Rose Roseবিডি টুডে ব্লগে আজ আমার ১ বৎসর পূর্ণ হলো Rose Rose

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০১ মে, ২০১৬, ০৬:০৩:৩৩ সন্ধ্যা



বিডি টুডে ব্লগে আজ আমার ১ বৎসর পূর্ণ হলো..

-আল্হামদুলিল্লাহ! মহান রাব্বুল আলামীনের শাহী দুয়ারে পেশ করছি অগণিত সিজদা, যার একান্ত মেহেরবানী ব্যতীত এক বৎসর কলম চালানো সম্ভবপর হতো না।

-এরপর ধন্যবাদ জানাতে হয়, বিডিটুডে ব্লগ কর্তৃপক্ষকে। যাদের পূর্ণ সহযোগিতা না পেলে ব্লগে লেখা প্রকাশ করা সম্ভব হতো না।

-শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই-সেসকল ভাই ও বোনদেরকে যারা কলম যুদ্ধের অক্লান্ত সৈনিক, জাহেলিয়াতের মোকাবিলায় ইসলামের শ্রেষ্ঠত্ব অটুট রাখার লক্ষ্যে তাদের লেখনি চালিয়ে যাচ্ছেন। অথচ বিপরীত দিকে দেখি, অনেকে আছেন নির্লজ্জ পেটের জন্য বিবেক, বুদ্ধি এবং মাথাকে বিক্রি করে দেশ, জাতি ও ধর্মের বিরুদ্ধে কলম চালাচ্ছে।

-কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করছি সকল ব্লগারদেরকে, যারা সুচিন্তিত মতামত ও পরামর্শ দিয়ে এ অধমকে নিরবচ্ছিন্ন ভাবে সাপোর্ট দিয়েছেন।

-তাদেরকেও ধন্যবাদ জানাই, যারা আমার সাদামাটা লেখায় মন্তব্য করার সুযোগ পাননি। ভবিষ্যতে তাদের সহযোগিতা ও সহমর্মিতা পাওয়ার আশা ব্যক্ত করছি।

*****

আমার সংক্ষিপ্ত ব্লগ পরিসংখ্যান :

পোস্ট করেছি : ১৪৫টি

মন্তব্য করেছি : ১৯৭৭টি

উত্তর দিয়েছি : ১৪০৩টি

ব্লগ পঠিত হয়েছে : ৩৩,৭২৫ বার

ব্লগে আছি : ১২ মাস বা ১ বৎসর।


*****

সবার কাছে একান্ত আবেদন জানাই-আমি আসলে ব্লগের “ব”ও বুঝি না! পরিসংখ্যানই তার সাক্ষী। বলতে পারেন একজন কলাম লেখকই আমার পরিচয়। স্থানীয়, জাতীয় এবং বিভিন্ন ম্যাগাজিনে বেশ লেখালেখি করেছি। কবিতা লেখাও এক প্রকার শখ। পরিচিত ব্লগবন্ধুদের “নাছোড় বান্দা” অবস্থান এবং সহযোগিতায় ব্লগে পদার্পণ। তাই ব্লগের লেখালেখির ব্যাপারে উদার চিত্তে যেকোন পরামর্শ এবং সহযোগিতা সবসময়-ই চাই।

---------

পরম করুণাময়ের কাছে দু’হাত তুলে মুনাজাত করছি, সকল ব্লগার ভাই ও বোনদের যাতে হায়াতে তৈয়্যেবা দান করেন। সকলের লেখনিকে কবুল এবং শক্তি আরো বৃদ্ধি করে দিন। সকলের পরিবারের সর্বাঙ্গীন সুখ, শান্তি, সাফল্য এবং সমৃদ্ধি কামনা করছি। কাল-কিয়ামাতের ময়দানে আমাদের পরস্পরের ভালবাসার প্রতিদানস্বরূপ “আরশের ছায়ায়” স্থান দিন। (কারণ এখানে কোন স্বার্থ জড়িত নেই। একে অপরকে ভ্রাতৃত্ববোধের কারণেই ভালবাসি এবং শ্রদ্ধা করি)

সবাইকে সালাম ও মোবারকবাদ জানিয়ে লেখার ইতি টানছি। আল্লাহ হাফেজ।



*******

বিষয়: বিবিধ

১৩১২ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367675
০১ মে ২০১৬ সন্ধ্যা ০৬:১১
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : চালিয়ে যান আপনাদের মতন ব্লগারদের অনেক প্রয়োজন
ধন্যবাদ
০২ মে ২০১৬ দুপুর ১২:২৯
305141
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ। আরো পরামর্শ চাই..
367676
০১ মে ২০১৬ সন্ধ্যা ০৬:১৬
আফরা লিখেছেন : সালাম ! অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল আপনার প্রতি ।


১ বছরে অনেক সুন্দর ও শিক্ষনীয় অনেক লিখা আমাদের উপহার দিয়েছেন । তার জন্য জাজাকাল্লাহ খায়ের !

আল্লাহ আপনার নেক হায়াত ও আপনার লিখায় বারাকাহ দান করুন যাতে আমরা আপনার কাছ থেকে আরো ভাল ভাল লিখা পেতে পারি ।

অনেক ধন্যবাদ ভাইয়া ।
০২ মে ২০১৬ দুপুর ১২:৩৪
305142
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক সুন্দর গুচ্ছটি দেয়ার জন্য ধন্যবাদ। এটা কী ফুল বলবেন ?
আপনার দোয়া আমাদের মনিব কবুল করুন। আমিন। সুস্থ, সুন্দর এবং নিরাপদে থাকুন।

367681
০১ মে ২০১৬ সন্ধ্যা ০৬:৫০
নজরুল ইসলাম টিপু লিখেছেন : মাশায়াল্লাহ, এই সংক্ষিপ্ত সময়ে আপনি প্রচুর পোষ্ট করতে সক্ষম হয়েছেন। মন্তব্য, পাঠক, উত্তর সব গুলোতে আপনার সরব উপস্থিতি যাতে অব্যাহত থাকে সে কামনা করি। আপনি ভাল থাকুন।
০২ মে ২০১৬ দুপুর ১২:৩৬
305143
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : নজরুল ভাই, আমার জানা মতে আপনি একজন দক্ষ লেখক ও ব্লগার। আপনার নিয়মিত উপস্থিতি আমাদের জন্য প্রেরণা হবে। আশাকরি গুরুত্বের সাথে তা বিবেচনা করবেন। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য...
367684
০১ মে ২০১৬ সন্ধ্যা ০৭:২৭
বাকপ্রবাস লিখেছেন :
০২ মে ২০১৬ দুপুর ১২:৩৯
305144
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন :
367687
০১ মে ২০১৬ রাত ০৮:০২
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাহ মোবারক।

আসলে ভাই বাৎসরিক শুভেচ্ছা জানানো যেমন আনন্দের, তেমনি জীবন থেকে একটি বছর চলে যাওয়া বেদনার।

বাকি হায়াতটুকু যেন আমরা মহান আল্লাহর আনুগত্যে কাটাতে পারি। এটাই কামনা করছি।

জাযাকাল্লাহ খাইর

০২ মে ২০১৬ দুপুর ০১:৩২
305154
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অতি বাস্তব-আমরা একটি দিন বা একটি বৎসর হারিয়ে ফেলা মানে শাশ্বত সত্য মৃতু্্যর দিকে এগিয়ে যাচ্ছি। ( বাকি হায়াতটুকু যেন আমরা মহান আল্লাহর আনুগত্যে কাটাতে পারি। এটাই কামনা করছি।) আপনার দোয়া আল্লাহ কবুল করুন। আমিন..জাযাকাল্লাহ..
367699
০১ মে ২০১৬ রাত ০৯:১২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
০২ মে ২০১৬ দুপুর ০১:৩৩
305155
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ...
367700
০১ মে ২০১৬ রাত ০৯:১৩
শেখের পোলা লিখেছেন : বর্ষপূর্তীতে অভিনন্দন৷ বর্ষপূর্তী বার বার আসুক।
০২ মে ২০১৬ দুপুর ০১:৩৪
305156
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ শেখ সাহেব। যতদিন বাঁচি আল্লাহ যাতে ব্লগের সবার সাথে বন্ধুত্ব বজায় রাখেন। ধন্যবাদ..
367707
০১ মে ২০১৬ রাত ১১:৩০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা....! এবং আন্তরিক ভালোবাসা।
০২ মে ২০১৬ দুপুর ০১:৩৫
305157
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানবেন প্রিয় আবদুর রহিম ভাই।
367711
০২ মে ২০১৬ রাত ১২:১৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : অভিনন্দন, দোয়া রইলো, আপনি যেন ব্লগে সদা সক্রিয় থাকতে পারেন। আপনার শারীরিক সুস্থতা কামনা
০২ মে ২০১৬ দুপুর ০১:৩৬
305158
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনার দোয়া আল্লাহতায়ালা কবুল করুন। আমিন। অনেক ধন্যবাদ।
১০
367718
০২ মে ২০১৬ রাত ০১:০১
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
দোয়া করি, জাযাকাল্লাহ..
০২ মে ২০১৬ দুপুর ০১:৩৭
305159
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম। আপনার পরামর্শ আশা করেছিলাম কিন্তু..
১১
367732
০২ মে ২০১৬ রাত ০২:৪৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শুকনা ধন্যবাদ দিলেন!!!
যাক! আমিও শুধু দুয়া করলাম আপনার ব্লগ ও লিখার ক্ষমতা আল্লাহতায়ালা বৃদ্ধি করে দিন।
০২ মে ২০১৬ দুপুর ০১:৪০
305161
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনি তো মিষ্টি খেতে পারেন ন!চম চম খান

০২ মে ২০১৬ বিকাল ০৫:৫৮
305182
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সাদা মিস্টি দিয়া বলে চমচম!!!
আমার কি ডায়াবেটিস নাকি????
১২
367776
০২ মে ২০১৬ দুপুর ০২:৫৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : হে কলম সৈনিক। আমার দুইবছরে পোস্ট ১৩৭, আর আপনার একবছরেই ১৪৫! জাত যোদ্ধা বটে।

ব্লগার শব্দের ব বুঝেন না! কোপানি খাইলে ঠিকই বুঝে নিতেন!

আপনারা ভাই বিশাল মাপের লেখক। আপনাদের জুড়ি নাই নাই নাই নাই নাই! ব্লগার, সাহিত্যিক, কবি, বিয়াতি, প্রতিবাদী, কত কি উপাধি। এর একটাও কি আমার কপালে জুটেছে? জুটেনাই! তাহলে কথা এইটাই, আপনিই আসল ব্লগার।
আমার জন্যই লেখাটাকে ছট করে ফেললেন!!!!
০৪ মে ২০১৬ দুপুর ১২:৩৩
305331
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : পাজি সাহেব! (থুক্কু ) গাজী সাহেব কন কি? জুড়ি না থাকলে ইয়ে হল কেমনে? আর আপনার জন্য অপেক্ষা করছেন "রাজ্যসহ রাজকন্যা"।শীঘ্রই পেয়ে যাবেন..লোকে আপনাকে কোপা সাকা বললে আমার করার কিছুই নাই, বলে দিলাম..
১৩
367856
০৩ মে ২০১৬ রাত ০২:৫২
আবু তাহের মিয়াজী লিখেছেন :
ফুলেল শুভেচ্ছান্তে শুভেচ্ছা।
০৪ মে ২০১৬ দুপুর ১২:৩৪
305332
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ফুলেল শুভেচ্ছা গ্রহণ করলাম..অনেক ধন্যবাদ প্রিয় আবু তাহের ভাই।
১৪
368096
০৫ মে ২০১৬ রাত ১০:১০
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

সফল ও সমৃদ্ধ একটি বর্ষপূর্তির ফুলেল শুভেচ্ছা......


০৬ মে ২০১৬ রাত ০৮:০৯
305568
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম।আপনার ফুলেল শুভেচ্ছা গ্রহণ করলাম..
সুস্থ ও নিরাপদে থাকুন। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File