৫ই জানুয়ারীর নির্বাচন সুষ্ট হয়নি পশ্চিমারা এবং তাদের সংঘ মুখেই বলল, বাস্তবে কোন পদক্ষেপ গ্রহন করেনি
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৯ জুন, ২০১৫, ০১:১২:৩১ দুপুর
২০১৪ সালের ৫ই জানুয়ারীর নির্বাচন সুষ্ট হয়নি বলে পশ্চিমারা এবং তাদের সংঘ মুখে বলেই বিশাল বড় দায়িত্বটা শেষ করেছিলো । বাস্তবে সংঘটা ভুয়া অবিভাবকের ভুমিকাও পালন করেনি। কোন পদক্ষেপ গ্রহন করাতো দুরের কথা। বরং অবধৈ সরকারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে দহরম মহরম করেই চলেছে।
৫ই জানুয়ারীর নির্বাচনের পরে ইউরোপিয় ইউনিয়ন কড়া ভাষায় প্রিতিবাদ করেছিল ভুয়া নির্বাচনের কারনে। কূচতুর সরকার কড়া প্রতিবাদটাকে নরম ভাবে গ্রহন করেছিল মনে হচ্ছিল অপেক্ষা করতেছিল ইউরোপিয় ইউনিয়ন কোন ব্যাবস্থা গ্রহন করে কিনা।
কয়েকমাস পরে যেই দেখল ইউরোপয় ইউনিয়নের গালবাজি ছিল এটা , তখন থেকেই অবৈধ সরকারের কর্মকান্ডকে মুখের জোরে বৈধতা দিতে শুরু করলো তাদের বিনাভোটের অবৈধ মন্ত্রীরা।
দুনিয়ার সবজায়গাতে মানবাধিকারের নামে মুখের জোর চালায় পশ্চিমারা। কাজের কাজ কোনটা করেনি আজও। কিছু দিন মাছির মতন ভ্যান ভ্যান করে আস্তে চুপসে যায় তাইতো সৈরশাষকরা এই সুযোগটাকে হাতিয়ার হিসেবে কাজে লাগিয়ে নিজেদের অবৈধ কাজুগলিকে গুছিয়ে নেয়।
দুনিয়ার কোন আদালতের চোখ যদি তোমরা ফাকি দিতে পারোও কিন্তু ক্ষনকাল পরে আখেরাতের আদালতের চোখ ফাকি দিতে পারবানা।
বিষয়: বিবিধ
১০১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন