সিনিয়র-দক্ষ-অভিজ্ঞ ব্লগারদের কাছে খোলা চিঠি..

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৮ এপ্রিল, ২০১৬, ০১:৪৬:৩৪ দুপুর



আসুন নতুন কলম যোদ্ধা তৈরি করি:

আস্ সালামু আলাইকুম,

সম্মাণিত সিনিয়র ব্লগার ভাই ও বোনেরা।

এটাকে ঠিক খোলা চিঠি নয়, একজন জুনিয়র ব্লগারের অনুরোধ বা আহ্বান বলা যেতে পারে। আমাদের সকলের অত্যন্ত প্রিয় বিডি টুডে ব্লগে আমার আগমন আর ক'দিন হলে এক বৎসর পূর্ণ হবে। ব্লগে পদাপর্ণ "চাটিগাঁ থেকে বাহার" ভাইয়ের মাধ্যমে, ব্লগে কলম যোদ্ধা বৃদ্ধি করার অভিপ্রায়ে এটা করেছেন-যা খুবই প্রশংসনীয়। সেজন্য তাকে আন্তরিক ধন্যবাদ। সেই স্কুল লাইফ থেকে লেখালিখি করি। এই পর্যন্ত সম্পাদনাসহ ১৬টি বই প্রকাশিত হয়েছে আমার। প্রথম বই প্রকাশিত হয় ২০০২ সালে। যাক, সেদিকে যাচ্ছি না। এই এক বৎসরে ব্লগের প্রতি আমাদের অনেকের অনুযোগ-অভিযোগ ছিল এবং আছে। ভবিষ্যতেও থাকবে-যা বলার দরকার নেই। আমি দেখলাম আমার পরে খুব বেশি ব্লগাররা একাউন্ট খুলেন নি, একেবারে নিতান্ত হাতে গোনা তাও। অনেকে আবার নিষ্ক্রিয়, অনেকে আছেন ফরমায়েমীভাবে। অন্যান্য ব্লগ সাইটের কথা এখানে বলার অবকাশ রাখে না। কিন্তু ব্লগার সংখ্যা তাদের সাইটে ঠিকই বৃদ্ধি পাচ্ছে। নানা বাধার কারণে ব্লগ সঠিকভাবে চালাতে বা পরিচালনা করতে পারছেন না ব্লগ কর্তৃপক্ষ। এর কারণও আমাদের অজানা নয়। এই ব্লগটি আছে এক প্রকার খড়গের উপর। বারবার ডোমেইন পরিবর্তন করে টিকে আছে। আল্ হামদুলিল্লাহ! এত কিছুর পরও মহান আল্লাহ দুয়ারে শোকরিয়া, তিনি দয়াপরবশ হয়ে ব্লগটি সচল রেখেছেন।

যে কারণে কলম ধরেছি তা হল এই : যারা সিনিয়র ব্লগার আছেন তারা যদি নতুন নতুন ব্লগার তৈরি করি তাহলে সবার জন্য কল্যাণ হবে, কলম যোদ্ধা বাড়বে। সত্য ও সুন্দরের পক্ষের লোক বাড়ানো আজ সময়ের দাবী। ফেসবুকে ভাল লেখেন এমন অনেককে আমরা চিনি, জানি। তাদের থেকে বাছাই করে যারা ভাল লেখা পোস্ট করেন, ব্লগে প্রয়োজনে তাদের আইডি খুলে উৎসাহ দিই, সহযোগিতার হাত বাড়াই। প্রতিজনে যদি ২ জনকে আইডি খুলে দিতে পারি তাহলে ব্লগটি আরো জমজমাট, সক্রিয় এবং গতিশীল হবে। আমরা আরো বেশি আনন্দের সাথে লেখালিখি করতে পারব। মনের ভাব শেয়ার করতে পারব। আদর্শের লোক সংখ্যা বৃদ্ধি পাবে-এর ইতিবাচক প্রভাবও লেখার জগৎসহ সকল ক্ষেত্রে পড়বে।

ছোট অথচ গুরুত্বপূর্ণ এই আহ্ববানটি বিবেচনা করার জন্য সিনিয়র ব্লগারদের নিকট দৃষ্টি আকর্ষণ করছি। সবাইকে ধন্যবাদ।

নিবেদক-

এক অধম গুনাহগার আল্লাহর বান্দা

-----------------------------------------------------------------

বিষয়: বিবিধ

১১৯৮ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366081
১৮ এপ্রিল ২০১৬ দুপুর ০২:০২
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমি সিনিয়র নাকি জুনিয়র বুঝতাছিনা!
বিয়ে করলে মনে হয় সিনিয়র হওয়া যায়, আমার এখনো তা করা হয়নি!
আপনার এই আহবান রাখতে তো টাকা লাগবেনা। আশা করব সিনিয়র ব্লগাররা সে আহবান রাখবেন।
অনেকেই ব্লগে আইডি খুলে, কিন্তু নানান জটিলতার কারণে আর এ মুখো হতে চায়না।
আমি অসংখ্য লোককে আইডি খুলে দিয়েছি, মাগার তাদের অধিকাংশই ব্লগে আসেন না অথবা আসতে পারেন না। কেন, তা কারও অজানা নয়।
১৯ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৩৫
303813
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : হুম বিয়ে! বিয়ে সিনিয়রিটির একমাত্র মাপকাঠি নয়-তবে আমি যা বুঝাইতে চাইছি তা আপনি বুঝেছেন। তা রাজবাড়ীর মেয়ে দেখব নাকি একটা? ঘটকালি করতে ইচ্ছে করছে।
১৯ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৪০
303816
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমিতো রাজপুত্তুর নই, তাইলে কেমনে কি!
ঈদ স্মৃতি নিয়ে এই ব্লগেই আমার একখান লেখা আছে। দিয়া দিমুনি
১৯ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৫৯
303824
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ঝটপট দিন।
366084
১৮ এপ্রিল ২০১৬ দুপুর ০২:১৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আপনার সুন্দর পরামর্ষের জন্য ধন্যবাদ। ব্লগটাকে সজিব করা সময়ের দাবি
১৯ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৩৫
303814
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ সুন্দর মতামত প্রদান করার জন্য।
366090
১৮ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৪০
আবু জান্নাত লিখেছেন : ব্লগে অনেক মতাদর্শের লোক আই খুলে, কিন্তু যখন দেখা যায় শুধু একটি মতাদর্শের লোকদের জয়জয়কার। বাকিদের ইচ্ছে মত কচুকাটা করা হয়, সেখানে বাকিরা এমনিতেই বিদায় নেয়।

আমার মত হলঃ ভিন্নমতাদর্শের লোকদের সরাসরি আঘাত না দিয়ে নির্দিষ্ট পয়েন্ট নিয়ে দরদের সাথে কমেন্ডিং করলে ভালো হয়।

ভিন্ন মতের মানুষকে ছুড়ে না ফেলে, বাহবা দিয়ে আপন করে নেয়া বেশি প্রয়োজন। সময় সাপেক্ষে প্রয়োজন মত বুঝানো যেতে পারে।

এতে করে যেমন নতুনরা সাহস হারাবে না। ভেঙ্গেও পড়বে না, বরং উৎসাহিত হবে।

১৮ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:২৩
303727
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হুম যখন বুঝেছিলাম এই ব্লগের কর্তৃপক্ষ আমাকে খুব একটা ভাল চোখে দেখেননা তখন খারাপ লেগেছিল কিন্তু তেল মারার অভ্যাস নেই যে। এর আগেও নানান ব্লগে আমার আইডি গেছে। আসলে সমান চোখে দেখার অভ্যাসটা তাদের গড়ে তোলা উচিত।
১৮ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৫৮
303742
শেখের পোলা লিখেছেন : শ্রদ্ধেয় চাচাজান, আপনার সাথে একমত তবে, ভিন্নমত বলতে যদি অপি বাইদানীদের মত বুঝিয়ে থাকেন তা হলে নাই৷ কারণ তাদের একটা প্রস্তাবও মান্য করা সম্ভব নয় ৷ধন্যবাদ৷
১৮ এপ্রিল ২০১৬ রাত ১০:৩৫
303758
আবু জান্নাত লিখেছেন : শ্রদ্ধেয় চাচাজান, নাস্তিকদের বুঝাই নাই, বুঝিয়েছি মুসলিমদের ছোটখাটো মতপার্থক্যকে হাইলাইট করে অন্যকে ঘায়েল করার চেষ্টাকে। শুকরিয়া চাচাজান।
১৯ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৪৩
303817
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আবু জান্নাত ভাই। অনেক কথা হয়েছে, তাই আর কিছু যোগ করছি না।
366096
১৮ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:২৬
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হুম খুব সুন্দর লেখা ভাইয়া কিন্তু ব্লগার তৈরির মত অত যোগ্যতা আমার নেই কঠিন কাজ। সুযোগ থাকলে অবশ্যই করব ইনশাআল্লাহ
১৯ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৪৬
303818
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : একেবারে ব্লগার তৈরি করার না-যারা লিখতে পারেন তাদের একটু বুঝিয়ে দিলে হয়। আর টুডে ব্লগের মত সহজ ব্লগ আর নেই। অন্তত: আমার তাই মনে হয়।
366102
১৮ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৫৫
হতভাগা লিখেছেন : আমাকেও কেউ ব্লগার হিসেবে আসতে উৎসাহ দেয় নি বা ব্লগিং কি সেটা জানতামও না । ব্রাউজিং করতে করতে একসময়ে আমারদেশ এর ওয়েব পেজ এ এসবি ব্লগের সন্ধান পাই সেই ২০১১ এ । প্রথমে কয়েকমাস ভিজিটর হিসেবে অবজার্ব করে পরে রেজিস্ট্রেশন করি । সে সময়ে সামুতেও ভিজিটর হিসেবে যেতাম , এখনও যাই । তবে সামুকে খুব একটা আপন মনে হয় না যেমনটা বিডিকে মনে হয় ।

ছদ্মনামে ব্লগিং করি বলে কাউকেও বলিও না ব্লগার হতে।

একেক জনের একেক রকমের মানসিকতা থাকবে । ব্লগে ব্লগার আসা ব্লগের জন্য ভালই । তবে তারা যেন দুষ্টু পোলা বা জুলিয়া রবার্টদের মত না হয় ।
১৯ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৫৩
303819
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনি ঠিকই বলেছেন, আমারও সামুকে ভাল লাগে না। ছদ্মনামে ব্লগিং এর কারণেই ধর্ম নিয়ে এত নোংরা মন্তব্য করছে তারা। অনেক ধন্যবাদ আপনাকে।
366108
১৮ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:০০
আফরা লিখেছেন : ভাইয়া আপনিই তো এখন নিয়মিত ব্লগে আসেন না !!
১৯ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৫৫
303820
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওরে মারে! আমার বিরুদ্ধে এত বড় অপবাদ! আমি কিচ্ছু বলব না। (কচু গাছে নিচে যাচ্ছি, বলে রাখলাম)
366127
১৮ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৫৪
শেখের পোলা লিখেছেন : পরামর্শ মন্দ নয়৷ তবে সিনিয়ার জুনিয়ার দক্ষ আনাড়ি নির্বিশেষে এ কাজ করলে ভাল হয়৷ ধন্যবাদ৷
১৯ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৫৫
303821
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ জনাব।
366188
১৯ এপ্রিল ২০১৬ রাত ০১:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সমস্যা হচ্ছে মানুষ এখন সময় এর অভাব কে ম্যানেজ করতে বিশেষ উৎসাহি হনননা।
১৯ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৫৬
303822
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ চির সবুজ ভাই।
366196
১৯ এপ্রিল ২০১৬ রাত ০৩:৫১
এলিট লিখেছেন : কলম যোদ্ধা সেই সমাজে প্রয়োজন যেখানে মানুষের বিবেক ও বুদ্ধি ও বোধশক্তি আছে। আমাদের সমাজে কলম যোদ্ধা নয়, বল্লম যোদ্ধার প্রয়োজন।
১৯ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৫৬
303823
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : বাজিতাম করলেন ভাইজান! একদম ঠিক বলেছেন। ধন্যবাদ।
১০
366438
২০ এপ্রিল ২০১৬ দুপুর ০২:২৪
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : গাজী সালাউদ্দিন ভাইর সাথে একমত
আমি জানিনা আমি জুনিয়ার না সিনিয়ার
তবে অবশ্বই পরামর্শ দেই এবং ভবিষ্যতেও দিব
ধন্যবাদ
২১ এপ্রিল ২০১৬ সকাল ১১:০০
304126
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
১১
366517
২০ এপ্রিল ২০১৬ রাত ০৯:৩৭
মোহাম্মদ লোকমান লিখেছেন :
যখন তোমার ফেইসবুক ছিলনা

তখন ছিলাম আমি,

এখনযে তোমার ফেইসবুক হয়েছে

পর হয়েছি আমি।

-ব্লগ

্িাআপনার পরামর্শ খুবই সময়োপযোগী।
২১ এপ্রিল ২০১৬ সকাল ১১:০১
304127
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনার উপস্থিতি প্রেরণার-অনুপস্থিতি হতাশার। আশাকরি আমাদেরকে হতাশ করবেন না। ধন্যবাদ।
১২
366697
২২ এপ্রিল ২০১৬ রাত ১২:৩৬
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ....
২৩ এপ্রিল ২০১৬ সকাল ১১:৩৫
304314
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম। আপনাকেও ধন্যবাদ। ভাল থাকবেন..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File