এই তো জীবন...........

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২২ ডিসেম্বর, ২০১৬, ০৭:৪০:০১ সন্ধ্যা



কোন সীমা-পরিসীমা আছে নাকি কষ্টের শরীরের ঘামে

দুঃখ-বেদনা, যন্ত্রণা-বঞ্চনা ডাকা হোক যে-ই নামে।

জোরে হাতে তালি বাজার কষ্ট পন্ড তখনই হয়

যখন আনন্দময় মুহুর্তগুলো ডেকে আনে পরাজয়।

আশা-ভরসা, দুঃস্বপ্নে পরিণত হয় যখন কষ্টের আগুন

পরীক্ষার প্রস্তুতিতে কষ্ট, নষ্ট হয় প্রশ্ন না পড়লে কমন।

দূর্গম পর্বত পেরিয়ে বন-বনানীর পর লোকালয়ের দেখা

অভিযাত্রিক বেশে আনন্দ আছে কি কখনো একা একা?

-----

নাগরিক জীবন, ভারী যন্ত্রণার ট্রাক চাপা, ওয়াসা-ওয়াপদা

পাইপ লাইন, ক্ষত-বিক্ষত রাস্তা, রিক্সাজট ধূলা-বালি কাদা

ভুখার মিছিল, ভাত ছিটলে কাকের অভাব নেই-মানে কি?

পিপঁড়ার সংগ্রাম, গুড়ের খবর মিস্টান্ন ভান্ডার রকমারি ঘি।

দুপুর রাত নির্ঘুম, লন্ঠন-মোমবাতি হাত পাখার বাতাস

আগামী পথে উত্তপ্ত কড়াই, রাজনৈতিক ঝড়ের পূর্বাভাস

ললাটের দূঃসংবাদ যদি অখন্ডিত হয় তবু চেষ্টা ক্ষতি কি

অফিস-আদালতে, চেয়ার-টেবিলে বিদ্যুৎ বিলে ফাঁকি!

-----

খেলায় গণ্ডগোল, গোল খরা আক্রমণ টান টান উত্তেজনা

রেফারি লাইন্সম্যান, আয়োজক ডান্ডাবাহিনীর আনাগোনা

শ্রমিক-মজুর উৎকন্ঠা, বিক্ষোভ-গুলি, রক্ত-ঘাম পায়ে দলে

কষ্টের আপাত যবনিকা, বেতন-ভাতা প্রশান্তির ঘুম এলে।

দলীয় ক্যাডার, বিনা নোটিশ বরখাস্ত ওএসডি নির্যাতন

অভাব মুক্ত দু’মুঠো ভাত, স্বপ্ন সাধ-এই তো জীবন!

=====

বিষয়: সাহিত্য

১২০১ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380853
২২ ডিসেম্বর ২০১৬ রাত ০৮:০৩
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু পরম শ্রদ্ধেয় ভাইয়া।


আসলেই নিষ্ঠুর বাস্তবতার আলোকে অনেক কষ্টের মালাগাঁথা জীবন তাদের ।


জাজাকাল্লাহু খাইর।
২৬ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:৫২
315144
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম। আমার মনে হয় আপনার সম্বোধন থেকে "পরম" শব্দটা বাদ দিলে ভাল হয় বোন। কারণ আমি এর যোগ্য নই।
আর আপনার উপস্থিতি ব্লগে অনেক বড় বিষয়। পুরো ব্লগটাই মাতিয়ে রেখেছেন বলা যায়।
380856
২২ ডিসেম্বর ২০১৬ রাত ০৮:১৮
হতভাগা লিখেছেন : জীবনের একেবারে গোঁড়া থেকেই দ্বায়িত্ব নেবার প্রক্রিয়া শুরু হয়ে যায় ছেলেদের
২৬ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:৫৩
315145
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : দায়িত্ব বলে কথা! কেমন আছেন ভাই সাহেব?
২৭ ডিসেম্বর ২০১৬ রাত ০৮:২৯
315158
হতভাগা লিখেছেন : আল'হামদুলিল্লাহ ভাল আছি , আপনি ?
380862
২২ ডিসেম্বর ২০১৬ রাত ১১:০৮
নিশা৩ লিখেছেন : আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার অফুরন্ত নেয়ামতরাজির শুকরিয়া আদায়ের মন-মানসিকতা দান করুন।
২৬ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:৫৩
315146
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমিন ....ধন্যবাদ প্রিয় ব্লগার।
380865
২২ ডিসেম্বর ২০১৬ রাত ১১:৪৯
দ্য স্লেভ লিখেছেন : শ্রমজীবী মানুষের কড়া বাস্তবতা নিয়ে দারুন লিখেছেন। আল্লাহ তাদেরকে তাদের কষ্টের প্রতিদানে অবাক করা পুরষ্কার দান করুন
২৬ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:৫৫
315147
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আস সালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? প্রবাস জীবন কেমন চলছে? যেখানে থাকুন সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন।
মন্তব্যের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা নিরন্তর।
২৭ ডিসেম্বর ২০১৬ দুপুর ১২:১০
315149
দ্য স্লেভ লিখেছেন : ওয়া আলাইকুম আস সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। জীবন চলছে পুটির মা ছাড়া। তবে ভালো। আরও ভালো হবে সামনে ইনশাআল্লাহ। দোয়ার জন্যে জাজাকাল্লাহ। আপনার জন্যেও দোয়া রইলো
২৮ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:২২
315204
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : পুটির মা কোথায় ঘাপটি মেরে আছেন? আওয়াজ দিন নইলে গ্রেফতারি পরওয়ানা জারি করা হবে!
২৯ ডিসেম্বর ২০১৬ সকাল ১০:২০
315220
দ্য স্লেভ লিখেছেন : পুটির মা আশপাশেই আছে ঘাপটি মেরে,,,সময় ঘনিয়ে আসছে...ধরা সে পড়বেই...আমিও HappyHappy
381405
২৩ জানুয়ারি ২০১৭ দুপুর ০১:৫৯
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : সুন্দর কবিতাটির জন্য অনেক অনেক ধন্যবাদ
২৩ জানুয়ারি ২০১৭ দুপুর ০২:০৩
315413
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকে। সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন।
381443
২৪ জানুয়ারি ২০১৭ দুপুর ০২:০০
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সুন্দর কবিতাটির জন্য অনেক অনেক ধন্যবাদ
২৪ জানুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৭:৪০
315433
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকেও প্রিয় অগ্রজ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File