***রাসূল (সা) আমার ভালবাসা***: আমার প্রকাশিত একটি বই ও দু'টি কথা-১
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২২ জানুয়ারি, ২০১৬, ০৯:৫৮:৩৩ রাত

বই : রাসূল (সা) আমার ভালবাসা
-লেখক : মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম
এই বইয়ের অভিমত প্রদান করেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড.এ.টি.এম.তাহের।
অভিমত :
লেখক জনাব মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম কর্তৃক প্রণীত “রাসূল (সা) আমার ভালবাসা” বইটি আমি আদ্যপান্ত পাঠ করেছি। গ্রন্থটি আকারে ছোট হলেও মানগত ও গুণগত দিক দিয়ে বিচার করলে খুব উঁচু মানের হয়েছে আমার দৃষ্টিতে। এতে লেখক হযরত মোহাম্মদ (সা)এর জন্ম, রাসূল হিসেবে তাঁর জীবন চরিত তথা তাওহীদ, রিসালত এবং এর সাথে সংশ্লিষ্ট সুন্নাত, বিদআতের তাৎপর্য বর্ণনাসহ স্বল্প কলেবরে পাঠকবৃন্দের জন্য খুবই যত্ম সহকারে পবিত্র কোরআন ও হাদীসের মর্মানুযায়ী লিপিবদ্ধ করেছেন। এ ছাড়া শরীয়তের অনেক খুঁটিনাটি বিষয় সংযুক্ত করতে লেখক অক্লান্ত পরিশ্রম করেছেন। গ্রন্থটির আলোচ্য বিষয়গুলো অন্যান্য বইয়ের তুলনায় ভিন্ন প্রকৃতির হওয়াতে গ্রন্থটি পাঠক মহলে সমাৃদত হবে বলে আমি আশা করি। ইয়াহুদী ও খৃষ্টানদের অঘোষিত গোপন ষড়যন্ত্রের শিকার হয়ে বর্তমান মুসলিম সমাজ দিশেহারা হয়ে বিপথগামী হচ্ছে। ইসলামের সুশীতল ছায়া ছেড়ে ভিন্ন ধর্মের ছিদ্রযুক্ত ছায়ায় বসে অন্যের মুখের ঝাল-মিষ্টির স্বাদ নিচ্ছে এবং এতে তৃপ্তি মেটাচ্ছে। এ ছাড়া নারী শিক্ষার বিধি বিধানসহ বর্তমান সময়ে মুসলিম উম্মাহর করণীয় অনেক বিষয়াবলী সংযুক্ত করে গ্রন্থটিকে একধাপ এগিয়ে নিয়েছেন নিঃসন্দেহে। পাঠক মহল গ্রন্থটি গুরুত্ব সহকারে পাঠ করলে বিশেষ উপকৃত হবেন। আমি গ্রন্থ প্রণেতার সার্বিক সফলতা কামনা ও গ্রন্থটির ব্যাপক প্রচার ও প্রসারের জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করছি।আমিন।
প্রকাশকের কলম থেকে :
বিশিষ্ট লেখক জনাব মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম এর ‘‘রাসূল (সা) আমার ভালবাসা’’ বইটি প্রকাশ পেরে আল্লাহর দরবারে শোকরিয়া জানাচ্ছি। মানবতার বন্ধু মোহাম্মদুর রাসূলুল্লাহ (স)এর প্রতি দরূদ ও সালাম জানাচ্ছি, যার উম্মত হতে পেরে আমরা গর্বিত। যাঁরা বাংলাদেশের এই সবুজ জমিনে ইকামাতে দ্বীনের দায়িত্ব পালন করতে গিয়ে রক্তাক্ত হয়ে শাহাদাতের নজরানা পেশ তাঁদের রুহ মোবারকের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালবাসা। আসলে পৃথিবী ব্যাপী ইসলামী পুনর্জাগরণের যে ঢেউ লেগেছে তাতে পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক বিশ্ব ইসলামের বিরুদ্ধে এক অঘোষিত যুদ্ধ শুরু করেছে। ইনশাল্লাহ ইসলামের এই অগ্রযাত্রাকে কেউ রুখতে পারবে না। লেখক এখানে ইসলামের বিবিধ বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। আশাকরি পাঠকবৃন্দ মনের খোরাক মিটাতে পারবেন। প্রকাশনার নানাবিধ সমস্যাকে মোকাবেলা করে এই বইটি আলোর মুখ দেখবে এটাই বা কি কম আনন্দের? ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল কাজে নিজেকে ব্যাপৃত রাখতে চাই। আল্লাহ আমাদের এই নেক খেদমতকে কবুল করুন। “হে আল্লাহ! আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করুন এবং আখেরাতে যথাযথ কল্যাণ দান করুন।” আমিন।
বইতে যে সব প্রবন্ধ স্থান পেয়েছে:
-মহানবী (সা) এর আগমন ও রবিউল আউয়ালের চেতনা
-আল্ কোরআনে মহানবী (সা) এর আগমনের উদ্দেশ্য
-আল্ কোরআনে মহানবী (সা) এর চারিত্রিক সৌন্দর্য
-মাহে রবিউল আউয়ালের ফজীলত ও আমাদের করণীয়
-রাসূলুল্লাহ (সা) এর মিরাজের উদ্দেশ্য ও তাৎপর্য
-মি’রাজের শিক্ষা এবং ইসলামী রাষ্ট্রের চৌদ্দ দফা রূপকল্প
-আদর্শ সেনাপতি হযরত মোহাম্মদ (সা)
-পরিবেশ সংরক্ষণ : প্রেক্ষিত ইসলাম
-মুসলিম উম্মাহর বিরুদ্ধে ইয়াহুদী ষড়যন্ত্রের স্বরূপ
-সাপ্তাহিক ছুটি বিতর্ক-আমাদের প্রাণের জুমাবার
-মাহে মহররম ও ইমাম হোসাইনের শাহাদত: তাৎপর্য, শিক্ষা ও করণীয়
-ইসলামে বৈরাগ্যবাদের কোন স্থান নেই
-ইসলাম, নারীমুক্তি ও রাসূল (সা)এর আদর্শ
-ইসলামে নারী শিক্ষার গুরুত্ব এবং অন্যান্য
-বিতর্কিত জাতীয় নারী উন্নয়ন নীতিমালা ও ইসলামের উত্তরাধিকার আইন
-ইভ টিজিং প্রতিরোধে ইসলামের বিধান
-যেসব কারণে প্রিয় নবী(সা)এর উম্মতরূপে গণ্য হওয়া যাবে না
-সোয়াইন ফ্লু ভাইরাস : আল্ কোরআন কি বলে?
-সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সালাত এবং যাকাতের গুরুত্ব
-মাহে শা’বানের মর্যাদা, শবে বরাত বা লাইলাতুন নিসফে মিন শা’বান
-মাহে রমজানের ফজীলত ও রোজাদারের মর্যাদা
-রমজানুল মোবারকের অনন্য বৈশিষ্ট্য
-রোজার উদ্দেশ্য, রাসূল (সা)এর রমজান এবং আমাদের করণীয়
-লাইলাতুল কদরের তাৎপর্য
-মাহে জিলহজ্ব: পবিত্র হজ্ব, ঈদ-উল-আযহা এবং কোরবানীর মাস
-আল্লাহর মেহমান হাজী সাহেবানদের জন্য জরুরী কিছু পরামর্শ
-হজ্ব সম্পর্কিত আল্লাহতা’আলার কতিপয় নিদর্শন
-কোরবানী: আল্লাহর প্রতি ত্যাগ ও প্রেমের অপূর্ব নিদর্শন
-রাসূল (সা) এর প্রতি আনুগত্য ও ভালবাসা
প্রকাশক : ইশরাত হায়দার জুয়েল
সালফি পাবলিকেশন্স, চট্টগ্রাম।
মূল্য : ৬০ টাকা
কারো সংগ্রহের প্রয়োজন হলে ইনবক্সে/মন্তব্যে ঠিকানা পাঠিয়ে দেবেন।ডাকযোগে প্রেরণ করা হবে। ইনশাআল্লাহ।
(আগামী পোস্টে থাকছে লেখকের বক্তব্য বা ভুমিকা)
বিষয়: সাহিত্য
১৬৩০ বার পঠিত, ১২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
লেখকের অভিমতের সাথে গ্রন্থ প্রকাশের নিয়মাবলি ও আনুসঙ্গিক খরচাদী জানালে উপকৃত হব৷
মহান দয়ালু আপনার এই মহতী প্রচেষ্টাকে কবুল করুণ আমীন।
অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন