তোমায় শুধু কল্পনাতেই দেখেছি
লিখেছেন লিখেছেন বিনো৬৯ ২৩ মে, ২০১৫, ০৪:১৯:১৫ বিকাল
তোমায় শুধু কল্পনাতেই দেখেছি । তুমি কখনো সত্যি হওনি । ভেবেছি একদিন, হঠাৎ কোনো অজানা জগত থেকে, তুমি আমায় ডেকে ওঠবে । আমায় বলবে, "যার ভালোবাসা পেতে এতকাল অপেক্ষা করেছো, সেই আমি আজ তোমার সামনে দাঁড়ানো" ।
আমি নির্বাক হয়ে, অবিশ্বাসী চোখে তোমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকব । আমার চোখে অশ্রু ঝরবে, সুখের অশ্রু । আমার শব্দগুচ্ছ জড়তায় আটকে যাবে । তারপর, দীর্ঘ আবেগের ফুল ফুটিয়ে, আমি তোমায় বলব; 'আমি তোমায় ভালোবাসি' ।
হে ভালবাসার না দেখা রাজকন্যা, তুমি আমার কথা শুনছ তো???
বিষয়: বিবিধ
৮৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন