গত বছর ২০১৫ সালকে স্বাগত জানিয়েছিলাম-আর এখন বিদায় জানাতে হচ্ছে..!
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ৩০ ডিসেম্বর, ২০১৫, ০৮:২১:৩৫ রাত
হায়রে সময়! নিঠুর সময় নিয়ে কিছু পংক্তি আছে। বলছি..এরপর গত বছর নতুন বর্ষকে নিয়ে যে কবিতা স্বাগতম-২০১৫ লিখেছিলাম তা উপস্থাপন করা হবে। কীভাবে জীবন নামক বৃক্ষ থেকে এক একটি করে পাতা ঝরে পড়ছে! আমাদের এই সংক্ষিপ্ত জীবন অথচ কত গুরুত্বপূর্ণ দিনগুলি অতিবাহিত হয়ে যাচ্ছে। আমাদের সাথে যারা ছিল কতজন বিদায় নিয়েছে অনন্ত জীবনে। আমরা ও আছি তাদের মিছিলে। আসুন আমরা সবাই একে অপরের কল্যাণ কামনা করি।
সময়
১.
নিষ্ঠুর সময় যায় চলে,
কাজে না লাগালে যাবে বিফলে
আমরা সবাই যাচ্ছি বুড়াদের দলে!
২.
সময় হচ্ছে বরফের মত,
যতই গড়াচ্ছে গলে যাচ্ছে তত
জীবনায়ু হচ্ছে নি:শেষ অবিরত।
=====
স্বাগতম-২০১৫
নতুন বর্ষকে করতে বরণ সকলে প্রস্তুত
চিরচেনা পতেঙ্গা আর কক্সবাজার সৈকত,
তারুণ্য দীপ্ত নব আশা, বালুচরে ঝিলমিল
সম্ভাবনার আবাহন জানায় উড়ন্ত গাঙচিল।
হাতছানি দেয় সাগর ভাসা দুরন্ত সমীরণ
নৃত্য-গীতের ঝংকার শুরু, হৃদয়ে শিহরণ!
ঐ তো এখনি ডুব দেবে রবি, ধুসর দিগন্তে
এক নিমেষে উড়াল দেবে অশুভ, দিনান্তে।
জীর্ণ-পুরাতনকে ফেলে সদা নতুনকে আলিঙ্গন,
ভিন দেশি নয়, আপন সংস্কৃতি করো লালন।
শতায়ু লাভে ধন্য হোক, হোক সমৃদ্ধ জীবন
জীবন-মৃত্যুর স্রষ্টাকে জানাও কৃতজ্ঞতা জ্ঞাপন।
সবার কাছে দোয়া চাই, যাতে আগামী দিনগুলি সুখ-শান্তি এবং আনন্দে ভরে উঠে। দেশ-সমাজ-সংসার থেকে হিংসা হানাহানি চিরতরে তিরোহিত হয়ে যায়। সবাইকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।
=====
বিষয়: সাহিত্য
১৬৪১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দয়া করে পারসোনালী নিবেন না, কষ্ট পাবেন না, বদদোয়া ও করবেন না। জাস্ট হাদীসটি শেয়ার করলাম একান্তে ভাবনার জন্য, ভাবুন আপনার আজকের এই পোষ্ট বনাম আপনার বাবা কিংবা দাদার যুগের এই সময়ক্ষনটিতে তাদের সম্ভাব্য পোষ্ট।
“Allah's Messenger (sal Allahu alaihi wa sallam) said: 'You will indeed follow the ways of those before you, hand span by hand span, and an arms length after another. Even if they enter into a lizard’s hole, you will follow them.’ We (the Sahaba) asked, ‘Is it the Jews and the Christians?’ He replied, ‘Who else!’” [Bukhari]
আল্লাহ আমাদের সবাইকে দুটো চোখে দেখতে দিন, দুটো কানেই শুনতে দিন এবং সত্য ও মিথ্যা, ন্যাচারাল ও ডিসিপশান ইত্যাদির পার্থক্য করার সুযোগ করে দিন।
আশা করি আগামীতে কোন মাইন্ড স্টাইকিং কোন এক পোষ্ট দিয়ে তা পুষিয়ে দেবেন।
মন্তব্য করতে লগইন করুন