তাঁর হুকুমে চলে...
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০৭ ফেব্রুয়ারি, ২০১৭, ০৫:৫৯:৩১ বিকাল
তিনি আর কেউ নন যিনি সর্বশক্তিমান
সৃষ্টির প্রতি তিনি সদা রহিম-রহমান
আমরা সকলে গাইব তাঁরই গুণ-গান
তাঁর ক্ষমতা সর্বব্যাপী জমিন-আসমান
হেদায়েতের তরে পেলাম আল্ কুরআন
শান্তির পথ কোথায় আছে সে ফরমান।
-----
জিনজাতি ফেরেশতারা জপে তাঁর নাম
তাঁর হুকুমে চলে সমগ্র দুনিয়া জাহান।
দিলেন তিনি দয়া করে মানবদেহে প্রাণ
হেদায়েতের তরে পেলাম রাসূলে আকরাম।
এই দেহ পিঞ্জরে যতক্ষণ আছে প্রাণ
জঁপে যাব তিনি মোদের মহান মহীয়ান।
====
বিষয়: সাহিত্য
৯২৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন