সূরা আত্ তীন (কাব্যানুবাদ)
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৯ নভেম্বর, ২০১৫, ০৬:০৫:৩৮ সন্ধ্যা
শুরু করছি করুণাময়ের লয়ে নাম
পরম দয়ালু প্রভু তিনি পবিত্র মহান।
ডুমুর, জলপাই, সিনাইয়ের তুর পর্বতের শপথ
শপথ, পবিত্র নগরীর যা অতীব নিরাপদ।
নিশ্চয়ই মানুষকে উত্তমরূপে করেছি সৃজন
অত:পর কৃতকর্মের দরুণ সর্বনিম্নে প্রেরণ।
যারা নেককাজ করে আর এনেছে ঈমান,
তাদের জন্য রয়েছে অশেষ প্রতিদান।
তারপরও অস্বীকার করো, বিচারের দিন!
সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক কি নন?
বিষয়: সাহিত্য
১২১৫ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বৃুঝিনি, শেখ সাহেব..ধন্যবাদ
জাজাকাল্লাহ খায়ের ।
মন্তব্যের জন্য শোকরিয়া জ্ঞাপন করছি।
মন্তব্য করতে লগইন করুন