স্বীকৃতি জ্ঞাপন
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২১ নভেম্বর, ২০১৫, ০৬:২২:৪৫ সন্ধ্যা
ভাল কাজের প্রশংসা কিন্তু ভালরাই করে
ভালরা ভাল কাজের স্বীকৃতি জ্ঞাপন করে।
পৃথিবীতে আছে অনেক ভাল এবং মন্দ,
পৃথিবীর ইতিহাস হলো ভাল-মন্দের দ্বন্দ্ব।
আমাদের লিখা ও কাজ সুন্দরের তরে
মিথ্যার সাথে কভু আপোষ নাহি করে।
সত্য ও সুন্দরের করবো মোরা লালন
সদা গাইব মোরা সত্যের জয়গান।
আমাদের পথচলা হোক দুর্দম, দুর্বার
মিথ্যার ভয়ে মোরা পাত্র নই দমবার।
তরুণরাই হোক সাথে মোদের চলার
সত্য পথে চললে কিছু নাই হারাবার।
বিষয়: সাহিত্য
১১৩২ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সত্য পথে চললে কিছু নাই হারাবার।
চমৎকার বর্ণনা। মা-শা আল্লাহ
সত্য পথে চললে কিছু নাই হারাবার। ভালো লাগো অংশটি।
আমার ধরনা আপনার ভাল কাজের প্রশংশা খারাপ রাও করবে । কারন ভালকে কেউ খারাপ বলবে ।
ধন্যবাদ ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন