ভাল কিছু করতে হলে...
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২৬ এপ্রিল, ২০১৬, ০৮:৪৮:০৭ রাত
ভুবন কাঁপানো কীর্তি সাধন, প্রয়োজন দুরন্ত সাহস
ধন-জন কিছুই না থাকুক, করে নাকো আপোষ।
সুষ্ঠু পরিকল্পনা নেই যার, কাজে নেই সফলতা
সেন্ট পার্সেন্ট সফল হতে চাই নিখুঁত আন্তরিকতা।
কারো ওপর নির্ভর করা বীরের সাজে না
এগিয়ে যায় বীরদর্পে পিছনে ফিরে তাকায় না।
করে না চিন্তা, করে না শঙ্কা-সংকোচ তারা
মিথ্যা-ই ভয় পায়, সত্যের সামনে দিশেহারা।
-----
ময়দান ছেড়ে দিতে চায় না কভু বীর জোয়ান,
বজ্র-নির্ঘোষ হুংকার ছাড়ে, দৃঢ় কদমে আগুয়ান।
এক পা সামনে দিয়ে তারা দুই পা পিছায় না
কোন অজুহাত-অনুযোগ সামনে পেশ করে না।
ভাল কাজে লাজ নেই, নেই কোন ভয়-ডর,
সত্য কি চাপা থাকবে, সারা জীবন ভর?
সম্মান কখনো কারো, আপনা আপনি আসে না
কারো কপালে দুঃখ চিরদিন লেখা থাকে না।
-----
ভাল কাজে দেরি নহে, সামনে আসুক যত বাধা
হাঁস কাদা-পানিতে যদিও, কখনো লাগে না কাদা।
এমন ভাবে পথ চলতে হবে, ভুলে যত তিক্ততা
কাজ চাই আরো বেশি বেশি, হোক কম কথা।
সুন্দরের তরে অন্তঃত কিছুদিন অপেক্ষা নিশ্চয়
ভালবাসা দিয়ে মানুষের মন করতে হবে জয়।
সাহসীরা ডরায় নাকো হতে সত্যের মুখোমুখি
ভাল কিছু করতে হলে নিতে হবে একটু ঝুঁকি।
=====
বিষয়: সাহিত্য
১৩৪১ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উৎসাহ মূলক পোষ্ট, ভালো লাগলো।
একটি কথা বলবো: কপালের লিখন হিন্দুদের হয়ে থাকে। হিন্দু সাস্ত্রে আছে সন্তার জন্মের ৭ম দিন অন্তিম ঋষি এসে শিশুর কপালে তার ভাগ্য লিখে যান।
মুসলিমদের বলতে হবে: ভাগ্য, নসীব, তাক্বদীর, নিয়তি ইত্যাদি। জানিনা বুঝাতে পেরেছি কিনা।
ধন্যবাদ নিবেন বড় (বদ্দা) ভাই।
আপনার মন্তব্য/পরামর্শের জন্য মোবারকবাদ, জাযাকাল্লাহ..
তবে এ ব্যাপারে আমার পর্যবেক্ষণ নিম্নরুপ-
বাংলাভাষার মুসলিম-সাহিত্যিকগণ "কপালের লিখন" শব্দটিকে "তাক্বদীর" অর্থে ব্যাপক প্রয়োগ করেছেন! এখনো "কপালের লিখন" বলতে হিন্দুদের ধারণাটি অধিকাংশ মুসলিম লেখকের মনে কাজ তো করে-ই না, এমন কি বর্তমানে কালের অনেক লেখক হয়তো সেটা জানেন-ও না! তাই ঐ শব্দটি ব্যবহারে কোন দোষ আছে মনে হয়না! বাংলা সাহিত্যে এমন শব্দের সংখ্যা অনেক!
তবে যেগুলো আমাদের বিশ্বাস-এর সাথে সরাসরি সাংঘর্ষিক সেগুলো বর্জন করা উচিত!!
উদ্দীপ্ত করা স্বপ্ন জাগানিয়া অনেক সুন্দর লিখা মাশাআল্লাহ।
জাজাকাল্লাহু খাইর।
সত্যই৷ ধন্যবাদ।
এগিয়ে যায় বীরদর্পে পিছনে ফিরে তাকায় না।
সহমত পোষন করছি।
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন