মহান স্রষ্টা রাব্বুল আলামীনই মহা পরিকল্পনা কারী। নগ্ন ব্রাজিলের মত একটা দেশে জিকা ভাইরাস রোধে ব্রাজিলে নারীদের বোরকা পরার পরামর্শ দিয়েছেন তাদের বিশেষজ্ঞরা।

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ১৬ ফেব্রুয়ারি, ২০১৬, ০৮:০৩:৫৩ রাত

মহান স্রষ্টা বিশ্ব পরিচালক আল্লাহ রাব্বুল আলামীনই মহা পরিকল্পনা কারী। আপনারা নিশ্চই শুনতে পাচ্ছেন , জিকা ভাইরাস রোধে ব্রাজিলে নারীদের বোরকা পরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা ।

অথচ , এই বোরকা পরিধানের নিষেধ জারি করে পার্লামেন্টে আইন পাশ করল ফ্রান্স , সুইজারল্যান্ড সহ অনেক পশ্চিমা দেশ।

কিন্তু আজ নগ্ন ব্রাজিলের মত একটা দেশে জিকা ভাইরাস রোধে ব্রাজিলে নারীদের বোরকা পরার পরামর্শ দিয়েছেন তাদের বিশেষজ্ঞরা।

সত্যিই , এই সংবাদ শুনে মনে হচ্ছে , মহান রাব্বুল আলামীন আল্লাহ হলেন মহান পরিকল্পনাকারী ।

এ মর্মে মহান রাব্বুল আলামীন আল্লাহ তায়ালা বলেন

এবং কাফেরেরা চক্রান্ত করেছে আর আল্লাহও কৌশল অবলম্বন করেছেন। বস্তুতঃ আল্লাহ হচ্ছেন সর্বোত্তম কুশলী। (সূরা আল ইমরান ৩:৫৪)

এটা ঠিক , ১৪০০ বছর আগে হযরত মুহাম্মদ (সাHappy যখন ইসলামের দাওয়াত দিলেন মক্কার মুশরিকদের কাছে , সেই মক্কার মুশরিকদের উপহাসের পর আল্লাহ কি বলেছিলেন একটু জেনে নিই!

মুশরিকদের হাসিঠাট্টা, বিদ্রুপ নিয়ে আল্লাহ তায়ালা বিশ্ব নবীকে বলছেন, “আমি জানি যে আপনি তাদের কথা বর্তায় হতোদ্যম হয়ে পড়েন। (সূরা আল হিজর ৯৭)

এরপর সাহস দিয়ে আল্লাহ বলছেন, বিদ্রুপ কারীদের জন্যে আমি আপনার পক্ষ থেকে যথেষ্ট। (সূরা আল হিজর ৯৫)

আল্লাহর উপরই ভরসা করলাম! সব অভিযোগ, অভিমান, দুঃখ আল্লাহর কাছেই দিলাম।

“আমি তো আমার দুঃখ ও অস্থিরতা আল্লাহর সমীপেই নিবেদন করছি (সূরা ইউসুফ ৮৬)

একদিন নিশ্চয় তিনি তার বান্দার কষ্টগুলো মুছে দেবেন। একদিন নিশ্চয় আজকের এই জঙ্গি, সন্ত্রাসী, পথভ্রষ্ট মানুষগুলো তাদের প্রতিদান বুঝে পাবে। একদিন নিশ্চয় এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে ইনশা'আল্লাহ।

বিষয়: বিবিধ

২১১৭ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359719
১৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:১২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
যথার্থ বলেছেন, সহমত
সত্যের বিজয় অনিবার্য,
মিথ্যার বিণাশ অবশ্যম্ভাবী

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ

১৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:২১
298215
কুয়েত থেকে লিখেছেন : ওয়ালাই কুম্ আচ্ছালাম আল্লাহ তায়ালা আপনাকে উত্তম জাযা দান করুন। অনেক অনেক ধন্যবাদ
359720
১৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:২৪
শেখের পোলা লিখেছেন : ইন শাআল্লাহ৷ আল্লাহর ওয়াদা আর রসুল সঃ এর প্রতিষ্ঠিত দ্বীন দুনিয়ায় পুনরায়৷ কায়েম হবেই হবে৷
১৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৩০
298216
কুয়েত থেকে লিখেছেন : ইনশা'আল্লাহ দীন কায়েম হবে কিন্তু আমাদেরকে বসে থাকলে চলবে না। চেষ্টা চালিয়ে যেতে হবে তবেই আল্লাহর সাহায্য এবং তাহার বিজয় অঅসবে ধন্যবাদ আপনাকে
359735
১৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:২০
তট রেখা লিখেছেন : কেউ যদি আজান শোনার জন্য জানালা খুলে, সে আজান শোনার জন্য সওয়াবও পাবে আবার মুক্ত বায়ু সেবন করতে পারবে। কিন্তু মুক্ত বায়ু সেবনের জন্য জানালা খুললে শুধু মুক্ত বাতাসই সেবন করবে, সওয়াব জুটবেনা।
১৭ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:১৭
298261
কুয়েত থেকে লিখেছেন : হা ভাই হালাল জিনিসটা ভোগ করবেন নিয়তটা আগে করলেই সওয়াব। হারাম খেলেও পেট ভরে তবে গুনাহ গার হয়ে জাহান্নাম। ধন্যবাদ আপনাকে
359736
১৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:২৫
হতভাগা লিখেছেন : শুধু কি মহিলাদেরকেই বোরকা পড়ার নির্দেশ দিয়েছে ?
মশা কি পুরুষদেরকেও কামড়ায় না ?
জিকা চলে গেলে যখন আবার খুল্লামখুল্লা হয়ে যাবে তখন কি বলবেন ?

পশ্চিমা অনেক গবেষক নামাজে যে উঠা বসা হয় সেটাকে ভাল ব্যায়াম বলেছেন । আমরা মুসলমানেরা কি এরকম মনে করি ?
১৭ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:২৫
298262
কুয়েত থেকে লিখেছেন : ভাই পুরুষেরাতো আগে থেকেই ঢাকা ওদেরকে কামড়াবে কি ভাবে.? খোলাতো ওরাই রাখতে চায় তাই বোরকার প্রয়োজন তাদের যারা ডকতে চায়না। ধন্যবাদ আপনাকে
১৯ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৯:৫৭
298325
হতভাগা লিখেছেন : বোরকার মত ভারী কাপড় না পড়ে পুরুষদের মত চললেই হয়
২০ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:০১
298390
কুয়েত থেকে লিখেছেন : পুরুষদের মত পড়লে তো আর বোরকা হবেনা। এবার প্রোপাইলে নিজের ফটো লাগালে অনেক ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে
359740
১৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৩৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
359812
১৭ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:২৬
কুয়েত থেকে লিখেছেন : আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ ভালো লাগার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File