হামদ-এ- বারী তায়ালা....

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০২ এপ্রিল, ২০১৬, ০৭:২৭:২০ সন্ধ্যা



ওগো দয়াময় খোদা, রহিম রহমান-২

তোমার দয়া আছে জুড়ে জমিন ও আসমান।

তুমি মোদের মনিব আমরা, গুনাহগার বান্দা

যবে মিলে পরস্পরে এক রশিতে বাঁধা

তুমি মোদের কবুল করো আন্তরিক ঈমান। ঐ

......

দিনে দিনে বাড়ছে পাপের সাক্ষী আমল নামা

রোজ হাশরে বিচার দিনে করিও ক্ষমা

মোদের তরে দিয়েছ তুমি সিরাতুল মোস্তাকিম

এই হলো শান্তির পথ, অনন্ত অসীম

তোমার দেয়া হেদায়েতের জীবন বিধান। ঐ

......

এই দুনিয়ার সবকিছু তোমার হুকুম মানে

তোমায় স্মরণ করলে দোলা লাগে প্রাণে

তোমার তরে গাইছি মোরা অশেষ গুনগান

তুমি মোদের প্রিয়তম, চির মহীয়ান

তোমার দয়ার হবে নাকো চির অফুরান। ঐ

.......

সাগর-পাহাড়, নগর-বন্দর, ইনসান ও জ্বীন

সবকিছু আছে তোমার আয়ত্বের অধীন

তুমি অমর, তুমি অব্যয়, তুমি অক্ষয়

তুমি মালিক, তুমি খালিক, তুমি প্রেমময়

তোমার নামে তাসবীহ করে তামাম জাহান। ঐ

(গীতিকার-মিনহাজুুল ইসলাম মোহাম্মদ মাছুম

সুরকার : যে কোন কন্ঠ শিল্পী অনুমতি সাপেক্ষে সুর দিয়ে গাইতে পারেন)


@@@@@

বিষয়: সাহিত্য

১৪২৮ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364445
০২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৪১
শেখের পোলা লিখেছেন : সুরকারেরা এগিয়ে আসুন৷ উভয়কেই ধন্যবাদ৷
০২ এপ্রিল ২০১৬ রাত ০৮:২০
302301
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সুরকার ও রেডিমেইড আছে দেখছি..গাজী সালাউদ্দিন ভাইকে পাওয়া গেছে। আর খুঁজতে হবে না। ধন্যবাদ।
364448
০২ এপ্রিল ২০১৬ রাত ০৮:০২
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমি এই পর্যন্ত অপেশাদার হিসেবে তিনটি গানের সুর করেছি। আপনার. চেষ্টা করে দেখতে পারি।

গানের লাইন আরো ছোট ছোট হইলে ভালো
দম রাখা ছাড়ার ব্যাপার আছেতো।

কথাগুলো খুব সুন্দর। গীতিকার মাছুম ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম।
০২ এপ্রিল ২০১৬ রাত ০৮:২২
302303
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমার তো দরকার,
অপেশাদার সুরকার
সমস্যা হলে দম
করুন সংশোধন।
(তবে বেশি না)...
ধন্যবাদ...
০২ এপ্রিল ২০১৬ রাত ০৮:৩৫
302306
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

গানের আড়ালে থাকে যারা চিরদিন-
আমি তাদের কথাই শুধু ভাবি..
আসলে গানের প্রাণ যন্ত্রী ও যন্ত্র*
সুরকার হলো তার সব মূলমন্ত্র,
শিল্পী থাকে শুধু পরিবেশনায়-
(ওগো) সবার মূলে থাকে কবি..
আসলে তা গান নয়,
কবির মনের কথা(ব্যথা)-
শিল্পীর পটে আঁকা ছবি....

*[বৈধ বাদ্যযন্ত্র এবং শব্দ ধারণ ও আনুষঙ্গিক যন্ত্রসমূহ]

"আর ওদের সকল ঘাঁটিতে ওঁৎ পেতে থাকো..." আলকুরআন
০২ এপ্রিল ২০১৬ রাত ০৮:৪১
302307
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনার প্রতি মন্তব্য বুঝতে বেগ পাচ্ছি@ আবু সাইফ ভাই।
364464
০২ এপ্রিল ২০১৬ রাত ০৮:৩৭
আবু জান্নাত লিখেছেন : যাক বা-বাহ! গীতিকার সুরকার সবই পাওয়া গেল। শুধু প্রয়োজন একজন গিন্নির, গাজীর জন্য আমার জন্য নয় কিন্তু। সুরে সুরে চমৎকার........
০২ এপ্রিল ২০১৬ রাত ০৯:০১
302311
গাজী সালাউদ্দিন লিখেছেন : বুঝছি, পুরনো হাতের রান্না এখন আর রুচিতে ধারেনা। তাই নতুন চাই। জান্নাত মাইয়াডারে এতিম কইরেননা, দোহাই লাগে
০২ এপ্রিল ২০১৬ রাত ০৯:০৭
302312
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : হায় হায়! এখানে সুরকার-রূপকার-গীতিকার সব : একাকার? আবার গিন্নি আসলো কোত্তেইকা?
০২ এপ্রিল ২০১৬ রাত ১০:৪৬
302329
আবু জান্নাত লিখেছেন : এসব কথা মুখে নিতে নেই। At Wits' End At Wits' End At Wits' End At Wits' End Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out
364479
০২ এপ্রিল ২০১৬ রাত ০৯:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৫ এপ্রিল ২০১৬ সকাল ১১:৫৫
302524
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভাল লাগলো জেনে খশী হলাম। ধন্যবাদ আপনাকেও।
364505
০৩ এপ্রিল ২০১৬ সকাল ০৮:৪৫
হতভাগা লিখেছেন : মাশা আল্লাহ ! সুন্দর লিখেছেন ।

''আল্লাহর জিকিরেই মনে শান্তি আসে'' - সূরা রা'দ।




দিয়ে কি বুঝানো হয়েছে ?
০৫ এপ্রিল ২০১৬ সকাল ১১:৫৭
302527
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ০২ দিয়ে কি বুঝানো হয়েছে?
-২ দিয়ে দুইবার বলা বুঝানো হয়েছে।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
364600
০৪ এপ্রিল ২০১৬ দুপুর ১২:০৮
বার্তা কেন্দ্র লিখেছেন : মাশাআল্লাহ!
০৫ এপ্রিল ২০১৬ সকাল ১১:৫৭
302528
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ~:> ~:> ~:>
364660
০৫ এপ্রিল ২০১৬ সকাল ১০:৪৮
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : MasaAllah heart touching
০৫ এপ্রিল ২০১৬ সকাল ১১:৫৮
302529
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : জাযাকাল্লাহ।
365133
০৯ এপ্রিল ২০১৬ রাত ১১:২৮
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : এগিয়ে চলুন ভাই
ধন্যবাদ
১৩ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:২৬
303338
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ প্রিয় মুন্সী ভাই।
365196
১০ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৪৫
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : মাশ আল্লাহ দারুন হয়েছে
১৩ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:২৬
303339
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File