আমাকে গালি দাও, আমার ধর্মকে গালি দিওনা।

লিখেছেন লিখেছেন বিনো৬৯ ১৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:২৫:৫১ বিকাল

একটা কুত্তার বাচ্চা সব সময়ই কুত্তার বাচ্চা। কিন্তু একটা মানুষের বাচ্চা সবসময় মানুষের বাচ্চা না। সে কখনো অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চার মত আচরণ করে। এ কারণে ঐ সকল অমানুষের বাচ্চার চেয়ে কুত্তার বাচ্চা হওয়াটাও ভালো।

জামাত-শিবির নিয়ে আমার কোনও মাথাব্যথা নাই। জামাতকে গালি দিলে ওদের গালি দেওয়ার কারণ আছে। আবার চেতনাবাদী কম্বল চোরদের গালি দিলে তাতেও আমার কষ্ট লাগেনা। বাংলাদেশে সবাই সবাইকে গালি দেয়। সবাই সবাইকে তাচ্ছিল্য করে। নির্যাতন করে। গুলি করে। মেরে ফেলে। শুধু সুযোগের অপেক্ষায় থাকা আরকি।

কিন্তু সবাই সবাইকে বুড়ো আংগুল দেখালেও একটা ব্যপারে আমি নীরব থাকতে পারিনা। কেউ ধর্ষণ করলে তার লিঙ্গ কেটে দাও। কেউ খুন করলে তাকে জনসমক্ষে ফাঁসি দাও। আমাদের কী। যে অপরাধী তাকে অপরাধের শাস্তি পেতে হবে। যে কালপ্রিট তাকে সাফার করতেই হবে।

কিন্তু অপরাধীর অপরাধ বলার চেয়ে তার ধর্মকে টানাহেঁচড়া করা, ধর্মের গোষ্ঠী উদ্ধার করা, এটা আমি সইতে পারিনা। বাপ-মা তুলে গালি দিলে রক্ত গরম হয়, ধর্মকে অপমান করলেও প্রতিশোধ মাথাচাড়া দিয়ে ওঠে।

তাই অনুরোধ একটাই, আমাকে গালি দাও। আমার ধর্মকে গালি দিওনা।

বিষয়: বিবিধ

১৩১২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

342339
১৮ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৫১
হতভাগা লিখেছেন : ধর্ম ও বাবা মা খুবই সেনসিটিভ জিনিস । এসব ব্যাপারে মানুষের রিয়েক্ট হয় বেশ ভয়ংকর ।
342342
১৮ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২৯
বিনো৬৯ লিখেছেন : ঠিক বলেছেন ব্রাদার। এসব ব্যপারে কটুক্তি না করাই ভালো।
342346
১৮ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০১
শেখের পোলা লিখেছেন : সহমত৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File