ঘাতক!!!
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২৩ জানুয়ারি, ২০১৭, ০২:০০:৩০ দুপুর
সবই শূন্য, উন্মুক্ত প্রান্তর, শূন্যতায় ভরা
নো ম্যান্স ল্যান্ড আর কাঁটা তারের বেড়া।
সীমান্ত প্রহরী রক্তচক্ষু নিয়ে তেড়ে আসে
খেলিয়ে লকলকে জিহ্বা হায়েনার মত হাসে।
.......
পাড়ার কৃষক মকবুলের উচ্ছল প্রাণ ছেলেটা
ক্ষেতে দেখে নির্মম বুলেট, ভেদ করে বুকটা।
খপ করে ধরে উল্লাস, বন্দুকের ট্রিগার টানে
প্রাণ-পাখি উড়ে গেছে তার আকাশের পানে।
*****
বিষয়: সাহিত্য
৮০৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন