তওবা-
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০৯ জুন, ২০১৬, ০৪:২৫:০৩ বিকাল
মানব জীবন কখনো আলোয় ভরা কখনো অন্ধকারময়
কাদা মাটির তৈরি মানুষ ভুলের উর্ধ্বে নয়।
মানুষ নিজের ভুল কখনো আগে দেখে না,
আলোর কথা বলে, অন্ধকারের কথা বলে না।
ধূলো-বালির এই ভুবন, পাপ-পঙ্কিলতায় সয়লাব
নিজেকে কখনো ভুলের উর্ধ্বে,
পাপ-পঙ্কিলতার উর্ধ্বে মনে করি না।
-----
মানুষ ভুল করে, পাপ করে বেশুমার
পাপী অনুতপ্ত হয়, অবনত মস্তকে
এই মুক্ত আকাশ-বিস্তীর্ণ বিশাল জমিন
কুল কায়েনাতের মালিকের শাহী দরবারে।
অশ্রুতে ভিজে দু’চোখ,
প্রশান্তিতে ভরে যায় হৃদয় জমিন।
-----
সে-ই তো মহাসৌভাগ্যবান,
সকাল-সন্ধ্যায় প্রত্যহ করে মালিকের গুণগান
সৃষ্টির সেরা নবী মোহাম্মদ (সা)এর প্রতি পাঠায় দরূদ ও সালাম।
=====
বিষয়: বিবিধ
১৩২৪ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্
আল্লাহ ও রসুলের পথ করে অনুসরণ।
ধন্যবাদ।
হোক আল্লাহ ও রাসূল(সা)এর অনুসরণ-এভাবেই আসুক মরণ।। আপনাকেও ধন্যবাদ।
জাযাকাল্লাহ।
মন্তব্য করতে লগইন করুন