ফেলানীর জন্যে এলিজি...
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০৭ জানুয়ারি, ২০১৭, ০৪:০৩:০০ বিকাল
হায় ফেলানী!
মা-বাবার চোখের পানি
নিভৃতে কাঁদে বিচারের বাণী।
ওহ! ফেলানী,
পেয়েছি কত আশ্বাস বাণী
তোর জন্যে শোক একটুস্খানি!
বোন ফেলানী,
অমিয় বাবু তোমার খুনি
পেয়েছে খালাস এই জানি।
।। ০৭।।০১।।২০১৭।।
বিষয়: বিবিধ
৯৭৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফেলানীর ঝুলন্ত লাশই বলে দেয় যে সে ইন্ট্রুডার ছিল ।
আমাদের বাড়ীতে কোন আগন্তুক ঢুকে গেলে বাড়ীর দারোয়ানের কাজ হচ্ছে তাকে বাধা দেওয়া । দারোয়ানকে তো আমরা এজন্যই মাইনে দেই , তাই না ? অমিয় বাবু তো ঠিক সেই কাজটিই করেছে , বরং এরকমই হয়ত নির্দেশ আছে তার চাকরিদাতার পক্ষ থেকে এরকম ইন্ট্রুডারদের জন্য ।
আমরা যদি আমাদেরকে আত্মসন্মান বোধ সম্পন্ন জাতিতে পরিনত করতে না পারি তাহলে এরকম আরও ঘটনা ঘটতেই থাকবে ।
খুবই গুরুত্বপূর্ণ সমালোচনা হে মহান ভ্রাত!
মন্তব্য করতে লগইন করুন