিছু বলার নাই।
হে আল্লাহ বিশ্বের সমস্ত ঈমানদার মুসলিমদেরকে রক্ষা করো।
বিষয়: আন্তর্জাতিক
১১৪৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন