প্রেম করায় বোনের মাথা কেটে নিয়ে সারাগ্রাম ঘুরল নিষ্ঠুর ২ ভাই !
লিখেছেন লিখেছেন বিনো৬৯ ২০ আগস্ট, ২০১৫, ০১:৫২:৩০ দুপুর
বোনের প্রেম নিয়ে আপত্তি, ‘তাই শাস্তি’ দিল তার দুই ভাই। শাস্তি হল মাথা কেটে খুন করা। শুধু পাশবিক কায়দায় খুন করাই নয়, খুনের পর গোটা গ্রাম ঘুরল খুনি দুই ভাই। সঙ্গে বলতে লাগল গ্রামের সব মেয়েরা দেখে রাখে যেন প্রেম করলে এই হবে শাস্তি। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। যেখানে একের পর এক নৃশংস খুনের ঘটনা ঘটছে।
উত্তরপ্রদেশের শাজাহানপুর জেলার ভামনি গ্রামে ১৭ বছরের মেয়ে ফুল জেহান ভালোবাসতেন তার পিসতুতো ভাই মহম্মদ আচচানকে। প্রেমের খবর জানতে পেরে ফুলের দুই ভাই গুল হাসান ও নানে
হাসান চুল ধরে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে আসে বোনকে। দুই ভাইয়ের চিত্কারে গ্রামের অনেকে জড়ো হয়ে যায়। এরপরই ধারালো অস্ত্র দিয়ে বোনের মাথা কেটে দেয় দুই ভাই। বোনের ধড় পরে থাকে মাটিতে, মাথাটা নিয়ে গোটা গ্রাম ঘুরতে থাকে দুই ভাই।
চিত্কার করে বলতে থাকে, ‘এই নাও, সবাই দেখো প্রেমের শাস্তি হল এটাই।’ অবাক করা কথা হল পুলিশ দুই ভাইয়ের কারও বিরুদ্ধেই কোন চার্জ গঠন করেনি, গ্রেফতারও করেনি।
৯ ভাইয়ের একটাই বোন ছিল ফুল। ছয় ভাই কাজ করে দিল্লিতে। ঘটনার দিন তাদের বাবা-মা উপস্থিত ছিল না।
এসপি বাবুল কুমার বলছেন, খুব শীঘ্রই দোষীদের গ্রেফতার করা হবে।
উল্লেখ্য, কিছুদিন আগে বাংলাদেশে নিজেদের বোনকে নিয়ে প্রেমিক চাচাতো ভাই ঘুরে বেড়ানোয় ওই প্রেমিকের চোখ উপড়ে ফেলে, দুই হাত কেটে হত্যা করে পাষণ্ড ভাইয়েরা।
প্রশ্ন হল, প্রেম করা যদি অপরাধও হয়, তাই বলে এর শাস্তি কি এতটা নির্মম?
বিষয়: বিবিধ
১১৩১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন