“ইদানীং” ঈদ সংখ্যা-২০১৬ যাদের লেখায় সমৃদ্ধ.. ..
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৪ জুন, ২০১৬, ১১:০৯:১৫ সকাল
সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহতায়ালার জন্য। অবশেষে নানা ঝক্কি-ঝামেলা শেষে ইদানীং ঈদ সংখ্যা ২০১৬এর কাজ শেষ পর্যায়ে। আশাকরি আর কয়েকদিনের মধ্যে প্রকাশনার অন্ধকার ব্যুহ ভেদ করে আলোর মুখ দেখবে। এ সংখ্যাতে এতবেশি লিখিয়েদের সাড়া পেয়েছি যে অভাবনীয়। কলেবর বৃদ্ধি করেও সবার লেখাকে স্থান দিতে পারিনি। বিশেষ করে ঈদ সম্পর্কিত লেখাকে আমরা একটু বেশি প্রায়োরিটি দিয়েছি। এ অক্ষমতাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো তাদের কাছে-যাদের লেখা স্থান দিতে পারিনি। ইদানীং-এর পরবর্তী সংখ্যায় চোখ রাখুন-আশাকরি মানসম্মত সকল লিখাই স্থান পাবে পর্যায়ক্রমে। এই নিশ্চয়তা দিতে পারি। বিডি টুডে ব্লগেরও বেশ কয়েকজন স্বনামধন্য লেখকও ইদানীং-এর সাথে আছেন। অন্যান্য লিখেয়েদেরও চাই ইদানীং-এর পাশে।
যাদের লেখায় সমৃদ্ধ :
কবিতা : ঈদ মোবারক-জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
প্রবন্ধ লিখেছেন : মাসিক ইতিহাস অন্বেষা সম্পাদক এস,এম, নজরুল ইসলাম এবং কলামিস্ট রায়হান আজাদ রমাদান এবং ঈদ সম্পর্কে
নিবন্ধ লিখেছেন : শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে পৃষ্ঠপোষকতা নিয়ে মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম এবং বাংলাদেশের নারীদের উন্নয়ন সম্পর্কে জয়িতা বড়ুয়া
আলাপচারিতা : শৈশবের ঈদ এবং লেখালেখি নিয়ে স্মৃতিচারণ করেছেন কবি আরিফা সিদ্দিকা
ধারাবাহিক গল্প লিখেছেন: অপরাহ্ন-প্রথম পর্ব সুজন কুতুবী
কবিতা লিখেছেন : দেশের প্রতিথযশা বেশ ক’জন কবি যারা নিজগুণে আলোকিত-তারা হলেন:
ময়ুখ চৌধুরী/ফাউজুল কবির
মাহমুদ নোমান/আইউব সৈয়দ
মাহবুবুল মাওলা রিপন/সাজেদ ইকবাল
ফেরারী মুরাদ/সেলিম উদ্দিন
মাহমুদুল হাসান বাদল/মোহাম্মদ আলী জিন্নাহ
বাদশা আতাউর রহমান/আযাদ আলাউদ্দিন
শামস্ আবির/ইলিয়াছ হোছাইন
আবদুস সামাদ/ফাতেমা-তুজ-জোহরা
রিজবাহ উদ্দিন রিজবী/মেহেদী হাসান
মো.ইসমাইল হোসেন/হাসান বিন নজরুল
খোরশেদ মুকুল/ওহিদুল ইসলাম শ্যামল
সফিউল্লাহ আনসারী
ঐতিহাসিক গল্প: “রহস্যময় সিন্দুক” লিখেছেন -এ.আর.বাহাদুর বাহার
ছড়া লিখেছেন:
ওয়াহিদ আল হাসান/নাছির বিন ইব্রাহীম
আ.ম.ও তানভীর সিকদার/হামিদ হোছাইন মাহাদী
কুতুব শাহ/ আহাদ আলী মোল্লা
দূরে কোথাও : ভারতের হায়দ্রাবাদকে ভ্রমণ কাহিনী লিখেছেন “গোলকুন্ডায় একদিন”- জনপ্রিয় ব্লগার রিদওয়ান কবির সবুজ
গল্প লিখেছেন:
মির্জা মুহাম্মদ নুরুন্নবী নূর/বাপ্পা আজিজুল
আরিফ আজাদ/লতিফুন্নেছা তাসনিয়া
বেড়ানোর অভিজ্ঞতা বর্ণনা করেছেন : “অরণ্যে একদিন”-আলমগীর ইমন
কৌতুক লিখেছেন: আবুল কালাম আজাদ
রম্য রচনা লিখেছেন : হাতঘড়ি সমাচার- লিখেছেন হুমায়ুন কবির
নতুনদের আঙ্গিনায় পদার্পন ঘটেছে :
ওমর ফারুক/জুনায়েদ উদ্দিন/এ.টি.এম. মোখলেছুর রহমান
শামীম খান যুবরাজের ‘অয়নের গাছবন্ধু’বইটি নিয়ে আলোচনা করেছেন: সুরুজ মাহমুদ খান
আশাকরি ইদানীং যাদের হাতে পৌঁছবে, তাদের কাছে ঈদের আনন্দ আরো বেশি উপভোগ্য হবে।
ভাই ও বন্ধুরা ইদানীং-পড়ুন, লিখুন, বিজ্ঞাপন দিন এবং সর্বপ্রকার সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
ইদানীং সাহিত্য চর্চা কেন্দ্র-চট্টগ্রাম কর্তৃক পরিবেশিত,
চাররঙা প্রচ্ছদযুক্ত, ৭২ পৃষ্ঠার ম্যাগাজিনটির মূল্য মাত্র ৩০ টাকা।
=====
বিষয়: বিবিধ
২১৬৬ বার পঠিত, ৩৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুভহোক ইদানিং এর অগ্রযাত্রা।
ইদানীং এর অগ্রযাত্রা অব্যাহত থাকুন এবং সকল লেখক/লেখিকাদের শাণিত লিখনীতে জেগে উঠুক
মৃত প্রাণ এই কামনা রইলো।
ইদানীং এর অগ্রযাত্রা অব্যাহত থাকুন এবং সকল লেখক/লেখিকাদের শাণিত লিখনীতে জেগে উঠুক
মৃত প্রাণ এই কামনা রইলো। সহমত
ভালো লাগলো
হাতটা তো পেতে রাখি-
দোয়া করি, জাযাকুমুল্লাহ..
আপনাদের আয়োজন অনেক সুন্দর। চলতে থাকুক অবিরাম। ধন্যবাদ
ইদানিং তো আমাদের থেকে বহুদূরে।
قُلْ إِنَّ صَلاَتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلّهِ رَبِّ الْعَالَمِينَ
আপনি বলুনঃ আমার নামায, আমার কোরবাণী এবং আমার জীবন ও মরণ বিশ্ব-প্রতিপালক আল্লাহরই জন্যে। (সূরা আল আনয়াম-১৬২)
মন্তব্য করতে লগইন করুন