আমি বন্দী পানিগারে..
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২৬ জুলাই, ২০১৫, ০২:৩০:০৫ দুপুর
আমি বন্দী পানিগারে..
ভাসি গো মা পানিতে,
পানি ছাড়া আর কিছু নাইরে..
বন্যা-পানিতে সম্বল,
নৌকা আর কোমড়ে বল
এ ছাড়া আর কিছু থাকলে বলো রে!
উন্নয়নের জোয়ারে,
সারা দেশ ভাসেরে
তারপরও পানি কেন কমে না, মা রে..
এই ভরা বর্ষায়,
আছি মোরা হতাশায়
আশার আলো চোখে দেখি না রে!
আর কত জ্বালা সইতাম
সব খানে বিধিবাম
পারলে কেউ উদ্ধার কর রে..
(আমি বন্দী কারাগারে-মুজিব পরদেশীর বিখ্যাত গান অবলম্বনে..)
২৬শে জুলাই ২০১৫।। ১০ শ্রাবণ ১৪২২
বিষয়: সাহিত্য
১২৪০ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনারা হইলেন মুক্কিযুদ্ধের বিপক্ষ!!
আচ্ছা ঠিক আছে। বলেন বলেন...
হতভাগা এর কথা শুনে কয়েকটি নৌকার ব্যবস্থা করলাম কাজে আসলে আসতেও পারে....।
সুন্দর এবং আনকমন মন্তব্যের জন্য ধন্যবাদ-কৃতজ্ঞতা সবই আপনার একাউন্টে দিয়ে দিলাম..
গান সুন্দর হয়েছে ধন্যবাদ ।
এটা মুজিব পরদেশীর একসময়ের বিখাত গান, শুনেছে কিনা জানি না,
আমি বন্দী কারাগারে, আছি গো মা বিপদে বাহির আলো চোখে পড়ে না মা গো..
আকন্ঠ পান করতে থাকুন।
ধন্যবাদ..
মন্তব্য করতে লগইন করুন