কবিতা-১৩ : সূরা আল্ ক্বদর-এর কাব্যানুবাদ
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১২ জুলাই, ২০১৫, ০১:৪১:১৫ দুপুর
শুরু করছি পরম করুণাময় নামে আল্লাহর
মহান দয়ালু যিনি অসীম, অনন্ত অপার।
নিশ্চয়ই কদর রাতে অবতীর্ণ হয়েছে কুরআন
আপনি কি জানেন কদরের রাত কত বড় মহান?
সেই সৌভাগ্যবান রাত, যা হাজার মাস থেকেও উত্তম
প্রভুর নির্দেশে ধরায় অবতীর্ণ হন ফেরেশতাগণ!
সকলি পূণ্য আমলসহ জিবরাঈল আমিন,
ফজর না হওয়া পর্যন্ত শান্তি করেন আহ্বান।
====
বিষয়: সাহিত্য
১২৩১ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন