>- >- চাই নির্ভেজাল মানবাধিকার, সাম্য-স্বাধীনতা ..
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৫ নভেম্বর, ২০১৫, ০২:৪৩:০৩ দুপুর
আমি ব্যথিত, আমি খুবই উদ্বিগ্ন!
আমি প্রচণ্ড শোকার্ত, বেদনার্ত
প্যারিসের এই নিষ্ঠুর নগ্ন হামলার জন্যে
কতক বনী আদম এই জঘন্য হত্যাকাণ্ডে শিকার হওয়ার জন্যে
সবাই নিন্দা জানাচ্ছে, আমিও তীব্্র নিন্দা জ্ঞাপন করছি
যদিও এই নিন্দার তোয়াক্কা সন্ত্রাসীরা করে না।
কিন্তু আমি তার চেয়েও লক্ষ গুণ বেশি ব্যথিত
ওই ফিলিস্তিন, ইরাক, লিবিয়া, কাশ্মীর, আরাকান ও সিরিয়ার
নিষ্পাপ শিশু-বৃদ্ধ, গর্ভবতী মায়ের জন্য।
যাদের বুক চিরে গর্ভের সন্তানের উপর
বর্বর ইয়াহুদী কুলাঙ্গাররা বন্দুক তাক করে
টন, টন বোমা অভিশপ্ত বোমারু বিমান থেকে নিক্ষিপ্ত করে
দালান-কোটা, হাসপাতাল-মর্গ উড়িয়ে দেয়
এক খন্ড স্বাধীন ভুমির স্বপ্ন-সাধ গুড়িয়ে দেয়
জর্ডান, ঝিলাম, ফোরাত, লোহিত ও আরব সাগরের তীর
আজ মানবতার বধ্যভুমিতে শোণিত ধারা প্রবাহিত
যেন প্রতিনিয়ত রক্ত ঝরাই ওদের নিয়তি!
আমিও মানুষ, মানবাধিকার আমিও চাই
আমার রক্ত লাল, যেমন তোমার রক্ত।
আমার বুকে আঘাত হেনে, আমার মায়ের ক্রন্দন শুনবো কতকাল?
পিতার অশ্র“-বোনের আহাজারি, ইজ্জতের দাম!
তোমার কাছে না থাকতে পারে, আমার আছে।
ঐ সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়, জামাই আদর
জীবন-যৌবন উপভোগের নিশ্চয়তা, নারীর সতীত্ব নিয়ে খেলবার
এই অমানবিক খেলার গডফাদার যে তোরা
অস্বীকার করতে পারবি সাম্রাজ্যবাদের ক্রীড়নক?
কেন আজ সর্বত্রই হাহাকার, লাঞ্ছিত-বন্দী মানবতা
বন্ধ করো, নিষ্ঠুর এই খেলা!
মনুষ্যপদবাচ্য যে ই হোক না কেন?
বাঁচার অধিকার, মুক্ত বাতাসে শ্বাস নেয়ার অধিকার
একটি সুন্দর ও নিরাপদ পৃথিবী চাই সবার তরে,
চাই নির্ভেজাল মানবাধিকার, সাম্য-স্বাধীনতা।
=====
বিষয়: বিবিধ
১৪৪৫ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার দেয়া ছবিটি ভাল লক্ষ্যকরে দেখুন তো- শিশুটিকে ঘিড়ে রাখা লোক গুলো এ্যামেরিকা/ইসরাইলী সৈন্য? নাকি পায়ে স্যান্ডেল পড়া এই লোকগুলো আল্লার আলকায়দা/আইসিস মুমিনদের ছবি??
ধন্যবাদ আপনাকে...
একটি সুন্দর ও নিরাপদ পৃথিবী চাই সবার তরে,
চাই নির্ভেজাল মানবাধিকার, সাম্য-স্বাধীনতা।
ধন্যবাদ ভাইয়া ।
নেতাদের এসব অন্যায় যুদ্ধের বেনেফিশিয়ারী তো এরাই ।
এরা কেন যুদ্ধের ঝাঁঝ থেকে বাইরে থাকবে ?
এ হিসেব ধরেই বর্তমান বিশ্ব সামনে এগিয়ে যাচ্ছে!
তাই সমগ্র মুসলিম হত্যা বা তাদের জনপদে নির্মম তান্ডবেও কিছুই যায় আসে না!
সুন্দর মন্তব্যের জন্য রইলো ফুলেল শুভেচ্ছা..
একটি সুন্দর ও নিরাপদ পৃথিবী চাই সবার তরে,
চাই নির্ভেজাল মানবাধিকার, সাম্য-স্বাধীনতা।
আমরা ভালো আছি আল্লাহর রহমতে।
@ প্যারিস থেকে আমি..(সূত্র)
বি:দ্র- ফ্রান্সে সিরিয়ার শরনার্থী ক্যাম্পগুলোতে আগুন দেওয়া হচ্ছে। কথিত প্যারিস হামলাকে অজুহাত করে প্যারিস হামলার ঘণ্টা খানেকের মধ্যেই গভীর রাতে ঘুমন্ত শরনার্থী ক্যাম্পে আগুন দেয় ফ্রান্সের অধিবাসীরা। দূর থেকে প্রকাশিত ভিডিও ও ছবিতে, বিশাল অগ্নি কুণ্ডলী জ্বলতে দেখা গেছে, উল্লেখ্য আগুনে পুড়িয়ে ফেলা রিফিউজি ক্যাম্পে ৬ হাজার সিরিয় শরনার্থী বাস করতো। ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন