মুসলিম জাতির জনক...
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৭ আগস্ট, ২০১৫, ০৮:০২:৫৪ রাত
হে জাতির জনক ইব্রাহীম (আ)!
কুরআনে বলেছেন রাহমানুর রাহীম।
কাবা চত্বরে লাখো কোটি মানুষ
করে তোমাকে নিত্য তসলিম।
মহান প্রভুর কাবা তাওয়াফ শেষে
যেথায় আছে মাকামে ইব্রাহীম
আদায় করেন দু’রাকাত সালাত
নির্দেশ দেন অনন্ত অসীম।
নমরূদের অগ্নিকুণ্ড একদিন
হয়েছিল সুদৃশ্য ফুলে রঙিন
সকল চক্রান্ত পর্যুদস্ত হলো
পালিয়েছিলো জঘন্য শয়তান।
কাবা জিয়ারতে এসো মু’মিন
সেতো তোমারই আহ্বান
বিশ্ব মুসলিম হজ্জের সময়
উচ্চকিত করে প্রভুরই নাম।
স্বপ্নকে তুমি বাস্তবায়নে
করতে কুরবানী আল্লাহর রাহে
কুন্ঠিত হওনি পিতা-ছেলে
পরীক্ষা দিতে ঈমানের গাহে।
তোমার প্রাণের প্রিয় ছেলে
বনী ইসমাইল জবিউল্লাহ,
তুমিই মুসলিম জাতির জনক
ইব্রাহীম খলিলুল্লাহ।
(পবিত্র মক্কা নগরী, ১১ই আগষ্ট ২০১৪)
বিষয়: সাহিত্য
১২৩৫ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
আর আওয়ামী লীগের জাতির জনক বঙ্গবন্ধু!!!
মুসলমান এবং আওয়ামী লীগ দুটি ভিন্ন ধর্ম।
মুবারকবাদ
মন্তব্য করতে লগইন করুন