অবগুন্ঠিতা.. (১ ফেব্রুয়ারি ‘বিশ্ব হিজাব দিবস’)
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ৩১ জানুয়ারি, ২০১৬, ০৯:৩৫:০১ রাত
হঠাৎ দরজায় করাঘাত ব্যতিব্যস্ত হয়ে ছুটে যাই
তখনো বাইরে, বললো আসতে পারি কি?
দৃষ্টিতে ক’জোড়া নেকাবে ঢাকা মুখ।
অচেনা আগন্তুক, ভাবনার রাজ্যে মন
কারা হতে পারে?
আমরা এসেছি.. ..।
চলে যাওয়ার সময় যেন মনের অজান্তে
নীরবে বেরিয়ে এলো
যারা নিজের পালনকর্তাও বিধানকে সমুন্নত রাখতে
সময়ের বিপরীত স্রোতে দাঁড়িয়ে লড়াইয়ের ময়দানে
তারা তো সৌভাগ্যের পরশমনি,
তাদের জন্য হৃদয়ের অন্ত:পুর থেকে শুভেচ্ছার ঢালি রাশি রাশি।
দেখেছো, বৃটেন প্রবাসী আমার বাংলাদেশী বোন ষোড়শী
সাবিনা বেগমের আইনী লড়াই।
বিজয়িনীর বেশে, তাকে পাশ্চাত্যের চাকচিক্য মন ভোলাতে পারেনি।
আমার সোনার বাংলাদেশে যারা “তথাকথিত প্রতিযোগিতার” নামে
নারীদের বেআব্রু করতে চায়
ললাটে কলংকের তিলক পরাতে চায়
কোন্ সেই বর্বর, লোলুপ, ধিক্কৃত, নরাধম?
নারী তুমি অবগুন্ঠিতা হও
তবেই লভিবে তুমি হৃদয়ের প্রশান্তি
বেহেশতের ঝর্ণাধারা।
(আমার "মন্তব্য নিষ্প্রয়োজন" কাব্যগ্রন্থ থেকে)
বিষয়: সাহিত্য
১৩০১ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
thank u too...
এভাবে ?
মন্তব্য করতে লগইন করুন