অন্তমিলকরণ প্রচেষ্টা!!
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০২ ফেব্রুয়ারি, ২০১৭, ০৯:২৯:০১ রাত
১.
'ওড়না' যদি সাম্পদায়িক হয়
তবে 'শহীদ মিনার' কেন নয়?
'বাংলা একাডেমী' নাম বাংলিশ
ভর করেছে কোন ইবলিশ?
২.
কেউ বলে কবি, কেউ বা লেখক
আমি যে কবিতার একনিষ্ঠ পাঠক।
৩.
কেউ যদি লেখক বলে
এড়িয়ে যাই আমি কৌশলে!
৪.
বিনয়ের সাথে বলি, আমি শিখিয়ে মাত্র
সবাই শিক্ষক, আমি সবার ছাত্র।
*******
বিষয়: সাহিত্য
১১০৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
টেবিল-চেয়ার ইংরেজী শব্দ হলেও এগুলো বাংলা ভাষায় খাপ খেয়ে গেছে । এসবের বাংলা খুঁজতে গেলে চট করে কেউ বলে দিতে পারবে না , ডিকশনারী বা গুগল সার্চ দেওয়া লাগবে ।
রিকশাওয়ালা বিশ্ববিদ্যালয় চিনে না , চিনে ইউনিভার্সিটি । এই রিকশা শব্দটিও কিন্তু বাংলা শব্দ না !
আমরা এখনও মাসের হিসাব রাখতে ইংরেজী মাসগুলোকেই গোনায় রাখি ।
তবে 'শহীদ মিনার' কেন নয়?
'বাংলা একাডেমী' নাম বাংলিশ
ভর করেছে কোন ইবলিশ?
২১ ফেব্রুয়ারী কেন শহীদ দিবস, ৮ফাল্গুণ কেন নয়?
মন্তব্য করতে লগইন করুন