অন্তমিলকরণ প্রচেষ্টা!!

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০২ ফেব্রুয়ারি, ২০১৭, ০৯:২৯:০১ রাত



১.

'ওড়না' যদি সাম্পদায়িক হয়

তবে 'শহীদ মিনার' কেন নয়?

'বাংলা একাডেমী' নাম বাংলিশ

ভর করেছে কোন ইবলিশ?

২.

কেউ বলে কবি, কেউ বা লেখক

আমি যে কবিতার একনিষ্ঠ পাঠক।

৩.

কেউ যদি লেখক বলে

এড়িয়ে যাই আমি কৌশলে!

৪.

বিনয়ের সাথে বলি, আমি শিখিয়ে মাত্র

সবাই শিক্ষক, আমি সবার ছাত্র।

*******

বিষয়: সাহিত্য

১১০৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381650
০৩ ফেব্রুয়ারি ২০১৭ সকাল ০৯:০৬
হতভাগা লিখেছেন : বাংলা ভাষা হচ্ছে খিচুড়ী ভাষা । বিভিন্ন ভাষা হতে এখানে শব্দ চয়ন করা হয়েছে ।

টেবিল-চেয়ার ইংরেজী শব্দ হলেও এগুলো বাংলা ভাষায় খাপ খেয়ে গেছে । এসবের বাংলা খুঁজতে গেলে চট করে কেউ বলে দিতে পারবে না , ডিকশনারী বা গুগল সার্চ দেওয়া লাগবে ।

রিকশাওয়ালা বিশ্ববিদ্যালয় চিনে না , চিনে ইউনিভার্সিটি । এই রিকশা শব্দটিও কিন্তু বাংলা শব্দ না !

আমরা এখনও মাসের হিসাব রাখতে ইংরেজী মাসগুলোকেই গোনায় রাখি ।
০৭ ফেব্রুয়ারি ২০১৭ সকাল ১১:৩৬
315609
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : তারপরও সবসময় তারাই আপত্তি তোলে, তাদের মর্জি মত।ধন্যবাদ।
381653
০৩ ফেব্রুয়ারি ২০১৭ সকাল ০৯:৪৮
ব১কলম লিখেছেন : ওড়না' যদি সাম্পদায়িক হয়

তবে 'শহীদ মিনার' কেন নয়?

'বাংলা একাডেমী' নাম বাংলিশ

ভর করেছে কোন ইবলিশ?

২১ ফেব্রুয়ারী কেন শহীদ দিবস, ৮ফাল্গুণ কেন নয়?
০৭ ফেব্রুয়ারি ২০১৭ সকাল ১১:৪০
315611
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : হ্যাঁ অবশ্যই সেদিন ৮ ফাল্গুন ছিল।ধন্যবাদ।
381657
০৩ ফেব্রুয়ারি ২০১৭ সকাল ১১:৪০
০৭ ফেব্রুয়ারি ২০১৭ সকাল ১১:৩৭
315610
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File