সোনার কাঁকন.....

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০৮ মে, ২০১৬, ০৬:২৭:১৫ সন্ধ্যা



মাকে আমি দেওয়ার কথা এক জোড়া সোনার কাঁকন

সেই সুযোগে চেয়েছিলাম নিতে দোয়া যে অগনন।

যত সাধ-আশা, সাধ্যের বাইরে ছিল, নাহি কুলোয়

দিন গেছে মা ’র উঠান, বারান্দা আর হাঁড়ি-চুলোয়।

সকাল-সাঁঝে ফুরসত ছিল না মায়ের একটু খানি,

চব্বিশ ঘন্টার বেশির ভাগ বাইরে থাকত তার স্বামী।

ছেলে-পুলে মানুষ করার তার ছিল তীব্র বাসনা

বড় হয়ে ছেলেরা কেউ তার খোঁজ-খবর নেয় না!

-----

আমার মায়ের এত দুঃখ-কষ্ট সহজে ভুলতে পারি না

দু’চোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুধারা আর কান্না।

এ পৃথিবী ছেড়ে গেল একদিন তার প্রাণপ্রিয় স্বামী

প্রাণের চেয়ে প্রিয় ছিল যে, সোনার চেয়েও দামী

সকালবেলা ঘুম থেকে দেখি হাতে বাসন-কোসন

এমনি তরো চলছিল তার দৈনন্দিন জীবন যাপন।

ছেলে-মেয়েদের সুখ দেখে পিতা-মাতার সুখ

বিপদ-আপদে তারা পেতে দেয় অসীম সাহসে বুক।

-----

মাকে আমি কখন দেবো এক জোড়া সোনার কাঁকন,

সেই ভাবনায় ঘুম আসে না দু’চোখে আর এখন।

অসুখ-বিসুখ যখন হত, তখনকার কথা স্মরি,

কোলে কাঁধে করে নিয়ে যেত তখন ডাক্তারের বাড়ি।

সোনা-যাদু মনি ভাল হোক এই কামনা ছিল তার

বাড়ি ফিরতে তাড়াতাড়ি বাপেরে তাগিদ বারবার।

মায়ের হাসি মুখখানি আমি কেমনে দেখি বলো

সেই চিন্তায় আমার সবই হয়ে যায় এলোমেলো।

-----

খোদার কাছে দোয়া মাগি ওগো আল্লাহ আমার

মায়েরে আমার সুস্থ রেখো প্রার্থনা কাছে তোমার

মাকে ছাড়া আমি এখন তো আর কিছু বুঝি না,

বন্ধুদেরকে বলি মাকে কখনো দুঃখ দিও না।

সোনার কাঁকন কবে কিনে দেবো মাকে আমি

অর্থ-বিত্ত, শক্তি-সাহস দাও গো অন্তর্যামী

যদি বা না পারি সোনার কাঁকন মাকে দিতে কিনি

আমার অক্ষমতা ক্ষমা করে দিও ওগো মা-জননী।

=====



বিষয়: সাহিত্য

১৩৪৬ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368417
০৮ মে ২০১৬ সন্ধ্যা ০৬:৩৬
বিবর্ন সন্ধা লিখেছেন : ﴿ رَبِّ ٱرۡحَمۡهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرٗا ٢٤
০৯ মে ২০১৬ দুপুর ০২:৪৩
305831
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : দোয়া করার জন্য ধন্যবাদ ভাইয়া। আম্মা বেঁচে আছেন..আব্বা নেই।
368419
০৮ মে ২০১৬ সন্ধ্যা ০৬:৫২
কুয়েত থেকে লিখেছেন : মাশা'আল্লাহ খুবই ভালো লাগলো বন্ধুদেরকে বলি মাকে কখনো দুঃখ দিও না। ধন্যবাদ আপনাকে
০৯ মে ২০১৬ দুপুর ০২:৪৮
305832
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : প্রিয় ভাইকে অন্তরের অন্ত:স্থ থেকে ধন্যবাদ..
368424
০৮ মে ২০১৬ সন্ধ্যা ০৭:২৬
আফরা লিখেছেন : মাকে ভালবাসতে কোন দিবস লাগে না কথা ১০০% সত্য । আমরা কাছে বা দুরে থাকি আমাদের অন্তরে মায়ের জন্য ভালবাসা সব সময় আছে থাকবে ।ইনশা আল্লাহ !

আচ্ছা ভাইয়া তাহলে এই দিবসে মাকে নিয়ে কবিতা পোষ্ট দিলেন এটা কি এই দিবসকেই সাপোর্ট দেয়া হল না ??

আমারা যা পছন্দ করি না যার সমর্থন করি না সেই সব বিষয়ে কি নিরব থাকাই ভাল নয় !!

আমার যদি সেই দিবসে তার বিপক্ষে ও পোষ্ট দেই সেটা কিন্তু সরাসরি না হলে ও (পরোক্ষ/ পত্যাক্ষ)ভাবে এটাকেই সাপোর্ট বা সেটার প্ররোরচনা হয়ে গেল ভাইয়া ।

ধন্যবাদ ভাইয়া ।
০৮ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৩২
305773
শেখের পোলা লিখেছেন : এইতো হল আমার 'মা'
০৮ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৩২
305774
শেখের পোলা লিখেছেন : এইতো হল আমার 'মা'
০৮ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৪৪
305776
আবু জান্নাত লিখেছেন : সহমত।

মাসুম ভাই জন্ম দিনের আয়োজন না করলেও সন্তানদের জন্মদিনেই সন্তানদের জন্য কবিতা লিখে দোয়া কামনা করেন।

ঐ যে যা বললেন আরকি

"আমারা যা পছন্দ করি না যার সমর্থন করি না সেই সব বিষয়ে কি নিরব থাকাই ভাল নয় !!

আমার যদি সেই দিবসে তার বিপক্ষে ও পোষ্ট দেই সেটা কিন্তু সরাসরি না হলে ও (পরোক্ষ/ পত্যাক্ষ)ভাবে এটাকেই সাপোর্ট বা সেটার প্ররোরচনা হয়ে গেল ভাইয়া"




০৯ মে ২০১৬ দুপুর ০২:৫৮
305833
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনার মন্তব্য পড়ছি, আর মুচকি মুচকি হাসছি! কী বলব, আসলে দিবসকে হাইলাইট করার জন্য না। লেখাটা আরো আগে লিখেছিলাম..কোন কিছু না ভেবেই শেয়ার করলাম। আর নিচে তো আমি বলেই দিয়েছি-"মাকে ভালবাসতে কোন দিবস লাগেনা।"
তারপরও দৃষ্টি আকর্ষণ করে সচেতন করার জন্য অন্তরের অভ্যন্তরভাগ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে..
368427
০৮ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৩৫
শেখের পোলা লিখেছেন : একজন মুসলীমের প্রতি দিনই বাবা দিবস মা দিবস হোয়া উচিৎ। এ বিষয়টিকে কোন বিশিষ্ট দিনে আমরা বন্দী করতে চাইনা। তবে কবিতা ভাল লেগেছে।ধন্যবাদ।।
০৯ মে ২০১৬ দুপুর ০৩:০১
305835
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : কবিতা ভাল লাগার অনুভুতি জানার জন্য শোকরিয়া..দিবস কোন ব্যাপার না..আমাদের ভালবাসা, মহব্বত, সুখ-দু:খ,চিন্তা-চেতনা-সবার জন্য জন্য সবসময়..
368428
০৮ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৪৫
আবু জান্নাত লিখেছেন : প্রবাসীরা উত্তম দোয়াটি ছাড়া আর কিই বা করতে পারে! رب ارحمهما كما ربياني صغيرا
০৯ মে ২০১৬ দুপুর ০৩:০৬
305836
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আম্মা বেঁচে আছেন আল্ হামদুলিল্লাহ! আব্বা নেই। দোয়া করার জন্য ধন্যবাদ, প্রিয় ভাইজান।
আসলে দিবসকে প্রাধান্য নয়, তবে আমাদের দেশে অনেক রাজনৈতিক দিবস আছে-যার জন্য আমরা সবসময় চিন্তা ও লিখালিখি করি-অনেক সময় অজান্তেই দিবস কেন জানি ভেতরে ঢুকে যায়। এটা আসলে স্বত:র্স্ফূত ব্যাপার।
368462
০৯ মে ২০১৬ রাত ০১:৫৮
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় বড় ভাইয়া।

মায়ের জন্য হৃদয় নিঃশেষিত শব্দগুলো প্রাণ ছুঁয়ে গেল

মহান রব আপনাকে উত্তম প্রতিদান দিন। সুন্দর লিখাটির জন্য।
০৯ মে ২০১৬ দুপুর ০৩:০৯
305838
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম।
আপনি কিছু বললেন না যে লেখার মোটিভ নিয়ে?
জাযাকাল্লাহ খায়ের!.. ধন্যবাদ..
368527
০৯ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৪৮
বার্তা কেন্দ্র লিখেছেন : ভালো লাগলো. ধন্যবাদ..
১০ মে ২০১৬ দুপুর ০২:০৯
305964
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : Good Luck Good Luck Good Luck
368631
১০ মে ২০১৬ রাত ০৮:১৬
আবু তাহের মিয়াজী লিখেছেন : অনেক ভালো লাগলো
১০ মে ২০১৬ রাত ০৮:১৯
305970
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আবু তাহের ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File