অাধিপত্যবাদের হিংস্র থাবার স্বীকার জামায়াত নেতৃবৃন্দ।

লিখেছেন লিখেছেন ইসলামীক ক্যাডার ২০ জুন, ২০১৫, ০৬:১৩:৫৫ সন্ধ্যা

মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে যারা ছিল অালবদর কমান্ডার, ধর্ষণ কারী, লুটেরা ইত্যাদি! কিন্তু স্বাধীনতারর ৪৩ বছরে যাদের বিরুদ্ধে দেশের কোন থানা, আদালতে কোন মামলাতো দূরের কথা একটি জিডিও কেউ করেনি!!!

তাছাড়া সবচেয়ে আশ্চর্যকথা হচ্ছে, ৭২ সালে যখন বঙ্গবন্ধু মুজিব সাহেব সাড়ে এগারো হাজার রাজাকার এবং ১৯৩ জন চিহ্নিত পাকিস্তানি আর্মি অফিসারদের তালিকা করেছিলেন সেই তালিকায়ও আজকের তথাকথিত রাজাকার, আকবদররা ছিলেন না??? নাকি তারা শেখ সাহেব কে বড় অংকের ঘোষ খাইয়ে তালিকা চ্যুত হয়েছেন??

তাছাড়া আজকের তথাকথিত যুদ্ধাপরাধীরা তাদের ধর্ষণ কৃত, লুট -পাঠ করে আবার ঐ এলাকার জনগনের বিপুল ব্যালট বিপ্লবের মাধ্যমে বার বার মহান জাতীয় সংসদের সদস্য, এমনকি ৩ টি গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ের মন্ত্রী হয়ে প্রমাণ করে দিয়ে ছিলেন যে, সৎ, দক্ষ, আল্লাহভীরু হলে একটি জবাবদিহি মূলক, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত জনকল্যাণমুখী রাষ্ট্র গঠন করা সম্ভব! !

আর এই চিন্তাধারা জামায়াত নেতৃবৃন্দের জন্যে কাল হয়ে দাঁড়িয়েছে? জামায়াতে ইসলামীর এই হাই কমান্ডকে নিঃশেষ করার জন্যে ব্লাসফেমী আইন করে, প্রশাসনিক শক্তির অপব্যবহার করে এই নাস্তিক্যবাদী, আধিপত্যবাদের দালালরা লেজ কাটা কুকুরের ন্যায় লম্ফঝম্প করছে!

সমস্ত প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়াকে কালো আইন করে সরকার এর পা চাটা গোলামি করতে বাধ্য করেছে! আর জালিমরা মিথ্যার চোরাবালিতে দাড়িয়ে অট্টহাসি দিচ্ছে আর মনে মনে ভাবছে আমরা টিকে গেছি!

কিন্তু চিরন্তন সত্য কথা হচ্ছে,, এই অবৈধ বিচার এদেশের লক্ষ কোটি তরুন, বৃদ্ধ, আবাল -বনিতার কাছে জামায়াত নেতৃবৃন্দের উপর অতীতের সকল ভুল ধারনার অবসান ঘটিয়েছে!!

এখন দেশের বিবেক বোধ সম্পন্ন মানুষ মনে করে আজকে যাদের উপর তথাকথিত মানবতাবিরুধি অপরাধের পাহাড়সম মিথ্যার বেসাতি সাজিয়ে একেরপর এক ফাসির রায় দিচ্ছে আসলে এরাই সবচেয়ে মানবতাবাদী, মজলুম!!!

আল্লাহ আমাদের সকল নেতৃবৃন্দকে ঈমানের অগ্নিপরীক্ষায় বিজয়ী করে আমাদের মাঝে ফিরিয়ে দিন, আমীন!।।

বিষয়: বিবিধ

৯৮৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326918
২০ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৫৬
আবু জারীর লিখেছেন : ক্ষমতার জোড়ে হাওয়াই মিঠাই উড়ছে বাতাসে আর তা দেখে জাতি আনন্দে গদ্গদ হচ্ছে! নির্বোধ জাতি যখন এর আসল হাকিকত বুঝতে পারবে তখন কিছুই কারার থাকবে না।
331447
২৪ জুলাই ২০১৫ রাত ১১:১৯
ইসলামীক ক্যাডার লিখেছেন : ১৫ কোটি মানুষের হে মুগ্ধ জননী ,
রেখেছো আওয়ামী করে মানুষ করোনি !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File