সৌদি আরব -তুরস্ক-পাকিস্তানের নেতৃত্বে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হওয়া সময়ের অনিবার্য দাবী.....
লিখেছেন লিখেছেন বার্তা কেন্দ্র ১৬ ফেব্রুয়ারি, ২০১৬, ০৯:২৫:২৭ রাত
যে কারণে আপনি ইসলামিক জোটকে (সৌদি-তুর্কী) সমর্থন করবেন?
প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে ১৯২৪ সালে ওসমানীয়া খেলাফতের বিলুপ্তির পর থেকে আজ পর্যন্ত মুসলমানেরা বিশ্ব ব্যাপি ব্যাপক নির্যাতিত, লাঞ্চিত, নিপিড়িত এমনকি ইসলাম পন্থী রাজনীতিবিদদের ব্যাপক হারে ফাসিঁর রশিতে ঝুলতে হচ্ছে। গনতন্ত্রের পাইকারী বিক্রতারা গনতন্ত্রের নামে মুখে ফনা তুললেও বাস্তবে যখন কোন ইসলামপন্থী রাজনৈতিক দল ব্যাপক ভোটের মাধ্যমে ক্ষমতায় অধিষ্টিত হয় তখন অল্পদিনের মাথায় সেই দলকে ক্ষমতাচ্যুত করা হয়। যেমন বাংলাদেশে জামায়াতকে সরকারে নেওয়ায় বিএনপি সরকারকে বিনা অজুহাতে উৎখাত করা হয়েছে। অনুরুপ ভাবে মিশর, তিউনিসিয়া, ফিলিস্তিন সহ অনেক দেশে যেখানে ইসলাম পন্থী রাজনৈতিক দল সরকার গঠন করেছে তখন তাদেরকে চলে বলে কৌশলে ক্ষমতাচ্যুত করা হয়েছে।
অবশেষে আল্লাহর রহমতে ওসমানীয় খলিফাদের বংশধর তুরস্কের প্রেসিড়েন্ট রজব তৈয়ব এরদুগান মুসলমান জাতির নেতৃত্বের হাল ধরেছে। মুসলমান জাতি এরদুগানকে নিয়ে আশার আলো দেখতে পাচ্ছে, কারণ ইতিপুর্বে এরদুগান মধ্যবিত্ত তুরস্ক রাষ্ট্রটিকে মাত্র ১৫বছরের ব্যাবধানে পৃথিবীর ৪র্থ ক্ষমতাধর ও অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশে পরিনত করেছে। তাই মধ্যপ্রাচ্যর বাদশাহ’রা এরদুগানকে মুসলিম জাতির যোগ্য নেতা হিসেবে বেছে নিয়েছেন।
ইসলামিক জোট আপনার কি উপকারে আসবে?
--------------------------------------------------------------
বর্তমান অসংখ্য মুসলিম দেশে সমস্যা বিরাজমান, রাতারাতি এইগুলো সমাধান করা সম্ভব নয়। তবে বর্তমানে ইসলামিক জোট যে প্রক্রিয়ায় এগুচ্ছে তাতে স্পষ্ট বুঝা যাচ্ছে…
• প্রথমে সিরিয়ার আসাদকে উৎখাত করে ইসলামিক জোট সমর্থিতদের হাতে ক্ষমতা তুলেদেবে।
• ২য় মিশরের সিসি সরকারকে উৎখাত করে বাদ্রারহুডকে আবার ক্ষমতায় বসাবে।
• ৩য় বাংলাদেশে হাসিনা সরকারকে উৎখাত করে ইসলামিক জোট সমর্থিতদের হাতে ক্ষমতা তুলেদেবে।
• ৪র্থ ইরাক, ইয়েমেন, আফগানিস্তান, সোমালিয়ার ইসলামিক জোট সমর্থিতদের হাতে ক্ষমতা তুলেদেবে।
• তৎপরবর্তীতে ইসলামিক জোট ১৯৫০ সালের পুর্ব সীমানায় যেতে বাধ্য করবে ইসরাইলকে।
ইসলামিক জোটের নেতৃত্বে কারা?
---------------------------------
১. তুরস্ক সরকার ২. সৌদি সরকার ৩. কাতার সরকার ৪.পাকিস্তান সরকার
ইসলামিক জোটের সার্পোট রাষ্ট্র বা দল কারা?
১. লিবিয়া ২. তিউনিসিয়া ৩.মরক্কো ৪. সুদান ৫. জর্দান ৬. ওমান ৭. কুয়েত ৮. বাহারাইন ৯. আরব আমিরাত ১০. মালয়েশিয়া ১১. ব্রুনাই ১২.ফিলিস্তন (হামাস) ১৩. সিরিয়া (আন-নুসরা, ফ্রি-সিরিয়ান আর্মী,) ১৪. বাংলাদেশ (জামায়াত-হেফাজত সহ ইসলামী দল সমুহ) ১৫. আফগানিস্তান (তালেবান) ১৬. মিশর (ব্রাদারহুড় –আলনুর পাটি) ১৭. ইয়েমেন (ইসলামিক গ্রুফ) ১৮. আলজেরিয়া (বোকোহারাম ও অন্য ইসলামিক গ্রুফ)
চুড়ান্ত ভাবে বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে যাবে,
এক ভাগের নেতৃত্বে থাকবে ১.. তুরস্ক ২.সৌদিয়া ৩. পাকিস্তান
অন্য গ্রুফে নেতৃত্ব দেবে ১. রাশিয়া ২. ইরান ৩. ভারত
এই লেখার একমাত্র উদ্দেশ্য বিশ্বব্যাপি ইসলামী শক্তিকে ইমানদার মুসলমানদের সাথে পরিচয় করিয়ে দেওয়া। যেহেতু বর্তমানে বিশ্বব্যাপি নাস্তিক বা সেকুলার সমর্থিত মিড়িয়া অনেক বেশী তাই তারা উপরে উল্লেখিত ইসলামী শক্তির বিরুদ্ধে বিভ্রান্ত ও মিথ্যা প্রতিবেদন লিখে সরলমনা মুসলমানদের ধোকায় ফেলছে।
COURTESY BY :
=====
বিষয়: বিবিধ
৩০৮৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আরবদের ওআইসি নামের একটি সংগঠন আছে, যাকে আমরা মজা করে বলি- O, I SEE!! মানে, আমি কিন্তু সব দেখছি!
তারা ঘুমিয়ে ঘুমিয়ে অনেক কিছু দেখে কিন্তু কামের কাম কিচ্ছুই করেনা।
মরেছে ইরাকে, আফগানিস্তানে, ফিলিস্তিনে, তারাতো আর মরে নাই!
এখন ঘুম ভেঙ্গেছে, কারন কুর্দীদের বোমা তাদের গায়েও পড়া শুরু হয়েছে তাই!!
তবে আমেরিকাকে আমি ধন্যবাদ জানাই এজন্য যে, কুর্দীদেরকে লেলিয়ে দিয়ে তারা অন্তত বিলাসী অলস আরবদের ঘুম ভাঙ্গাতে পেরেছে!
কিন্তু আমেরিকা এই জোটটাকে রাশিয়াকে সাইজ করার জন্য ব্যবহার করবেনা তো আবার? সেরকম কিছু হলে আরবদের সঞ্চিত শক্তি যা ছিল তা হারাবে। সাবধান থাকতে হবে কিন্তু!
আর ইরান মনে হয়না যুদ্ধে জড়াবে, তারা এখন কৌশলে আগাচ্ছে। ফ্রান্স থেকে বিমান ক্রয় করে তারা ইউরোপের সঙ্গে সম্পর্ক তৈরী করার চেষ্টা করছে।
সৌদি আরবই তো সিসিকে ক্ষমতায় বসালো এবং এখনো দুধ কলা দিয়ে যাচ্ছে।
আবেগের বশে না থেকে বাস্তবতায় আসুন।
আপনি বলেছেন এই জোট বিভিন্ন দেশের সরকার পরিবর্তন করে দিবে!!
তা কিভাবে সম্ভব? মিশরওতো এই জোটে আছে! পরিবর্তন করতে হলে আগে সৌদির নিজকে পরিবর্তন করতে হবে। তারা সাহস করে গনগন্ত্র বাস্তবায়ন করুক আগে।
বরং এটা আমেরিকারই একটা সেটআপ যা দিয়ে তারা সাপও মারবে লাঠিও ভাঙবে না । গত কয়েক দশকে এই যুদ্ধ যুদ্ধ খেলে আমেরিকা প্রচুর টাকা হারিয়েছে ।
মুসলিম বিশ্বের উচিত আগে মধ্যপ্রাচ্য তথা পৃথিবীরই বিষফোঁড়া ইসরায়েলকে কঠিনভাবে সাইজ করা , নিজেদের মধ্যে অহেতুক বিবাদ মিটিয়ে ফেলতে উদ্যোগ নেওয়া ।
মন্তব্য করতে লগইন করুন