ভাল কিছু করতে হলে...

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২৬ এপ্রিল, ২০১৬, ০৮:৪৮:০৭ রাত



ভুবন কাঁপানো কীর্তি সাধন, প্রয়োজন দুরন্ত সাহস

ধন-জন কিছুই না থাকুক, করে নাকো আপোষ।

সুষ্ঠু পরিকল্পনা নেই যার, কাজে নেই সফলতা

সেন্ট পার্সেন্ট সফল হতে চাই নিখুঁত আন্তরিকতা।

কারো ওপর নির্ভর করা বীরের সাজে না

এগিয়ে যায় বীরদর্পে পিছনে ফিরে তাকায় না।

করে না চিন্তা, করে না শঙ্কা-সংকোচ তারা

মিথ্যা-ই ভয় পায়, সত্যের সামনে দিশেহারা।

-----

ময়দান ছেড়ে দিতে চায় না কভু বীর জোয়ান,

বজ্র-নির্ঘোষ হুংকার ছাড়ে, দৃঢ় কদমে আগুয়ান।

এক পা সামনে দিয়ে তারা দুই পা পিছায় না

কোন অজুহাত-অনুযোগ সামনে পেশ করে না।

ভাল কাজে লাজ নেই, নেই কোন ভয়-ডর,

সত্য কি চাপা থাকবে, সারা জীবন ভর?

সম্মান কখনো কারো, আপনা আপনি আসে না

কারো কপালে দুঃখ চিরদিন লেখা থাকে না।

-----

ভাল কাজে দেরি নহে, সামনে আসুক যত বাধা

হাঁস কাদা-পানিতে যদিও, কখনো লাগে না কাদা।


এমন ভাবে পথ চলতে হবে, ভুলে যত তিক্ততা

কাজ চাই আরো বেশি বেশি, হোক কম কথা।

সুন্দরের তরে অন্তঃত কিছুদিন অপেক্ষা নিশ্চয়

ভালবাসা দিয়ে মানুষের মন করতে হবে জয়।

সাহসীরা ডরায় নাকো হতে সত্যের মুখোমুখি

ভাল কিছু করতে হলে নিতে হবে একটু ঝুঁকি।

=====

বিষয়: সাহিত্য

১৩৪১ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367209
২৬ এপ্রিল ২০১৬ রাত ০৯:৪৬
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
উৎসাহ মূলক পোষ্ট, ভালো লাগলো।
একটি কথা বলবো:
কারো কপালে দুঃখ চিরদিন লেখা থাকে না।
কপালের লিখন হিন্দুদের হয়ে থাকে। হিন্দু সাস্ত্রে আছে সন্তার জন্মের ৭ম দিন অন্তিম ঋষি এসে শিশুর কপালে তার ভাগ্য লিখে যান।

মুসলিমদের বলতে হবে: ভাগ্য, নসীব, তাক্বদীর, নিয়তি ইত্যাদি। জানিনা বুঝাতে পেরেছি কিনা।

ধন্যবাদ নিবেন বড় (বদ্দা) ভাই।

২৭ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৪৮
304733
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : বুঝেছি জান্নাতের বাবা-আমার প্রিয় ভাই। ধন্যবাদ সুন্দর বলেছেন।
২৭ এপ্রিল ২০১৬ রাত ০৮:৪৫
304788
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আপনার মন্তব্য/পরামর্শের জন্য মোবারকবাদ, জাযাকাল্লাহ..

তবে এ ব্যাপারে আমার পর্যবেক্ষণ নিম্নরুপ-
বাংলাভাষার মুসলিম-সাহিত্যিকগণ "কপালের লিখন" শব্দটিকে "তাক্বদীর" অর্থে ব্যাপক প্রয়োগ করেছেন! এখনো "কপালের লিখন" বলতে হিন্দুদের ধারণাটি অধিকাংশ মুসলিম লেখকের মনে কাজ তো করে-ই না, এমন কি বর্তমানে কালের অনেক লেখক হয়তো সেটা জানেন-ও না! তাই ঐ শব্দটি ব্যবহারে কোন দোষ আছে মনে হয়না! বাংলা সাহিত্যে এমন শব্দের সংখ্যা অনেক!
তবে যেগুলো আমাদের বিশ্বাস-এর সাথে সরাসরি সাংঘর্ষিক সেগুলো বর্জন করা উচিত!!
367210
২৬ এপ্রিল ২০১৬ রাত ০৯:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই দেশে ভাল কিছু না্ই!
২৭ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৪৮
304734
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : কারেক্ট! ধন্যবাদ..
367224
২৭ এপ্রিল ২০১৬ রাত ১২:৪০
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

উদ্দীপ্ত করা স্বপ্ন জাগানিয়া অনেক সুন্দর লিখা মাশাআল্লাহ।

জাজাকাল্লাহু খাইর।
২৭ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৫০
304735
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম। বিশ্ব নিয়ন্ত্রক আপনার সুন্দর মন্তব্যের জন্য উত্তম প্রতিদান দিন। আমিন।
367232
২৭ এপ্রিল ২০১৬ সকাল ০৫:০৬
শেখের পোলা লিখেছেন : 'ভাল কিছু করতে হলে নিতে হবে একটু ঝুঁকি।
সত্যই৷ ধন্যবাদ।
২৭ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৫১
304736
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। আপনার দিনকাল কেমন চলছে জানালে আনন্দিত হবো..
367244
২৭ এপ্রিল ২০১৬ সকাল ০৯:২০
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : কারো ওপর নির্ভর করা বীরের সাজে না

এগিয়ে যায় বীরদর্পে পিছনে ফিরে তাকায় না।

সহমত পোষন করছি।
২৭ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৫১
304737
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক ধন্যবাদ-শাহাদাত ভাই।
367299
২৭ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:০৭
আফরা লিখেছেন : সুষ্ঠু পরিকল্পনা কোন কাজই সুন্দর হয় না । অনেক ধন্যবাদ ভাইয়া ।
২৮ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:১৭
304828
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ, আপনার সুচিন্তিত মন্তব্যটির জন্য।
367335
২৮ এপ্রিল ২০১৬ রাত ০২:৪৯
আবু তাহের মিয়াজী লিখেছেন : শিক্ষণীয় কাব্যরস। ধন্যবাদ জানবেন প্রিয় ভাইজান।
২৮ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:১৭
304829
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ মিয়াজী সাহেব।
367373
২৮ এপ্রিল ২০১৬ দুপুর ১২:২৭
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান। আপনার লেখায় বলিষ্ঠতা অঅছে।
২৮ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:১৯
304830
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ ব্রাদার। সুন্দর অণুপ্রেরণামূলক মন্তব্যটি জন্য...
367528
৩০ এপ্রিল ২০১৬ সকাল ১১:১০
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সুন্দর লেখা চালিয়ে যান
ধন্যবাদ
৩০ এপ্রিল ২০১৬ দুপুর ১২:০৮
304908
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ। দোয়া করবেন জনাব।
১০
367727
০২ মে ২০১৬ রাত ০২:৩২
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : দারুন ছন্দের মিল, ভালো লাগলো
০২ মে ২০১৬ সকাল ১০:১৭
305121
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকে..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File