শয়তান নামা..

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২৪ জুলাই, ২০১৫, ০৭:৫১:৩৯ সন্ধ্যা



আমি শক্তের ভক্ত, নরমের যম

আমি মহাপাপী, শয়তান অধম।

আমি নই সাধু, আমি ডাকাত-চোর,

আমি মতলববাজদের পা চাটা কুকুর।

আমার কাছে মুখের বুলি, সাম্য-স্বাধীনতা,

আমার কাছে সবই নস্যি, রাখি না কথা!

আমি বন্দুকের নল, আমি ক্রসফায়ার

আমি দুনিয়ার কাউরে করিনা কেয়ার।

আমি পেট্রোল বোমা, আমি দাহ্য পদার্থ

আমি সকল শুভ আয়োজন করে দেই ব্যর্থ।




আমি শক্তের ভক্ত, নরমের যম

আমি মহাপাপী, শয়তান অধম।

আমি ভয়ঙ্কর, আমি নির্মম-ডেঞ্জার,

আমার চাইতে কে আছে বিশ্ব বাটপার?

আমি ট্রিগার, চকচকে বেয়নেট-বুলেট,

আমি ভালর বুকে বিদ্ধ করি বুলেট।

কার জন্যে কিসের আবার মানবতা?

আমি নিমিষেই করি নিরীহ মানুষ হত্যা।

আমি নীতিহীন বিনাশী, লক্ষ্য ভ্রষ্ট

আমি সীমারের চেয়েও বেশি নিকৃষ্ট।




আমি শক্তের ভক্ত, নরমের যম

আমি মহাপাপী, শয়তান অধম।

আমি পাপিষ্ট, আমি অধার্মিক-ভন্ড

আমি মুহুর্তেই করি শুভ কিছু পন্ড।

আমি স্মাগলার, আমি নগ্নতা-পার্লার

আমি ছিনতাইকারী, করি চোরা কারবার।

আমি দুর্ভিক্ষ, আমি হাহাকার

আমি ঘৃণা ছড়ানোর করি কারবার।

আমি তথাকথিত বুদ্ধিজীবী, বুদ্ধি বেচে বেড়াই

আমি সবার মাথায় কাঁঠাল ভেঙ্গে খাই।




আমি শক্তের ভক্ত, নরমের যম

আমি মহাপাপী, শয়তান অধম।

আমি অশান্তি, আমি চির দাবানল

আমি মানুষের মাঝে লাগাই দ্বন্দ্ব-কোন্দল।

আমি ধ্বংস, চাই সাহসীকে ধিক্কারিতে

আমি মানুষের সুখ শান্তি পারি না দেখতে।

আমি চাই মহামারী এইডসের হোক বিস্তার

আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই হোক বিশ্ব সংসার।

আমি শক্তের ভক্ত, নরমের যম

আমি মহাপাপী, শয়তান অধম।




=====

বিষয়: সাহিত্য

১২৯৭ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

331417
২৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৫৫
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদ Rose
২৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৫৭
273667
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : Talk to the hand Talk to the hand Good Luck Good Luck আপনাকেও অসংখ্য ধন্যবাদ..
331421
২৪ জুলাই ২০১৫ রাত ০৮:০৭
ঝিঙেফুল লিখেছেন : ভালো লাগলো Rose ধন্যবাদ Rose Rose Rose
২৪ জুলাই ২০১৫ রাত ০৮:১৩
273674
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ..Good Luck Good Luck Good Luck
331432
২৪ জুলাই ২০১৫ রাত ০৮:৩২
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া। জাযাকাল্লাহ খাইর
২৪ জুলাই ২০১৫ রাত ০৮:৩৬
273684
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম। আপনাকেও সুন্দর শেয়ারিংএর জন্য আল্লাহপাক উত্তম জা যা দান করুন। আমিন..
331434
২৪ জুলাই ২০১৫ রাত ০৯:২৩
এ,এস,ওসমান লিখেছেন : আলহামদুল্লিলাহ।অসাম লাগলো ভাইয়া।
২৫ জুলাই ২০১৫ রাত ০১:২৬
273741
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ,দোয়ার দরখাস্ত রইলো..
331445
২৪ জুলাই ২০১৫ রাত ১০:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
শয়তান ই
২৫ জুলাই ২০১৫ রাত ০১:২৭
273742
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ গ্রীন ভাই..Good Luck Good Luck Good Luck
331451
২৪ জুলাই ২০১৫ রাত ১১:২৬
আফরা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ ভাইয়া ।
২৫ জুলাই ২০১৫ রাত ০১:২৭
273743
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকেও ,দোয়ার দরখাস্ত রইলো..
331458
২৫ জুলাই ২০১৫ রাত ১২:৫১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। কবিতার ভাষা তুলে আনলেন দেশের কিছু অনৈতিক চিত্র! ভালো লাগলো। ধন্যবাদ।
২৫ জুলাই ২০১৫ রাত ০১:৩০
273744
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম..মন্তব্য প্রদানের মাধ্যমে ভাললাগার অনুভুতি প্রকাশের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক ধন্যবাদ...
331462
২৫ জুলাই ২০১৫ রাত ০১:১৯
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ধন্যবাদ মাছুম ভাই সুন্দর লিখনীর জন্য।
২৫ জুলাই ২০১৫ রাত ০১:৩১
273745
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ..প্রফেসর সেলিম ভাই..
331472
২৫ জুলাই ২০১৫ রাত ০২:৫৫
বার্তা কেন্দ্র লিখেছেন : Rose Rose Rose Rose Rose Rose Rose ধন্যবাদ
১০
331552
২৫ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:২৭
আহমদ মুসা লিখেছেন : মা'শায়াল্লাহ দারুন সুন্দর কবিতা! যদিও বা আমি কবিতা লিখতে পারি না। কেউ ভাল কবিতা লিখলে মনোযোগ দিয়ে পড়ি। আপনার কবিতাটি সহজ ভাষায় অত্যন্ত চমৎকার ভাবেই তুলে ধরেছেন বর্তমানে আমাদের দেশে চলমান বাস্তব পরিস্থিতিকে। অনেকেই সাহস করে সঠিক উচ্চারণ করতে ভয় পাচ্ছে। কিন্তু আপনাদের মতো সাহসী উচ্চারণরে মানুষের বেশী বেশী প্রয়োজন। অনেক অনেক ধন্যবাদ সুন্দর কবিতা উপহার দেয়ার জন্য।
২৫ জুলাই ২০১৫ রাত ০৯:২৭
273844
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ...তাই বেশি দোয়াও প্রয়োজন। আশাকরি দোয়া করার অব্যাহত রাখবেন। আপনাকেও নিয়মিত চাই। আমি আসার পরও আপনার হদিস পাওয়া যাচ্ছে না ..Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File