দারিদ্র্য বিমোচন.... Kiss Kiss Kiss Kiss Kiss

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০৭ নভেম্বর, ২০১৬, ০৭:২৩:০১ সন্ধ্যা



(মহানবী সা. বলেছেন, দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দিতে পারে। তিনি সর্বদা এই বলে আল্লাহর নিকট প্রার্থনা করতেন, “হে আল্লাহ্, তুমি আমাদের খাদ্যে বরকত দাও। আর আমাদের ও আমাদের খাদ্যের মধ্যে তুমি কোন ব্যবধান সৃষ্টি করোনা। কেননা যথারীতি খাদ্য না পেলে আমরা সালাত, সাওম আদায় করতে পারব না, আমাদের মহান রব নির্দেশিত কর্তব্যসমূহ পালন করাও সম্ভব হবে না।”)

কবিতারা অভাবের তাড়নায় প্রতিনিয়ত জর্জরিত

ক্ষুধাতুর নারী নিজ সন্তানকে নিয়ে বড়ই বিচলিত

পানির দামে বিকিয়ে দেয়, নিঃসন্তান দম্পতিকে

ডাস্টবিনে ছুঁড়ে মারে নাড়ী ছেঁড়া অবোধ শিশুকে।

সাগর-নদী বক্ষে মৃত আদম সন্তানের ভাসে লাশ

কি নিষ্ঠুর! দুঃখ-ক্লিষ্ট মানবের কান্না, নির্মম পরিহাস!

অভাবের তাড়নায় পড়ে আমি হাড়ে হাড়ে বুঝেছি

নীরবে অশ্রু ঝরেছে, অঝোর ধারায় কেঁদেছি।

------

এ ব্যথা-কষ্ট, যাতনা কাউকে বুঝানো যায় না

স্ত্রী-সন্তানের মুখের দিকে মুখ তুলে চাওয়া যায় না।

কেউ যদি জিজ্ঞেস করে কি হল ভাই আপনার

করুণ চেহারা ব্যথাতুর মন কি আছে তার বলার?

মাথা ঘুরে চক্কর দেয় কিছু যে ভালো তার লাগে না

দারিদ্র তার সঙ্গী হলো, ছেড়ে যেতে তারে চায় না।

দিনকাল যে ভাল নয় ভাল নয়, সার্বিক পরিস্থিতি

এই দুনিয়া পাল্টে যাচ্ছে, পাল্টাচ্ছে সব রীতি-নীতি।

-----

ক্ষুধার্ত বনী আদমের অবস্থান অতল ভুতল সবখানে

টন টন খাদ্য নষ্ট হচ্ছে, ফেলছে মহাসাগরের উজানে।

খাদ্যের তরে ভুখারা করে তৃতীয় বিশ্বে কামড়া কামড়ি

পরাশক্তির মহাজনেরা রপ্তানি করে চড়া সুদের বড়ি।

কুকুর-বিড়ালের লড়াই বাধিয়েছে চাণক্য মহাজনেরা

শত ফেলানীর লাশ ঝুলিয়েছে কাঁটা তারের বেড়া।

দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া কালো হাতের কারসাজিতে

সীমান্ত ওপেন, ভরে গেছে দু’নম্বর কালোবাজারিতে।

-----

দারিদ্র তোমার পিছু ছাড়ছে না, কেন জানো তুমি?

দালালে মোসাহেবে ভরপুর আমার প্রিয় জন্মভুমি।

পারলে কেউ সবকিছু বিকিয়ে সর্বশান্ত হতে চায়

জীবনব্যাপী চেয়ারের স্বপ্নে বিভোর হয়ে যায়!

ক্ষুধার্ত বনী আদমের মুখ যদি কখনো নাহি চাও

খোদাতায়ালার বিধান মাফিক জীবনটা চালাও।

সর্বক্ষেত্রে ইনসাফের জীবন কায়েম হলে পরে

বিশ্ব সংসার থেকে দারিদ্র বিমোচন হবে চিরতরে।


*******

বিষয়: সাহিত্য

১৭৭২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379549
০৭ নভেম্বর ২০১৬ রাত ০৮:২৪
গাজী সালাউদ্দিন লিখেছেন :
অভাবের তাড়নায় পড়ে আমি হাড়ে হাড়ে বুঝেছি

নীরবে অশ্রু ঝরেছে, অঝোর ধারায় কেঁদেছি।


আপনার কথা বলছেন তো?
সর্বক্ষেত্রে ইনসাফের জীবন কায়েম হলে পরে

বিশ্ব সংসার থেকে দারিদ্র বিমোচন হবে চিরতরে।

সহমত
০৯ নভেম্বর ২০১৬ রাত ০৮:২৫
314286
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : না ব্রাদার, আমার কথা না! একান্ত উপলদ্ধি থেকে বেরিয়ে এসেছে পংক্তিগুলো।
ধন্যবাদ আপনাকে মূল্যবান মতামত পেশ করার জন্য।
379551
০৭ নভেম্বর ২০১৬ রাত ০৯:০৩
আফরা লিখেছেন : খুব ভাল হয়েছে কবিতা ভাইয়া । অনেক ধন্যবাদ ভাইয়া ।
০৯ নভেম্বর ২০১৬ রাত ০৮:২৭
314287
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। এই ঝিমিয়ে পড়া ব্লগ বাগানে আপনি এবং আরো কয়েকজন কলমযোদ্ধা যেভাবে উদ্দীপনার সাথে জাগিয়ে রেখেছেন তাতে এখনও আমি আশাহত নই।..জাযাকাল্লাহ!!!!
379560
০৭ নভেম্বর ২০১৬ রাত ১০:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : খুব চমৎকার হয়েছে।
০৯ নভেম্বর ২০১৬ রাত ০৮:২৮
314288
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ..
একজন আদর্শ ব্লগারের প্রতিকৃতি "গ্রীন" ভাই।
379568
০৮ নভেম্বর ২০১৬ রাত ০১:২৬
সন্ধাতারা লিখেছেন : Salam. Fantastic realisation. Jajakallah
০৯ নভেম্বর ২০১৬ রাত ০৮:৩১
314289
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম। "আফরা" ম্যাডামকে যা বলেছি আপনাকেও ঠিক তাই ব্যক্ত করছি।
"আপনাকেও ধন্যবাদ। এই ঝিমিয়ে পড়া ব্লগ বাগানে আপনি এবং আরো কয়েকজন কলমযোদ্ধা যেভাবে উদ্দীপনার সাথে জাগিয়ে রেখেছেন তাতে এখনও আমি আশাহত নই।..জাযাকাল্লাহ!!!!"
380779
১৯ ডিসেম্বর ২০১৬ দুপুর ০৩:৫৬
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : খুব ভাল হয়েছে কবিতা । অনেক ধন্যবাদ ভাইয়া ।
১৯ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:১৯
315069
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকে শ্রদ্ধেয় মুন্সী ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File