ঢাকা কোর্টে তোলা হলো কুখ্যাত প্রকাশক শামসুজ্জোহা মানিক ও তার সাঙ্গপাঙ্গকে
লিখেছেন লিখেছেন মো সারোয়ার হোসেন ১৬ ফেব্রুয়ারি, ২০১৬, ০৯:৪৮:০৭ রাত
Click This Link see photo p>
ঢাকা
কোর্টে তোলা হলো
কুখ্যাত প্রকাশক
শামসুজ্জোহা মানিক
ও তার সাঙ্গপাঙ্গকে।
মহানগর ম্যাজিস্ট্রেট
আমিরুল হায়দার
চৌধুরীর কোর্টে
শাহবাগ থানা কর্তৃক
দায়েরকৃত
তথ্যপ্রযুক্তি আইনে
দায়েরকৃত মামলটি
তোলা হয়। মামলা
নম্বর ২৩(২)১৬।
পুলিশের দাবির
প্রেক্ষিতে কোর্ট
প্রথম আসামী
শামসুজ্জোহা
মানিককে ৫ দিন
রিমান্ড মঞ্জুর করে
(ছবিতে মাঝে বয়ষ্ক)
।
এছাড়া শব্দকলি
প্রিন্টার্স এর মালিক
আসামী ফকির
তাসলিম উদ্দিন
কাজলকে ২ দিন (মুখে
হাত দিয়ে রেখেছে)
এবং
লেখক আসামী
শামসুল আলম
চঞ্চলকে ১ দিনের
রিমান্ড মঞ্জুর
করেছে (ছবিতে
ডানপার্শ্বে)।
বি : দ্র : মিডিয়া
কর্মীরা ইচ্ছাকৃত এ
খবরটি ব্ল্যাকঅাউট
করেছে। এই ছবি কোন
পত্রিকায় ছাপা হবে
না। কারণ নাস্তিকের
হাতে হাতকড়া এটা
প্রকাশ পেলে তাদের
লজ্জা হবে (হুজুরদের
হাতে হাতকড়া থাকে,
নাস্তিকদের হাতে
নয়)। তাই ইচ্ছাকৃত
সমস্ত
মিডিয়াকর্মীরা এই
ছবি প্রকাশ থেকে
বিরত থাকবে।
আপনাদের প্রতি
অনুরোধ প্রত্যেকে এই
ছবিগুলো কপি করে
(শেয়ার নয়) ফেসবুক
বা অনলাইন মিডিয়ায়
দ্রুত ছড়িয়ে দিন।
তথ্যসূত্র ও ছবিসূত্র:
ইনবক্স। নাম প্রকাশে
অনিচ্ছুক এক
ব্যক্তি, যাকে
হাজারো ধন্যবাদ
দিলেও কম হয়ে যাবে।
(কপি পেজ থেকে Noyon
Chatterjee
Returned
বিষয়: বিবিধ
১২৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন