"আমি মেঘ হবো"-কাব্যগ্রন্থটি সংগ্রহ করেছেন কি?

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:২৭:২২ সকাল



সম্পাদকের কলম থেকে-

কাব্যগ্রন্থ : “আমি মেঘ হবো”


সকল প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি মানুষকে জ্ঞান দিয়েছেন এবং কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। মানবতার শিক্ষক মুহাম্মদ (সা)এর প্রতি দরূদ ও সালাম জানাই। যেহেতু তিনি নিজেই সাহিত্য চর্চাকে নিয়ত উৎসাহিত এবং পৃষ্ঠপোষকতা করেছেন। তিনি কবি ও কবিতা সম্পর্কে বলেছেন, “কিছু কিছু কবিতায় আছে দর্শন।” “যে দু’টো চমৎকার অলঙ্কার দিয়ে আল্লাহ কোন বিশ্বাসীকে সুসজ্জিত করে থাকেন, কবিতা সেই অলংকারেরই একটি।” “যে কবিতায় করা হয়েছে সত্যের অপলাপ, সে কবিতায় কোন মঙ্গল নেই।” “কবিদের আর্থিকভাবে সহযোগিতা করা আপন পিতা-মাতার সাথে সদ্বব্যবহারের সমতুল্য।”

অনলাইন জগতে লেখালেখির মাধ্যমে বর্তমানে উঠে আসছে এক একটি বিরলপ্রজ প্রতিভা। বক্ষমান কাব্যগ্রন্থে রয়েছে সকল ধরনের কবিতা-বিশেষ করে প্রেম-ভালবাসা, বিরহ, দেশ-মাতৃকা, সংসার-সমাজ-সংস্কৃতি, ইতিহাস-ইতিহ্য, বীরত্বগাঁথা, মানবতার কল্যাণ ও গুণীজনদের কথা ইত্যাদি। আমরা পরামর্শের মাধ্যমে কবিদের কবিতা সাজিয়েছি জেষ্ঠতা অনুসারে। আমরা যে দশজন কবির কবিতা নিয়ে “আমি মেঘ হবো” নামের যৌথ কাব্যসংকলনটি বইমেলা-২০১৬তে প্রকাশ করতে যাচ্ছি তারা সবাই আপন মহিমায় উজ্জ্বল এবং সাহিত্য নিয়ে নিরন্তর চর্চায় প্রতিশ্রতিবদ্ধ তরুণ প্রজন্ম। আশা করি এই প্রকাশনা তাদের জন্য আলোকবর্তিকারূপে আগামীতে দিশা দেবে। সবাই সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। অগোচরে ভুল-ভ্রান্তি থাকা অস্বাভাবিক নয়, পরবর্তী সংস্করণে সংশোধনী আনা হবে। যৌথ সংকলনের সাথে জড়িত সকল মহলকে জানাই আন্তরিক প্রীতি ও অভিনন্দন। সকলের উত্তরোত্তর শান্তি, সুখ ও সার্বিক কল্যাণ কামনা করছি।

যাদের কবিতায় সমৃদ্ধ সংকলনটি : তারা হলেন-

-সেলিম উদ্দিন

-মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম

-বাদশা আতাউর রহমান

-কে এস এন নিশু

-আজাদ আলাউদ্দিন

-হাসান বিন নজরুল

-আলমগীর মুহাম্মদ সিরাজ

-খোরশেদ মুকুল

-হামিদ হোছাইন মাহাদী

-আলমগীর ইমন


সম্পাদক : মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম

প্রকাশক : আলমগীর ইমন

সালফি পাবলিকেশন্স-চট্টগ্রাম।

প্রকাশকাল: একুশে বইমেলা ২০১৬

পরিবেশক : ইদানীং সাহিত্য চর্চা কেন্দ্র-চট্টগ্রাম

বইটি পাওয়া যাচ্ছে : একুশে বইমেলা-২০১৬

রাতুল গ্রন্থ প্রকাশ স্টল নং-৫৯২

সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা।

এবং

বাহার প্রকাশনী-স্টল নং: ৫৮

চট্টগ্রাম একুশে বই মেলা

মুসলিম হলের সামনে।


বইটি সংগ্রহ করার জন্য সকল কাব্যপিপাসুদের প্রতি আবেদন রইল।

=====

বিষয়: সাহিত্য

১২২৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360241
২৩ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Rose Rose Rose Rose Rose Rose
কিন্তু বৃষ্টি বেশি হইলে তো বই ভিজে যাবে!
২৩ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:১৭
298573
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : একটা ভিজলে, আরেকটা দিমু নে!
360248
২৩ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:৪৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : সময় হয়নারে বই৯ মেলায় যাওয়ার, যদিও খুব কাছ দিয়ে যাই। দেখি কিনতে পারি কিনা
২৩ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:১৭
298574
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকে..
360277
২৩ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৫০
বাকপ্রবাস লিখেছেন : শুভ কামনা
২৪ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৪৮
298626
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ ভাইয়া।
360287
২৩ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৪৯
শেখের পোলা লিখেছেন : আপনাদের প্রচেষ্টা সফল হোক৷ আপনারা আমাদের গর্ব৷ ধন্যবাদ৷
২৪ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৫০
298627
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ শ্রদ্ধেয় শেখ সাহেব। আপনার আশা ব্যঞ্জক মন্তব্যটির আমাদের জন্য প্রেরণা হয়ে থাকবে।
360317
২৪ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:১১
হতভাগা লিখেছেন : বই মেলার কারনে শাহবাগের মোড়ে ব্যাপক জ্যামের সৃষ্টি হয় । যার প্রভাব সারা ঢাকা শহরে ছড়িয়ে পড়ে । অফিস ফেরত যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয় ।

বই মেলা ঢাকা শহর থেকে সরিয়ে প্রত্যন্ত গ্রামে নিয়ে যাওয়া উচিত । ফলে ঐ স্থান ও তৎসংলগ্ল এলাকায় সাময়িক সময়ের জন্য হলেও কর্মসংস্থান ও ব্যাপক প্রানচাণ্চল্যের সৃষ্টি হবে ।

সব কিছুকে ঢাকা কেন্দ্রিক করা রুখতে হবে।
২৪ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৫৪
298628
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ঠিকই বলেছেন শ্রদ্ধেয় বড় ভাই। প্রথমে বড় বড় জেলা শহর এবং পর্যায়ক্রমে সকল জেলা শহরে বইমেলার ব্যবস্থা করা উচিত। আশার কথা চট্টগ্রাম সিটি কপোরেশন এবারের বইমেলার জন্য জোরালো ভুমিকা রেখে চলেছেন। আগামীতে আরো সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে চট্টগ্রামেও বইমেলা আরো ব্যাপক হবে। স্থানীয় ও জাতীয় গণমাধ্যমগুলোর সহযোগিতা পেলে চট্টগ্রামের বইমেলা আরো জমজমাট হবে।ধন্যবাদ।
360369
২৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:২২
আবু জান্নাত লিখেছেন : আপনাদের সমৃদ্ধি কামনা করছি। জাযাকাল্লাহ খাইর
২৫ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:২৬
298692
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
360568
২৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:১৮
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো
২৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:৫৯
298812
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাক..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File