হামদ-এ- বারী তায়ালা....
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০২ এপ্রিল, ২০১৬, ০৭:২৭:২০ সন্ধ্যা
ওগো দয়াময় খোদা, রহিম রহমান-২
তোমার দয়া আছে জুড়ে জমিন ও আসমান।
তুমি মোদের মনিব আমরা, গুনাহগার বান্দা
যবে মিলে পরস্পরে এক রশিতে বাঁধা
তুমি মোদের কবুল করো আন্তরিক ঈমান। ঐ
......
দিনে দিনে বাড়ছে পাপের সাক্ষী আমল নামা
রোজ হাশরে বিচার দিনে করিও ক্ষমা
মোদের তরে দিয়েছ তুমি সিরাতুল মোস্তাকিম
এই হলো শান্তির পথ, অনন্ত অসীম
তোমার দেয়া হেদায়েতের জীবন বিধান। ঐ
......
এই দুনিয়ার সবকিছু তোমার হুকুম মানে
তোমায় স্মরণ করলে দোলা লাগে প্রাণে
তোমার তরে গাইছি মোরা অশেষ গুনগান
তুমি মোদের প্রিয়তম, চির মহীয়ান
তোমার দয়ার হবে নাকো চির অফুরান। ঐ
.......
সাগর-পাহাড়, নগর-বন্দর, ইনসান ও জ্বীন
সবকিছু আছে তোমার আয়ত্বের অধীন
তুমি অমর, তুমি অব্যয়, তুমি অক্ষয়
তুমি মালিক, তুমি খালিক, তুমি প্রেমময়
তোমার নামে তাসবীহ করে তামাম জাহান। ঐ
(গীতিকার-মিনহাজুুল ইসলাম মোহাম্মদ মাছুম
সুরকার : যে কোন কন্ঠ শিল্পী অনুমতি সাপেক্ষে সুর দিয়ে গাইতে পারেন)
@@@@@
বিষয়: সাহিত্য
১৪২৮ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গানের লাইন আরো ছোট ছোট হইলে ভালো
দম রাখা ছাড়ার ব্যাপার আছেতো।
।
কথাগুলো খুব সুন্দর। গীতিকার মাছুম ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম।
অপেশাদার সুরকার
সমস্যা হলে দম
করুন সংশোধন।
(তবে বেশি না)...
ধন্যবাদ...
গানের আড়ালে থাকে যারা চিরদিন-
আমি তাদের কথাই শুধু ভাবি..
আসলে গানের প্রাণ যন্ত্রী ও যন্ত্র*
সুরকার হলো তার সব মূলমন্ত্র,
শিল্পী থাকে শুধু পরিবেশনায়-
(ওগো) সবার মূলে থাকে কবি..
আসলে তা গান নয়,
কবির মনের কথা(ব্যথা)-
শিল্পীর পটে আঁকা ছবি....
*[বৈধ বাদ্যযন্ত্র এবং শব্দ ধারণ ও আনুষঙ্গিক যন্ত্রসমূহ]
"আর ওদের সকল ঘাঁটিতে ওঁৎ পেতে থাকো..." আলকুরআন
''আল্লাহর জিকিরেই মনে শান্তি আসে'' - সূরা রা'দ।
০ ২ দিয়ে কি বুঝানো হয়েছে ?
-২ দিয়ে দুইবার বলা বুঝানো হয়েছে।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন