বাংলাদেশের ১০০ মুসলিম মনীষীর তালিকা : নাম প্রস্তাব করুন..
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৪ জানুয়ারি, ২০১৬, ০৭:২৪:০০ সন্ধ্যা
বাংলাদেশের একশত মুসলিম মনীষীর একটা তালিকা করতে চাই। যারা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা, ইসলামী আদর্শ প্রতিষ্ঠার সংগ্রাম, জনগণের খেদমতে বা সমাজসেবায় যারা নিজের জীবন বিলিয়ে দেয়া, লেখালেখি বা সাহিত্য-সাধনার মাধ্যমে বিভিন্নভাবে একজন দেশপ্রেমিক এবং খাঁটি মুসলমান হিসেবে অবদান রেখেছেন তাঁরা এই তালিকায় থাকবেন। যারা পরপারে মহান আল্লাহপাকের ডাকে সাড়া দিয়েছেন তাঁদেরকে উল্লেখ করবেন। নাম প্রস্তাব করুন (সম্ভব হলে অবদানগুলো উল্লেখ করুন) আমি কিছু নাম উল্লেখ করছি। কেউ একবার যে নাম বলবেন অন্য কেউ এ নাম উল্লেখ না করার অনুরোধ রইল। উল্লেখ্য যে, এটা কোন জরীপ নয়। সবার অংশগ্রহণ চাই।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
কাজী নজরুল ইসলাম
শেরে বাংলা এ কে ফজলুল হক
শহীদ জিয়াউর রহমান
নবাব স্যার সলিমুল্লাহ খান
ড. মুহাম্মদ শহীদুল্লাহ
......................
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
বিষয়: বিবিধ
২৮৮০ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
১। অধ্যাপক গোলাম আযম
২। শহীদ আলী আহসান মুহাম্মদ মুজাহিদ
৩। শহীদ আবদুল কাদের মোল্লা
৪। শহীদ কামারুজ্জামান
৫। একে ফজলুল কাদের চৌধুরী
৬।হাজী শরীয়ত উল্লাহ
৭। তিতুমীর
৮।কবি ইসমাইল হোসাইন সিরাজী
৯।শহীদ আবদুল মালেক
১০।কবি গোলাম মোস্তফা
১১।নবাব আবদুল লতিফ
১২।ঈসা খাঁ
১৩। হযরত শাহজালাল
১৪। হযরত শাহ মুখদুম
১৫। হযরত খান জাহান আলী
১৬। হযরত শাহ আমানত
১৭। মহাকবি কায়কোবাদ
১৮। আব্বাস আলী খান
১৯। মুহাম্মদ ইউনুস
২০। মাওলানা একেএম ইউসুফ
হায়রে ভোল পাল্টাচ্ছেন নাকি বুঝলাম না! একজন ধর্মনিরপেক্ষ অন্যজন ছিল বাম অনুসারী, আর তারা হতে পারে মুসলিম মনিষী কিন্তু ইসলামী আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামও করেছেন!
২.শামসুল উলেমা আবু নসর ওয়াহিদ ( শিক্ষক ও রিফরমড স্কিম মাদ্রাসার প্রবর্তক।)
৩. আবুল মনসুর আহমদ (সাহিত্যিক,রাজনিতিবিদ)।
৪. সৈয়দ আলি আহসান (জাতিয় অধ্যাপক)।
৫. সৈয়দ আলি আশরাফ
৬. সৈয়দ সাজ্জাদ হুসাইন।
৭. দেওয়ান মুহাম্মদ আজরফ।
৮. মেজর জেনারেল ইশফাকুল মজিদ।
৯. শফিউদ্দিন সরদার (সাহিত্যিক)।
১০. আবুল কালাম শামসুদ্দিন( সাহিত্যিক)।
১১. মাওলানা আকরাম খান। (সম্পাদক)
১২. মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদি।
১৩. আবুল হাশিম (দার্শনিক)।
১৪. অধ্যাপক শাহেদ আলি( সাহিত্যিক)।
১৫. অধ্যাপক আবুল কাসেম (ভাষা সৈনিক)।
১৬. অধ্যাপক কাজি মোতাহার হোসেন (বিজ্ঞানি)।
১৭. ডঃ জামাল নজরুল ইসলাম (বিজ্ঞানি)।
১৮. অধ্যক্ষ ইব্রাহিম খান।
১৯. মাওলানা আবদুর রহিম।
২০. সাইয়েদ আবদুল আহাদ আল মাদানি।
২১. মাওলানা আবদুল জব্বার।
২২. আখতার উল আলম (সাংবাদিক)।
২৩ মাওলানা মুহিউদ্দিন খান।
২৪. মাওলানা আতাহার আলি(প্রতিষ্ঠাতা নিযামে ইসলাম পার্টি)।
২৫. আবু জাফর(অধ্যাপক,গিতিকার)।
২৬. কবি জসিমুদ্দিন।
২৭ কবি ফররুখ অাহমদ।
২৮. একে খান(শিল্পপতি)।
২৯. আবুল খায়ের মুসলেউদ্দিন (সাহিত্যিক)।
৩০. বিচারপতি আবদুর রহমান।
সাইয়েদ আবদুল করিম আর মাদানি(ঐ)
সাইয়েদ আমির আলি (প্রিভি কাউন্সিল এরপ্রথম মুসলিম বিচারপতি)
নবাব নওয়াব আলি চেীধুরি(ঢাকা বিশ্ববিদ্যালয় এর অন্যতম প্রতিষ্ঠাতআ)
কাজী ইমদাদুল হক(সাহিত্যক)
১। অধ্যাপক গোলাম আযম
২। শহীদ আলী আহসান মুহাম্মদ মুজাহিদ
৩। শহীদ আবদুল কাদের মোল্লা
৪। শহীদ কামারুজ্জামান
৫। একে ফজলুল কাদের চৌধুরী
৬।হাজী শরীয়ত উল্লাহ
৭। তিতুমীর
৮।কবি ইসমাইল হোসাইন সিরাজী
৯।শহীদ আবদুল মালেক
১০।কবি গোলাম মোস্তফা
১১।নবাব আবদুল লতিফ
১২।ঈসা খাঁ
১৩। হযরত শাহজালাল
১৪। হযরত শাহ মুখদুম
১৫। হযরত খান জাহান আলী
১৬। হযরত শাহ আমানত
১৭। মহাকবি কায়কোবাদ
১৮। আব্বাস আলী খান
১৯। মুহাম্মদ ইউনুস
২০। মাওলানা একেএম ইউসুফ
মন্তব্য করতে লগইন করুন