প্রেমের নগ্ন কাঙালপনার দিকে Shame On You Shame On You Shame On You

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৫ মার্চ, ২০১৬, ০৯:০৯:০৮ রাত



ঠিক এইখানে, কোনকালে কেউ একজন দাঁড়িয়েছিল

কারো জন্যে, নীরব বদনে অপেক্ষমান ছিল।

হাতে ফুল ছিল না

অপেক্ষায় ক্লান্তি ছিল না, অনেকক্ষণ।

এক ঘন্টা, দুই ঘন্টা.. তার চেয়েও বেশি। সে আসে না

মনের ভুলে নাকি অন্য কোন কারণে।

দেয়ালের পাশে দাঁড়িয়ে কথা বলছিল

সেলফোনে মেয়েটি, কান্না জড়িত কন্ঠ।

সর্বনাশা প্রেমের বাঁধ উপছানো তীব্রতায়

জড়িয়ে ছেলে-বুড়ো, কিশোর-তরুণী সবাই।

প্রগতির না অধগতির হাওয়া!

ফোনটা কানের কাছে, ছাড়ার কোন লক্ষণ নেই

দিন বা রাতে, চব্বিশ ঘন্টা না, অবশ্য আরো কম।

যদি বলি দিন বদলে গেছে, আসলে দিন না

মানুষ বদলে গেছে, যান্ত্রিক হয়ে গেছে।

হাওয়ায় হাওয়ায় মাতাল হয়ে গেছে

উতলা মন, প্রেম-পিরিতির সংজ্ঞাও বদলে গেছে।

দেহসংযোগ-সর্বস্ব, মনের চেয়েও দৈহিক মনোযোগ অত্যধিক,

এ কি প্রেম না ক্ষণিকের আকর্ষণ-উত্তেজনা!

শুনেছি, মানুষ প্রেমের দুর্নিবার আকষর্ণে

অনেক সময় ঘর ছাড়া হয়?

ভুলে প্রাণের স্বামী, ছেলে সন্তান সবই।

এ কেমন প্রেম? নাকি লালসা বৃত্তি?

পরকীয়ার কারণে? পরনারীর আকর্ষণে

কত সংসারে আজ লেলিহান অনল।

দেহসর্বস্ব প্রেম মানুষকে পশুর স্তরে নামাচ্ছে

মানব-মানবী ভুলে তাদের আসল পরিচয়

তাবৎ সৃষ্টির সেরা হিসাবে তাদের করণীয় ভুলে গেছে।

দু’দিনের এ নশ্বর পৃথিবীতে

প্রেমের নামে আর কত প্রতারণার শিকার হবে তারা।

কত শক্তি, সময়, অর্থ-বিত্ত নষ্ট হচ্ছে

তার হিসাব যদি মানুষ করত,

দায়িত্ববোধ, নৈতিকতাবোধ জাগ্রত হত

পরিণতির চিন্তা একটিবার মনে করত

তাহলে কি আর এমন পথ মাড়াত?

দুনিয়ার জীবন সামান্য ক’দিনের

স্রষ্টার কথা, জবাবদিহিতার কথা স্মরণ করলে

তার অপরাধ বৃত্তি রোধ হত!

পরকালীন জীবনের সন্ধান যে পেয়েছে

সেই পেয়েছে সঠিক পথের দিশা।

দুনিয়ার এইসব তথাকথিত প্রেমের নগ্ন কাঙালপনার দিকে

তার দৌড়ান সাজে না।

[কাব্যগ্রন্থ : ‍"হৃদয় গোলাপের পাপড়িগুলো" থেকে]

@@@@@

বিষয়: সাহিত্য

১১৭০ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362577
১৫ মার্চ ২০১৬ রাত ০৯:৪৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : দৌড়াতে যে মজা লাগে। প্রেম না করলে কি মজা লাগে? লাগেনা!

অন্যায় কাজে টাকা পয়সা খরচ হিসেব করে হয়না বা হিসেব করলে চলেনা। হিসেব চলে যত ভালো কাজে।

যাই হোক, কবি সাহেব চমৎকার লিখেছেন। আমি এখনো একটা স্থায়ী ঠিকানায় যেতে পারলাম না, আর আপনার সোউজন্য কপিটাও পেলাম না।

যে পরকালের খোঁজ পেয়েছে, তার এইসব অন্তসারশূণ্য কাজে দৌড়ানো মানায় না। সহমত কবি সাহেব
১৫ মার্চ ২০১৬ রাত ০৯:৫১
300487
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনার ঠিকানার অপেক্ষায় আছি, প্রহর গুনছি, যাতে বেশি গুনতে না হয়। ধন্যবাদ আপনার মন্তব্যখানির চমৎকারিত্বে!
362578
১৫ মার্চ ২০১৬ রাত ০৯:৪৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : পরকালীন জীবনের সন্ধান যে পেয়েছে
সেই পেয়েছে সঠিক পথের দিশা

গাফেলে পড়ে আছি ভাই পরকালের নেশায় এখনো ধরেনি। আমি এক পাপি বান্দা। Sad
১৫ মার্চ ২০১৬ রাত ০৯:৫৫
300488
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : পাপ ছাড়া কে আছে এ ধরায়? ধন্যবাদ আপনাকে, সুন্দর মন্তব্যের জন্য।
362582
১৫ মার্চ ২০১৬ রাত ১০:৪৮
আফরা লিখেছেন : কবিতাটা ভাল লাগছে
১৬ মার্চ ২০১৬ রাত ০৯:০৫
300571
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে, কষ্ট করে পড়ার জন্য..
362594
১৬ মার্চ ২০১৬ রাত ০২:০৩
শেখের পোলা লিখেছেন : ভাল লাগল, সামনে এগিয়ে যান৷
১৬ মার্চ ২০১৬ রাত ০৯:০৫
300572
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ, দোয়া চাই।
362611
১৬ মার্চ ২০১৬ সকাল ০৮:৩২
হতভাগা লিখেছেন : প্রেমের সেরা পরকীয়া
১৬ মার্চ ২০১৬ রাত ০৯:০৬
300573
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধরা খেলে করাই দিমু বিয়া!
২০ মার্চ ২০১৬ সকাল ০৮:৪৬
300876
হতভাগা লিখেছেন : তাইলে তো ভাই মজাই যাইবো গিয়া
362625
১৬ মার্চ ২০১৬ দুপুর ০১:৫৩
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভালো লাগলো
১৬ মার্চ ২০১৬ রাত ০৯:০৬
300574
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আবু তাহের ভাই।
362634
১৬ মার্চ ২০১৬ দুপুর ০৩:০১
কুয়েত থেকে লিখেছেন : অনেক সুন্দর হয়েছে তবে কাগজের ফুলেতো গন্ধ পাওয়া যায়না। ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
১৬ মার্চ ২০১৬ রাত ০৯:০৮
300576
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : হুম, ধন্যবাদ। আপাতত কাগজের ফুলই নিন জনাব।
Rose Rose Rose
362649
১৬ মার্চ ২০১৬ বিকাল ০৪:২৮
বিবর্ন সন্ধা লিখেছেন : বদলে গেছে দিন, বদলে গেছি আমি, বদলে গেছেন আপনি, বদলাচ্ছি আমরা সবাই, এই বদলের হাওয়ায় ভেংগে যাচ্ছে সবই।।।
১৬ মার্চ ২০১৬ রাত ০৯:০৮
300577
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সবাই বদলায় কেবল জগদ্দ পাথর বদলায় না!
362667
১৬ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:২৫
১৬ মার্চ ২০১৬ রাত ০৯:০৭
300575
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone
১০
362728
১৭ মার্চ ২০১৬ দুপুর ১২:৫০
আবু জান্নাত লিখেছেন : চমৎকার কবিতা, ধন্যবাদ
১৮ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:৪০
300750
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ প্রিয় ভাই।
১১
362760
১৭ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৩৫
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : সভ্যতা যত সামনের দিকে এগুচ্ছে, মানবতা ততই পিছু হটতেছে। ধন্যবাদ আপনাকে
১৮ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:৪২
300751
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনি ঠিকই বলেছেন। তথাকথিত প্রগতি নামে অধ:গতির হাওয়ায় এ প্রজন্ম গড্ডালিকা প্রবাহে তলিয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File