সবচেয়ে ধনী দেশ এখন কাতার !

লিখেছেন লিখেছেন বিনো৬৯ ১৯ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৩২:০৮ সকাল



বিশ্বে সবচেয়ে ধনী দেশ কোনটি- এককথায় এ প্রশ্নটির উত্তর দেওয়া কঠিন। অর্থনীতিবিদদের একটি বড় অংশ মনে করে, যে দেশের মাথাপিছু জাতীয় আয় (জিডিপি পার ক্যাপিটা) যত বেশি সে দেশ তত বেশি ধনী। মাথাপিছু আয় বেশি হলে ধরে নেওয়া হয় একটি দেশের নাগরিকেরা তাদের জীবন চালানোর প্রয়োজনীয় সব চাহিদা নিজেরাই পূরণ করতে সক্ষম। যদিও উন্নয়নের এই তত্ত্বের এখন আর তেমন গ্রহণযোগ্যতা নেই। তারপরও মাথাপিছু আয় ধরে এখনো অনেক কিছু বিবেচনা করা হচ্ছে।

উচ্চ মাথাপিছু আয়ের ভিত্তিতে বিশ্বের শীর্ষ ১০ ধনী দেশের একটি তালিকা তৈরি করেছে মার্কিন প্রতিষ্ঠান ইটসজিআরনাইন। প্রতিষ্ঠানটি বিভিন্ন খাতের শীর্ষ ব্যক্তি বা প্রতিষ্ঠানের তালিকা তৈরি করে। ধনী দেশের এ তালিকা তৈরিতে জনসংখ্যার অনুপাত, আয়-ব্যয়ের পরিমাণ বিবেচনায় নেওয়া হয়েছে।

১ কাতার: মাত্র ২০ লাখের বেশি নাগরিক নিয়ে এ মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কাতার। কাতারের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২০ হাজার কোটি ডলার আর মাথাপিছু আয় ৯৩ হাজার ৪০০ ডলার। মধ্যপ্রাচ্যের উপদ্বীপ খ্যাত কাতারের অর্থনীতি জ্বালানি তেলের ওপর নির্ভরশীল। দেশটির রপ্তানি আয়ের ৮৫ ভাগই আসে পেট্রোলিয়াম রপ্তানি থেকে।

২ লুক্সেমবুর্গ: ইউরোপের সবচেয়ে উন্নত দেশগুলোর একটি লুক্সেমবুর্গকে বলা হয় ‘ট্যাক্স হ্যাভেন’ বা করের স্বর্গ। বিশ্বের অন্যান্য দেশের ধনকুবের ব্যবসায়ীরা নিজে দেশের উচ্চ কর হার এড়াতে তাই বসবাসের জন্য বেছে নেন লুক্সেমবুর্গকে। দেশটির বর্তমান মাথাপিছু আয় ১ লাখ ১০ হাজার মার্কিন ডলার।

৩ সিঙ্গাপুর: ৬৩টি দ্বীপ নিয়ে গঠিত দ্বীপ দেশ সিঙ্গাপুরের জনসংখ্যা মাত্র ৫৫ লাখ আর মাথাপিছু আয় ৫৬ হাজার ডলার। এশিয়ার দেশগুলোর পারস্পরিক ব্যবসা-বাণিজ্যিক কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে সিঙ্গাপুর। তেমন কোনো প্রাকৃতিক সম্পদ না থাকলেও ব্যবসা-বাণিজ্য করেই আজকের এ অবস্থানে এসেছে দেশটি।

৪ নরওয়ে: মাত্র ৫০ লাখ জনসংখ্যার নরওয়ের আয়ের অন্যতম উৎস প্রাকৃতিক গ্যাস ও তেলের বিশাল মজুত। বিশ্বব্যাপী টেলিযোগাযোগ ব্যবসাতেও নরওয়ে বেশ সফল। বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোনের মূল মালিকানা প্রতিষ্ঠান নরওয়ের টেলিনর। বিপুল প্রাচুর্যের পাশাপাশি বসবাসের জন্য সারা বিশ্বে সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে নরওয়ের খ্যাতি আছে। দেশটির মাথাপিছু আয় ৯৭ হাজার ৩৬৩ ডলার।

৫ হংকং: জিডিপির হিসাবে বিশ্বের পঞ্চম ধনী দেশের তালিকায় স্থান পেয়েছে হংকং। এশিয়াসহ সারা বিশ্বের বিনিয়োগকারীদের কাছেই পছন্দের দেশ হংকং। এশিয়ার অন্যতম ব্যয়বহুল দেশ হংকংয়ের মাথাপিছু আয় ৪০ হাজার ডলার।

৬ ব্রুনেই দার এস সালাম: দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম ধনী দেশ ব্রুনেই দার এস সালামের মাথাপিছু বার্ষিক জিডিপি ৫০ হাজার ৪০০ ডলার। অপরিশোধিত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস দেশটির আয়ের প্রধান উৎস। দেশটির জিডিপির ৯০ শতাংশের জোগান দেয় পেট্রোলিয়াম রপ্তানি আয়। পাঁচ লাখের কম জনসংখ্যার দেশটি বিশ্বে সবচেয়ে কম জনবহুল দেশগুলোর একটি।

৭ মার্কিন যুক্তরাষ্ট্র: প্রাকৃতিক ও রাজনৈতিক নানা কারণে অর্থনীতি কিছুটা বিপর্যস্ত এখনো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটির আয়ের সিংহভাগ আসে উচ্চ প্রযুক্তি, অস্ত্র রপ্তানি থেকে। একই সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় উৎপাদক রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের মাথাপিছু আয় ৫৪ হাজার ৬২৯ ডলার।

৮ সংযুক্ত আরব আমিরাত: সাতটি স্বাধীন প্রদেশের সমন্বয়ে গঠিত বিশ্বের অন্যতম ধনী দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির বার্ষিক মাথাপিছু আয় ৪৮ হাজার ৪০০ ডলার। প্রাকৃতিক গ্যাস, জ্বালানি তেল, খেজুর ও শুঁটকির মতো প্রচলিত পণ্য রপ্তানির পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণেও ভালো অবস্থানে আছে সংযুক্ত আরব আমিরাত।

৯ সুইজারল্যান্ড: ইউরোপের অন্যতম ধনী দেশ সুইজারল্যান্ডের আয়ের উৎস বৈচিত্র্যপূর্ণ ও ব্যাপক। দেশটির বর্তমান মাথাপিছু আয় ৮৫ হাজার ডলার। কৃষি, পর্যটন, ব্যাংকিং, ঘড়ি, চকলেট—আয়ের উৎসের অভাব নেই সুইজারল্যান্ডের। সারা বিশ্বের ধনীদের টাকা জমানোর জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত দেশ হলো সুইজারল্যান্ড।

১০ কুয়েত: মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো কুয়েতেরও রপ্তানি আয়ের প্রধান উৎস জ্বালানি তেল। মাত্র ২৮ লাখ জনসংখ্যার এ দেশটির বার্ষিক মাথাপিছু আয় ৪৩ হাজার ৭০০ ডলার।

বিষয়: বিবিধ

১১১৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

342454
১৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:০৫
হতভাগা লিখেছেন :
৭ মার্কিন যুক্তরাষ্ট্র: প্রাকৃতিক ও রাজনৈতিক নানা কারণে অর্থনীতি কিছুটা বিপর্যস্ত এখনো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটির আয়ের সিংহভাগ আসে উচ্চ প্রযুক্তি, অস্ত্র রপ্তানি থেকে। একই সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় উৎপাদক রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের মাথাপিছু আয় ৫৪ হাজার ৬২৯ ডলার।


০ আমেরিকার অর্থনৈতিক সাফল্য নির্ভর করে বিশ্বে যুদ্ধ কি পরিমান লেগে আছে তার উপর ।

অস্ত্র বিক্রি করার একটা ক্ষেত্রে বানিয়ে যুদ্ধ বাঁধিয়ে সেখানে ইচ্ছেমত অস্ত্র বিক্রি করে দেশের মানুষের জীবনযাত্রাকে উন্নত করছে আমেরিকা।

আমেরিকার মানুষেরা অন্যদেশের মানুষের রক্ত পান করে নিজেদের উন্নত করছে।
১৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৩৩
283901
বিনো৬৯ লিখেছেন : দারুণ বলেছেন ব্রো! ওই শু*রের বাচ্চারা অন্যদের ক্ষতি করে নিজেরা ফুলে ফেঁপে ওঠেছে। আই ফা* দি আমেরিকান গভমেন্ট!
342455
১৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:১৮
অপরিচিত লিখেছেন : গৌড়ব করার কিছু নেই। এখন বড় কখন যে ছোট হবে তার কি গ্যারান্টি আছে। আমার দেশ বাংলাদেশও একদিন সবার উপরে হবে।
১৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৩৫
283902
বিনো৬৯ লিখেছেন : বাংলাদেশ সবার উপরে হবে- এই কথাটি মোটেও বিশ্বাসযোগ্য নয় Happy । তবে আগের কথাটি ঠিক বলেছেন, 'এখন বড়, কখন যে ছোট হবে তার কোনও গ্যারান্টি নেই'।
342467
১৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:২১
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৩৫
283903
বিনো৬৯ লিখেছেন : আপনিও ধন্যবাদ গ্রহণ করুন।
342505
১৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:২০
আবু জান্নাত লিখেছেন : অনেক জানা হলো, ধন্যবাদ
১৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৩৭
283904
বিনো৬৯ লিখেছেন : আমার পোস্ট টি থেকে কিছু জানতে পেরেছেন জেনে খুশি লাগল Good Luck
342515
১৯ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০৫
নাবিক লিখেছেন : বঙ্গদ্যাশ কয় নম্বরে?
342558
১৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৩৮
বিনো৬৯ লিখেছেন : বঙ্গদেশ 'নাই' নম্বরে !!! Tongue Eat Eat
342732
২১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:৩০
আব্দুল গাফফার লিখেছেন : দারুন ! শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ
342804
২১ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:৩০
বিনো৬৯ লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্য
349081
০৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ। কাতার আমাদের জন্য গর্ব তাহলে..!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File