সামারাহ্ সালসাবিল( SAMARAH salsabil)..
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ৩০ জানুয়ারি, ২০১৬, ০২:৫৮:১০ দুপুর
সামারাহ সালসাবিল
হাসি যার অনাবিল
চেয়ে যখন থাকে
ভরে যায় দিল।
সাফওয়ান সালফি
তার বড় ভাই
সাইয়ান সায়ী
হলো মেজ ভাই।
সালফি ও সায়ী
দু’জন পিটাপিটি,
ভাইয়া যখন ডাকে
তাকায় মিটিমিটি।
দু’ভাইয়ের বোনটি
বড় আদরের
তাদের নিয়ে স্বপ্ন
বাবা-মায়ের।
সালসাবিল দিন দিন
বড় হয়ে উঠে
হামাগুড়ি দিয়ে
এদিক ওদিক ছুটে।
মা-বাবা ভাইদের
ব্যস্ত সদা খোঁজে
রাত হলে সালসাবিল
চোখ নাহি বুঁজে।
সামারাহ্ সালসাবিল
হাসে শুধু খিলখিল,
চারদিকে মাতোয়ারা
আলো ঝিলমিল।
(পাদটিকা : ২০ দিনের সামারাহ সালসাবিল এখনো হাসে না।হামাগুড়িও দেয় না, অনাগত দিনের জন্য তোলা রইল)
======
বিষয়: বিবিধ
১৪১৩ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সামারাহ সালসাবিল এর ছবি তো দিতে পারতেন ভাইয়া । যাক আল্লাহর কাছে দুয়া রইল আল্লাহ তাকে নেক হায়াত দান করুন । আমীন
আদরে যতনে বেড়ে উঠুন ছোট্ট খুকি মনি।
দ্বীনি শিক্ষায় হয়ে উঠুক মা বাবার চোখের মনি।
ছোট ছোট হাত পা নেড়ে করবে যখন খেলা
দেখে দেখে বাবা মায়ের কেটে যাবে বেলা।
দু'ভাইয়ের হাত ধরে ঈদগাহের ভিড়ে
নানা রঙের খেলনা কিনে ফিরবে আপন নিড়ে।
দু'ভাইয়ের চোখের মনি হয়ে রবে তুমি
.......................
এই স্বপ্ন-আশাতে বড় হওয়ার প্রহর গুণি।....
মন্তব্য করতে লগইন করুন