ফেলানীর জন্যে এলিজি...

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০৭ জানুয়ারি, ২০১৭, ০৪:০৩:০০ বিকাল



হায় ফেলানী!

মা-বাবার চোখের পানি

নিভৃতে কাঁদে বিচারের বাণী।

ওহ! ফেলানী,

পেয়েছি কত আশ্বাস বাণী

তোর জন্যে শোক একটুস্খানি!

বোন ফেলানী,

অমিয় বাবু তোমার খুনি

পেয়েছে খালাস এই জানি।


।। ০৭।।০১।।২০১৭।।

বিষয়: বিবিধ

৯৭৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381189
০৭ জানুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৬:৩৫
হতভাগা লিখেছেন : এরকম শত শত হত্যা হয়েছে সীমান্তে বিএসএফ কর্তৃক । এক ফেলানীকে হত্যা করার পর এত কাহিনী কেন ? ফেলানীর আগে কি কেউ এরকমভাবে মারা যায় নি ? শত শত ফেলানীর ভাই মারা গেছে এরকমভাবে , তাদের নিয়ে তো এরকম চাউর কিছু হয় নি ? আমরা কি মেয়ে বলেই ফেলানীকে এত কাভারেজ দিচ্ছি ?

ফেলানীর ঝুলন্ত লাশই বলে দেয় যে সে ইন্ট্রুডার ছিল ।

আমাদের বাড়ীতে কোন আগন্তুক ঢুকে গেলে বাড়ীর দারোয়ানের কাজ হচ্ছে তাকে বাধা দেওয়া । দারোয়ানকে তো আমরা এজন্যই মাইনে দেই , তাই না ? অমিয় বাবু তো ঠিক সেই কাজটিই করেছে , বরং এরকমই হয়ত নির্দেশ আছে তার চাকরিদাতার পক্ষ থেকে এরকম ইন্ট্রুডারদের জন্য ।

আমরা যদি আমাদেরকে আত্মসন্মান বোধ সম্পন্ন জাতিতে পরিনত করতে না পারি তাহলে এরকম আরও ঘটনা ঘটতেই থাকবে ।
১৮ জানুয়ারি ২০১৭ রাত ০৯:৫৮
315385
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : জাতি হিসেবে আমরা যে হতভাগা!
খুবই গুরুত্বপূর্ণ সমালোচনা হে মহান ভ্রাত!
381190
০৭ জানুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৭:১২
কুয়েত থেকে লিখেছেন : ভারত বাংলাদেশের অবৈধ সরকারের বন্ধু তাই বাংলাদেশের শত্রুর প্রয়োজন নেই। ভারত প্রেমিরাই বাংলাদেশের আসল শত্রু।আপনাকে ধন্যবাদ
১৮ জানুয়ারি ২০১৭ রাত ১০:০০
315387
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনার মতামতের জন্য।
381192
০৭ জানুয়ারি ২০১৭ রাত ০৮:৩৯
আলমগীর ইমন লিখেছেন : সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপনাকে।
১৮ জানুয়ারি ২০১৭ রাত ০৯:৫৯
315386
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : বিডিটুডে ব্লগে আপনার আগমন শুভ হোক, হে মহান অতিথি!
381399
২৩ জানুয়ারি ২০১৭ দুপুর ০১:৪৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আজ বাংলার স্বাধীনতা সীমান্তের কাটাতারে ঝুলতেছে..।
২৩ জানুয়ারি ২০১৭ দুপুর ০২:১৪
315417
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ১০০%...। শুভেচ্ছা ও ধন্যবাদ নিরন্তর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File