মাতাল হাওয়া.. ..
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৪ ফেব্রুয়ারি, ২০১৬, ০৬:৪২:২৩ সন্ধ্যা
এসেছে ফাগুন
মনেতে আগুন
মাতাল হাওয়া
কৃষ্ণচুঁড়া লাল
আলোর মশাল
যৌবনের ধাওয়া।
-----
শুধু নয় আগুন
ভ্রমরের গুনগুন
চুড়ান্ত সর্বনাশ
তরঙ্গ উদ্দাম
ব্যর্থ পরিণাম
গলার ফাঁশ।
-----
স্রোত অবিরত
হও সংযত
করো না ছলনা।
ভালবাসার নামে
কলা ও কামে
ইতরের কামনা।
=====
বিষয়: সাহিত্য
১২০০ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মেয়েদের দুহাতে টাকা বিলিয়ে এখন নিজেই ফকির!
মন্তব্য করতে লগইন করুন