অর্থমন্ত্রী সমীপে কিছু কথা ও জিজ্ঞাসা!

লিখেছেন লিখেছেন শাহমুন নাকীব ফারাবী ২৯ জুন, ২০১৫, ০১:৫৪:২৬ দুপুর



বরাবর,

আবুল মাল আব্দুল মুহিত।

মাননীয় অর্থমন্ত্রী,

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

বিষয়ঃআপনার কিছু কথা এবং কিছু প্রশ্ন করবার আবেদন পত্র।

জনাব,

আপনাকে স্যার বলে সম্বোধন করতে গিয়ে কোথায় যেন আটকে গেল!অনেক দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই বলেছিলেন, আসলে আমাদের অর্থমন্ত্রী অতিরিক্ত মেধাবী।আর তিনি যেসব ফর্মূলা পেশ করেন,তা উন্নত রাষ্ট্রের জন্য কার্যকর হলেও আমাদের মতো ফকিরি রাষ্ট্রের জন্য তা মৃত্যু ফাঁদ(!)

যাক অনেক দিন পরে হলেও, আপনি সেই বড় ভাইয়ের কথা কে বাস্তবে রূপ দিলেন।আপনার একটি ফর্মূলা যখন জাতির শিক্ষা ব্যবস্থাকে ধব্বংসের দিকে নিয়ে যায়, তখন তাকে নিশ্চই মৃত্যু ফাঁদ-ই বলতে হবে।তাই না?

আপনার হয়তো ধারনা, প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোতে শুধু ঘুষঘোর বাবাদের সন্তানরাই পড়ে।যাদের কাছে টাকা পয়সা কিছু না।সব ত্যাজপাতা।

কিন্তু মাননীয় মন্ত্রী! আপনি দয়া করে একটি বার ঢাকার ভিতরের ২০ টি প্রাইভেট ভার্সিটি গুলোর ছাত্র ছাত্রীদের চেহারা দেখে আসুন।তাদের ৯০%-ই গ্রামের সহজ সরল চাষাভুষা মানুষের সন্তান।যাদের সারাটা দিন কাটে ভার্সিটিতে ক্লাস করে!আর সন্ধ্যা কাটে টিউশুনি পড়াতে।

তারা চিন্তা করে, আমি যদি আমার থাকা এবং খাওয়ার খরচটা নিজে চালাতে পারি তাহলে আব্বার চার মাস পর পর ৪০-৫০ হাজার টাকা সেমিষ্টার ফি দেয়াটা সহজ হবে!

কিন্তু আপনার তা সহ্য হলো না! ভার্সিটিগুলোর ভিতরে ঘুস খোর পিতার গৃহপালিত সন্তানদের গাড়িতে চড়ে চলাফেরা দেখে ভাবলেন,আহহা! প্রাইভেট ভার্সিটির সবগুলা তো ঘুষখোরের ছেলে!অতএব, সেখানে ১০% অতিরিক্ত ভ্যাট বসিয়ে দাও!

যে ভ্যাটের টাকা খরচ হবে আমাদের প্রধানমন্ত্রির বাড়ির আপ্যায়নে। প্রধানমন্ত্রির বাসভবনে নাকি দৈনিক ৭-৮ লাখ টাকার আপ্যায়ন খরচ হয়! রাত নামলে যে দেশের ফুটপাত গুলো ছেয়ে যায়,গৃহহীন মানুষের ঘুমাবার স্থানে! সে দেশের প্রধানের এহেন কর্ম দেখে কি মনে হবে না,ছালহীন কুত্তার ঘেউ ঘেউ বেশি?

আপনার কপাল ভালো যে,আপনি এক অথর্ব জাতির মন্ত্রী হয়েছেন!যাদের পরনের কাপড়টা খুলে নিলেও টু শব্দটি করার সাহস রাখে না!

কিন্তু জনাব একটি জায়গায় এসে,ভাগ্য আপনার সহায় হয় নি।এদেশে আছে এমন একটি দল,যাদের উপর চলছে নির্যাতনের ষ্টিম রোলার।আপনার বাহিনী গতকালকে-ই তাদের মহিলা শাখার ৪০ জন নারীকে ইফতার মাহফিল থেকে গ্রেফতার করলেও, তাঁদের নিজেদের জীবন হুমকির মুখে থাকলেও, শিক্ষার্থীদের অধিকার আদায়ে তারা দৃঢ় প্রতিজ্ঞ!যার কারনে, আপনার প্রাইভেট ভার্সিটির উপর ১০% ভ্যাট প্রত্যাহারের দাবিতে আজ দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে।

মাননীয় মন্ত্রী! প্রাতিষ্ঠানিক ডিগ্রীতে আপনি যেমন অতিরিক্ত মেধাবী , তেমনি একটি দেশকে অর্থনৈতিক দিক থেকে ধব্বংস করারর বিষয়েও আপনি অতিরিক্ত মেধাবী।

যাইহোক, আপনার মিশনে আপনি এগিয়ে যান।আমরা চলেছি আমাদের মিশনে।

ইতি

প্রতিবাদী গোষ্ঠীর পক্ষ থেকে

শাহমুন নাকীব ফরাবী

বিষয়: বিবিধ

৮৮৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327932
২৯ জুন ২০১৫ বিকাল ০৫:০৫
কুয়েত থেকে লিখেছেন : ভালোই লেখেছেন, কি মন্তব্য করা যায় তা চিন্তা করছি।আপনার কপাল ভালো যে,এখনো গ্রেফতার হয়ে যাননি।সংসদে যা হচ্ছে কোন সভ্যদেশে তার দৃষ্ঠান্ত নেই। ওরা এক অথর্ব জাতির মন্ত্রী হয়েছেন!যাদের পরনের কাপড়টা খুলে নিলেও টু শব্দটি করার সাহস রাখে না।কি করে রাখবে বিরুধীদলের লোকেরাও মন্ত্রী যারা গৃহপালিত পশুর চেয়েও নিকৃষ্ট।আপনাকে ধন্যবাদ
৩০ জুন ২০১৫ রাত ১২:৩৮
270290
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ। আমিও সেটাই ভেবেছি!কফাল টা হয়তো বেজায় ভালো।তা না হলে এতাক্ষনে তথ্যপ্রযুক্তি আইনে ভিতরে চালান দিতো!
328347
০২ জুলাই ২০১৫ রাত ০৯:৩১
মোঃ আবু তাহের লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File