দেখতে দেখতে হাফ সেঞ্চুরী হয়ে গেল এবং সত্য পথের ব্লগ বন্ধুদের দৃষ্টি আকর্ষণ প্রসঙ্গে...
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২৭ জুলাই, ২০১৫, ০২:৩৮:০৭ দুপুর
সমস্ত প্রশংসা মহান বিশ্ব কারিগর আল্লাহ্তায়ালার জন্য। যিনি কলমের দ্বারা মানুষকে শিক্ষা দিয়েছেন, জ্ঞান-বুদ্ধি দিয়েছেন, ইচ্ছের স্বাধীনতা দিয়েছেন, আখেরী নবী(সা)এর উম্মত হিসেবে বাছাই করে ধন্য করেছেন। বাংলাদেশকে প্রিয় জন্মভুমি হিসেবে আমার জন্য বরাদ্দ করেছেন।
আজ ২ মাস ২১ দিন হলো বিডি টুডে ব্লগে আমার পদার্পনের। ব্লগ টুডে কর্তৃপক্ষকে ধন্যবাদ। সে জন্য বরাবরের মত ব্লগবন্ধু বাহার ভাইকে জানাই সবিশেষ কৃতজ্ঞতা। আসলে ব্যস্ততার মাঝেও কিছু লেখার চেষ্টা করি। আহা মরি কিছু না! বন্ধুদের নিরন্তর উৎসাহে লেখালেখিতে এগিয়ে যাচ্ছি। অনেকের সহযোগিতা এবং পরামর্শ চলার পথে আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। প্রবাসী বন্ধু আবদুর রহিম ভাইয়ের পরামর্শ অতুলনীয়। ধন্যবাদ জানাই তাকে, তিনি আমাকে কেন জানি না সদা সুদৃষ্টিতে রাখেন। আল্লাহ তার মঙ্গল করুন। অন্যান্য বন্ধুদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও নিরন্তর শুভ কামনা।
আপনারা জানেন এপর্যন্ত আমার বেশ ক’টি বই/পুস্তিকা বেরিয়েছে। নির্বাচিত ব্লগ বা আমার ব্লগে লেখালেখি নিয়ে কোন বই বের হয়নি। ভবিষ্যতে ইচ্ছা আছে। অচিরেই তা বাস্তবে রূপ দেবে। বই প্রকাশের অন্তরালে অনেক ব্যক্তির অবদান রয়েছে। তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আসুন বই পড়ি, সুন্দর এবং আলোকিত সমাজ গড়ি। বই হোক সকলের নিত্যসঙ্গী। বই প্রকাশে লেখককে সকল প্রকার সহযোগিতা করি। আমরা জানি, বই কিনে কেউ দেউলিয়ে হয়নি এবং হবেও না। ভবিষ্যত প্রজন্ম হোক বই মুখী। সুন্দর আগামীর প্রত্যাশায়। বইগুলোর নাম হচ্ছে :
১। হৃদয়ে বাংলাদেশ-(২০০২)
২। ফোরাত তীরে তেল-সম্পদ দখলের লড়াই : রক্তে ভাসে ইরাক-(২০০৩)
৩। গণতন্ত্র সরকার রাজনীতি-(২০০৪)
৪। মন্তব্য নি®প্রয়োজন (কাব্যগ্রন্থ)-২০০৫
৫। আমরা কেন বুঝতে পারছি না-(২০০৬)
৬। বক্ষে আমার কা’বার ছবি : চক্ষে মোহাম্মদ রাসূল (হজ্জ গাইড)-২০০৭
৭। যেমন বাংলাদেশ চাই-(২০০৮)
৮। রাসূল আমার ভালবাসা-(২০১১)
৯। সিরাতুল মোস্তাকিম : জান্নাতের রোডম্যাপ-(২০১২)
১০। সাহারা হজ্জ কাফেলার হজ্জ স্মারক-১৩ (২০১৩)
১১। নারী সমাজের উন্নয়ন : প্রেক্ষিত ইসলাম-(২০১৪)
১২। ইদানীং লিটল ম্যাগ (সদ্য প্রকাশিত জুন ২০১৫ সংখ্যা)ব্লগবন্ধুদের প্রতি :
-অতএব আমার ব্লগে লেখাগুলো পড়–ন সচেতনভাবে সুন্দর এবং মন্তব্য করুন।
-ভাল, গঠনমূলক মন্তব্য ও পরামর্শ কামনা করছি।
-প্রকাশিতব্য বইতে এখন থেকে মন্তব্য প্রদানকারীর মন্তব্যসহ প্রকাশ করা হবে।
-সেরা মন্তব্যকারীর জন্য রয়েছে দোয়া, ভালবাসা এবং প্রকাশকৃত বই উপহার।
=====
বিষয়: বিবিধ
১৫৭৩ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আলহামদুলিল্লাহ! অল্প সময়েই আপনি ব্লগে বেশ জনপ্রিয় হয়ে গিয়েছেন।
আপনার বইগুলি কিভাবে পাওয়া যাবে?
সব বইতো নেই। তবে ৫/৬টা আছে। আপনি কোথায় থাকেন? মোবাইলসহ ঠিকানা আমার ইনবক্স করুন। আর যদি বাসা চট্টগ্রাম শহরে হয়ে থাকে তবে ইনবক্সে আমার নং দেব..অফিসে যোগাযোগ করতে পারেন..
তবে আগামী প্রজন্ম বই বিমুখ হয়ে ইন্টারনেট মুখী হয়ে যাচ্ছে। সামনের কয়েক বছরে হয়তো প্রিন্টিং প্রেস এ চাকুরীরত ভাইদের অধিকাংশের রুটি রুজিতে ভাটা পড়তে পারে, তাই আপনাদের মত ভালো লিখকগন কে এগিয়ে আসা চাই। সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া।
আল্লাহ আপনার লেখার মান আরো ভাল করে দিন। আমিন
আপনার ব্লগ এবং বই দুই ই ভাল লাগে।
আপনাকে অভিনন্দন। ধারাবাহিকতা অব্যাহত থাকুক রাব্বুল আলামিনের কাছে এ প্রার্থনা করি।
আমাকে এভাবে উপরে উঠিয়ে দেয়া কি খুব জরুরী?
আপনার ব্লগ গুলো পড়ে খুব কমই. জানতাম.... এতগুলো বই প্রকাশিত হলো আগে জানতাম নাহ্। আপনি খুবই ভাগ্যবান আপনার মনের ভেতরের ভাব গুলো বইয়ের মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌছে দিয়েছেন।
দেশে আসলে বই গুলোর খোঁজ নেব, ইনশা আল্লাহ।
আশা করছি আরো ভালো ভালো লেখা উপহার দিবেন ব্লগে এবং বইয়ের মাধ্যমে...। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন