আর কোন তরিকা নাই..Loser Loser Loser

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০৬ মে, ২০১৬, ০৯:০৯:২৪ রাত



আমি তো কতবার, কতভাবে সবাইকে বলেছি

আমি ঈমানদার নই, কিন্তু বেঈমানও নই, ভণ্ড নই!

আমি ধর্মের লেবাস পরে অধর্মের কাজও করিনা।

আমি ধর্মের নামে নতুন নতুন রসম রেওয়াজ উদ্ভাবন করে

মানুষকে বিভ্রান্তও করি না-মানুষের কাছে ভিক্ষার থলি নিয়ে

দ্বারে দ্বারে শয়তানরূপ বেশ ধারণ করি না!

একাকী বেগানা নারী পেয়েও লোভাতুর হই না।

হক মওলা বলে, তোর ক্ষতি হবে-তোর পরিবারের সর্বনাশ বলে

প্রতারণার জাল ফেলে মাছ শিকার করি না।

-----

আমি খাজা বাবার নাম ভাঙিয়ে, বড় পীরের গোর বানিয়ে

বছর বছর ওরশের নামে মদ-জুয়ার আসর বসিয়ে

কোন বনি আদমকে বলিনা, লালসালু কাপড়ে ঢেকে দাও।

সিজদা দাও, কবুল হবে তোমার মনোবাসনা।


এসো আমি তোমাকে মুক্তি দেব।

আমার ঈমান বলে, তুমি মুক্তি দেওয়ার কে?

তুমি সাহায্য করার কে?

তুমি ফরিয়াদ শোনার কে?

জগতের মালিক তাহলে আছে কি জন্যে!

তিনি কি সকল ক্ষমতার উৎস এবং সর্বশক্তিমান নন?

-----

মানুষের মুক্তির পথ, হেদায়েতের পথ

নবী-রাসূল-সালেহীনের দেখানো পথে হতে হবে।

আর কোন তরিকা নাই-একটাই তরিকা

নবী মুহাম্মদের (স) তরিকা-যারা নিত্য নতুন তরিকার কথা বলে

মানুষের ঈমান ধ্বংসের খেলায় মেতেছে

ধ্বংস হোক তার হস্ত সমূহ-আবু লাহাবের মতো।


যারা নবীর নামে কুৎসা রটায়, ব্যঙ্গ চিত্র বানায়

যারা তার প্রতিবাদ করে না, ঘৃণা করে না

তলে তলে তাদের সাথে বড় পিরিত,

তারা কি দ্বীনের শত্রু নয়?

আমি তাদের মাঝে কোন পার্থক্য কী আছে?

আমি অতি ঈমানদার বলে নিজেকে দাবী করি না

কিন্তু ধর্মের লেবাসে যারা দ্বীনকে বিকৃত করে হ্ক্ বলে দাবী করে,

খোদাদ্রোহীদের সাথে উঠা-বসা করে, বিভেদের প্রাচীর তৈরি করে

আমি তাদের ভন্ডামীকে কোনক্রমে মেনে নিতে পারি না।

=====

বিষয়: সাহিত্য

১৪৬৭ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368197
০৬ মে ২০১৬ রাত ০৯:৩১
সন্ধাতারা লিখেছেন : Salam. I am getting surprised. Ur writing is not showing in my laptop. I shall comment in Bengali later inshallah.
০৭ মে ২০১৬ দুপুর ১২:০৭
305633
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম, সমস্যার সমাধান হয়েছে আশাকরি! নিচের কমেন্টে যাচ্ছি..
368199
০৬ মে ২০১৬ রাত ০৯:৫৬
বার্তা কেন্দ্র লিখেছেন : বাবাদের বদ দোয়া পড়বে আপনার উপর!
তবে অসাধারণ হয়েছে। ধন্যবাদ।
০৭ মে ২০১৬ দুপুর ১২:০৮
305635
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : কোন্ বাবা? আমার বাবা তো একটাই-আশাকরি বুঝতে পেরেছেন।
368202
০৬ মে ২০১৬ রাত ১০:১৭
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৭ মে ২০১৬ দুপুর ১২:০৯
305637
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকেও ..
368223
০৬ মে ২০১৬ রাত ১১:০৭
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : বস, আনক্লিন ব্যাম্বো দিলেন। ভালো লাগলো।
০৭ মে ২০১৬ দুপুর ১২:১৩
305641
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : বস,ধর্মের নামে যা চলছে সর্বনাশ! শিরক-বিদআত সরল পথ ইসলামকে অন্যান্য ধর্মের লোকদের কাছে হাস্যকর বানিয়ে ফেলছে। আপনার মূল্যবান মতামত এবং উপস্থিতি অত্যন্ত প্রেরণাদায়ক। আশাকরি নিয়মিত হবেন।
368230
০৬ মে ২০১৬ রাত ১১:৩৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : পোস্টটি প্রিয়তে রাখলাম ভবিষ্যতে কাজে আসবে।
০৭ মে ২০১৬ দুপুর ১২:১৪
305643
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এই পোস্টটি প্রিয় রাখার মত নাকি? তবুও আপনাকে ধন্যবাদ যে আপনার মনের মত হয়েছে। ..
০৭ মে ২০১৬ বিকাল ০৪:২১
305681
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হ্যাঁ, এটাকে কাজে লাগাবো, যখন কাজে লাগবো দেখতে পাবেন ইনশাহ্ আল্লাহ্।
০৭ মে ২০১৬ বিকাল ০৪:২৩
305682
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : কই দেখলাম তো, আপনার প্রিয় ব্লগে?
ইনশাল্লাহ..আবারও ধন্যবাদ।
368233
০৭ মে ২০১৬ রাত ১২:১৬
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাই।

জ্বী ভাই তরিকা একটাই। অন্য ধান্দাবাজি করে পাপ কামানো ছাড়া কোনই ফায়দা নাই।

এক কথায় ঈমানী চেতনায় উজ্জ্বীবিত ও স্বতঃস্ফূর্ত অন্তরের দৃপ্ত উচ্চারণ। লিখাটি অনেক ভালো লাগলো।

জাজাকাল্লাহু খাইর।
০৭ মে ২০১৬ দুপুর ১২:৩৩
305652
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : একটা জিনিস লক্ষ্য করবেন যে-ইসলাম বিরোধীরা শিরক-বিদআতের ন্যায় ধর্মীয় আগাছাগুলোর বিরুদ্ধে কিছু বলে না। এদের আরো উদার, সুফী,শান্তিপ্রিয় বলে কাছে টেনে নেয়, নানা পুরষ্কারে ভুষিত করে। অন্যদিকে কিন্তু প্রকৃত ইসলামের অনুসারী তাদের বিরুদ্ধে যত রকম অস্ত্র আছে সবই ব্যবহার করে থাকেন।..প্রকৃতপক্ষে শিরক ক্যান্সার এবং বিদআত এইডস্ এর ন্যায় ধর্মের জন্য। সরলমনের মানুষেরা প্রকৃত জ্ঞানের অভাবে তথাকথিত পীরের-দরবেশের কথা শোনে আর কুরআন-হাদীসে কী আছে তা জানার প্রয়োজনবোধ করে না। নাটক-সিনেমাতে কবরওয়ালাদের অসীম শক্তির অধিকারী বানিয়ে প্রচার চালাচ্ছে ধর্ম ব্যবসায়ীরা। শিরক-বিদআতের বিরুদ্ধে আমি বরাবরই সোচ্চার। এরা ইসলাম বিরোধীদের চেয়েও মারাত্মক। কারণ ইসলাম বিরোধী ইসলামের প্রকাশ্য বিরোধিতা করে আর ওরা ধর্মের ছদ্মাবরণে ধর্মের ধ্বংস সাধন করে। কত তরিকা বানিয়েছে, কাদেরিয়া, নক্সবন্দিয়াসহ আরো অনেক। রাসুল (সা) ধর্মে নব আবিষ্কৃতদের নিন্দা জানিয়ে বলেন,
“যে ব্যক্তি কোন বিদআতকারীকে সম্মান করল, সে যেন ইসলামকে ধ্বংস করার কাজে সাহায্য করল। (বায়হাকী)..
ধন্যবাদ আপনার মুল্যবান মন্তব্য ও উপস্থিতির জন্য।
368235
০৭ মে ২০১৬ রাত ০২:০৩
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : রাসূল(স) যেভাবে দ্বীনের কাজ করেছেন, সাহাবীরা যেভাবে রাসূল(স) কে অনুসরণ করেছেন সেই তরিকা ছাড়া বাকি সব ভণ্ডামি
০৮ মে ২০১৬ রাত ০৯:২৫
305793
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : একদম সঠিক বলেছেন, মামুন ভাই। অনেক ধন্যবাদ।
368243
০৭ মে ২০১৬ রাত ০৩:১৩
আবু তাহের মিয়াজী লিখেছেন : অসাধারণ লিখেছেন ভাই।ধন্যবাদ আপনাকে।
০৮ মে ২০১৬ রাত ০৯:২৬
305794
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ মিয়াজী ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File