ভালবাসার ফাঁসি চাই-একটি যৌথ কাব্য সংকলন প্রসঙ্গে... Rose Rose

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ০৭:০৯:০৯ সন্ধ্যা



ভালবাসার ফাঁসি চাই-একটি যৌথ কাব্য সংকলন প্রসঙ্গে কিছু কথা :

কাব্য সংকলনটির সম্পাদক : মাহমুদুল হাসান বাদল

মোট কবিতা সংখ্যা : ১০৫

কবি : ২১ জন

পাওয়া যাচ্ছে : একুশে বই মেলা-২০১৬

সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা।

রাতুল গ্রন্থ প্রকাশ-স্টল নং ৫৯২

সংকলনটিতে আমার ৫টি কবিতা আছে।

কবিতাগুলোর নাম :

১. এই বুকে অনেক কষ্ট

২. তোমার হাসি যেন কাশফুল

৩. বরণের অপেক্ষায়

৪. নারী

৫. এখনো আমি


-আমার কবিতা গুলো মোটামুটি ভাবে রোমান্টিক প্রকৃতির।

একটি কবিতা ব্লগ বন্ধুদের জন্য উপহার দিচ্ছি।

"এই বুকে অনেক কষ্ট"

এই বুকে অনেক কষ্ট চাপা দিয়ে রাখি!

যত দু:খ আসুক না কেন হাসি মুখে থাকি।

যন্ত্রণার পাহাড় থেকে অঝোর ধারায় ঝর্ণা

প্লাবিত হয় জীবন নদীটা অশ্রুর বন্যা।

সুন্দর এই জীবনে যদি বাড়ে কখনো যাতনা!

অনেক সময় বেঁচে থাকার সাধ আর হয় না

ছু্ঁড়ে ফেলে জীবনের তিক্ত স্মৃতি-হতাশা

অশান্ত সংসার সাগরে বাঁচার ক্ষীণ আশা!

কারো জন্য জীবন ধ্বংস করার নেই মানে

দু:খ-কষ্ট-যাতনা থাকুক তার যথাযথ স্থানে

বেঁচে থাকার তরে চাই প্রেরণা অদম্য সাহস,

চাই নিরন্তর ভালবাসা আর সুখের পরশ।

------------------------------------


আমার একক আরেকটি কাব্যগ্রন্থ শীঘ্রই প্রকাশ হবে। এছাড়া সম্পাদিত ১টি এবং যৌথ আরো ১টি বই আলোর মুখ দেখার প্রত্যাশায় রইলাম।

বইগুলোর সাফল্য কামনা করছি।।

=====

বিষয়: বিবিধ

১২৮৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359615
১৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
অন্য কবিদের পরিচয় থাকলে আরও ভাল হতো।
১৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:২১
298130
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আগে তো নিজেরটা বাজাই জনাব!Good Luck Good Luck ধন্যবাদ।
359632
১৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:২৭
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় ভাইয়া। সত্যিই প্রাণস্পর্শী একটি কবিতা পড়লাম। এককথায় অসাধারণ।

বই রিভিউটি বেশ আকর্ষণীয় হয়েছে।

আপনার উত্তরোত্তর সাফল্য ও উন্নতি কামনা করছি। সৃষ্টিশীল এই মহতী উদ্যানে।
১৬ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৪৯
298210
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম। আপনার ইতিবাচক মন্তব্যে অণুপ্রাণিত হলাম, অনেক ধন্যবাদ।
359657
১৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০২:৩৪
শেখের পোলা লিখেছেন : আমিও আপনার সাহিত্য প্রতিভার বিকাশ কামনা করি৷
১৬ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৪৯
298211
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : দোয়া করবেন। ভাল থাকুন-ধন্যবাদ।
359696
১৬ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:৫০
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভাল লাগলো, চালিয়ে যান.....
১৬ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৫০
298212
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : জাযাকাল্লাহ!..
359873
১৮ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:০৩
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনার সাহিত্য প্রতিভার বিকাশ কামনা করি৷
২৩ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:৫৭
298541
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ মুন্সি ভাই।
364325
০১ এপ্রিল ২০১৬ সকাল ১১:১২
গাজী সালাউদ্দিন লিখেছেন : লতা বলেছেন, ' তারে ভুলা তো কিছুতেই'
আমি ভুলে গেছি!
কি লাভ মনে রেখে
খালি দুঃখ বাড়ে
০২ এপ্রিল ২০১৬ সকাল ১০:৪৬
302231
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : -লতাটা কে?জানতে চাই।
-সুন্দর প্রকাশ। ধন্যবাদ।
০২ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৪৮
302244
গাজী সালাউদ্দিন লিখেছেন : লতা মঙ্গেস কর

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File