মুক্তির মিছিল Oh go On Oh go On Oh go On

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৮ মে, ২০১৬, ০৮:৪৬:০১ রাত



এ পৃথিবীতে আমার জন্ম-কেনই বা আগমন?

এ নিয়ে আমার ভাবনার কোন অন্ত নেই ছিল না

কিন্তু প্রভু তো তাঁর পবিত্র গ্রন্থে বলেই দিয়েছেন মানুষ সৃষ্টির উদ্দেশ্য।

মানুষকে চিন্তা-শক্তি দিয়েছেন-তাঁকে সঠিকভাবে চেনার জন্য

মানুষের জন্য কিছু করার জন্য মনটা কেমন কেমন করে

কারো জন্য কিছু করতে চাই, দিতে চাই

কিন্তু নিতে চাই না, আল্লাহ ছাড়া কারো কাছে হাত পাতবো কেন?

তিনি তো তাঁরই কাছে চাইতে বলেছেন

তাই হাত পাততে চাইনা কারো কাছে।

-----

আমার চেষ্টা-চরিত সর্বদা, শতভাগ উজাড় করে দিতে

প্রাণের বিনিময়ে হলেও

সত্যের জন্য, সত্য সাধনার জন্য কুন্ঠিত নই প্রয়োজনে।

আমি দিতে চাই, দিতে চাই, আমৃত্যু দিয়ে যেতে চাই

আমি বিনিদ্র রজনী জেগে জেগে প্রভুর কাছে বলে যাই

আমাকে কারো কাছে ঋনী করো না।

কেউ যদি বলে, এ আমার অহংকার

আসমান-জমিনের মালিকের কসম এতে আমার প্রবল আপত্তি।

----

জনকল্যাণে কোন কিছু করা

দান-সদকা, সৃষ্টির সেবা-মহৎ প্রাণের নমুনা

কত সময় পর হয়ে গেল, পরজীবনের জন্য

কিছুই তো সঞ্চয় করতে পারলাম বলে মনে হয় না।

ভোগবাদী জীবন-ত্যাগের মহিমা

কখনো পারে না বুঝিতে।

হে প্রভু, আমাকে ভোগবাদীদের দলে অর্ন্তভুক্ত করো না।

দুঃখ-যাতনাকে হাসিমুখে বরণ করে নিয়ে

যা আছে তাই বিলিয়ে দিতে চাই

মানবতার মুক্তির মিছিলে শামিল হতে পারা ক’জনের ভাগ্যে জোটে?

=====

বিষয়: সাহিত্য

৯৯০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

369524
১৮ মে ২০১৬ রাত ১০:৪৭
আবু জান্নাত লিখেছেন : সত্যি বলেছেন, জানি না পরকালের জন্য কোন সঞ্চয় করতে পেরেছি কিনা! সারাক্ষণ পেটের ধান্ধায় ঘুরে বেড়াচ্ছি, মহান প্রভূর দয়া না পেলে কোন উপায় নেই।

২২ মে ২০১৬ দুপুর ০২:০২
306886
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : দোয়া চাই খাস করে, জান্নাতের বাপ..। অনেক ধন্যবাদ।
369574
১৯ মে ২০১৬ দুপুর ০২:২২
সন্ধাতারা লিখেছেন : Salam. Very nice thought and expression mashallah.
২২ মে ২০১৬ দুপুর ০২:০৩
306887
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম। জাযাকাল্লাহ খায়রান..
376396
১৭ আগস্ট ২০১৬ সকাল ১১:১৯
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তওফিক দিন
আমিন
১৮ আগস্ট ২০১৬ বিকাল ০৪:৩৬
312098
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : জাযাকাল্লাহ খায়রান..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File