কবিতা-১১ : আমার প্রিয় চট্টগ্রাম
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০৭ জুলাই, ২০১৫, ০৫:২১:৪৮ বিকাল
প্রিয় নগর প্রিয় শহর, আমার প্রিয় চট্টগ্রাম
এককালে ইসলামাবাদ বলে ছিল যার নাম।
কেউ বলে রূপসী চট্টলা, কেউ প্রাচ্যের রানী
তোমার বুকে জন্ম নিয়েছে কত জ্ঞানী-গুণী।
তুমি বাণিজ্যিক রাজধানী, তুমি বন্দর নগরী
তোমায় নিয়ে দেশ-বিদেশে মোরা কত গর্ব করি।
বিধাতা তোমায় দিয়েছে রূপের ঐশ্বর্য ভরি,
তোমার সৌন্দর্যের সামনে ম্লান হবে হুর-পরী!
বীর চাঁটগা, বিদ্রোহ বিপ্লবের রক্তিম রূপকার
ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের সুতিকাগার।
তোমার বুক থেকে ঘোষিত হয়েছে, স্বাধীনতার ডাক
দামাল ছেলেদের প্রতিরোধে চালিয়েছে সেনা পাক।
তোমার বুক ছিঁড়ে চলে গেছে নদী কর্ণফুলী
ব্রীজ দিয়ে যেতে পর্যটকেরা তাকায় নয়ন মেলি।
বিদেশ থেকে মাল বোঝাই জাহাজ ভিড়ে বন্দরে
রঙিন সুতায় স্বপ্ন আঁিক মোরা, লালন করি অন্তরে।
হাজারো পাল তোলা নৌকা চলে নদীর বুকে
কবিরাও স্বপ্ন দেখে, কল্পনার রঙ তুলি এঁকে।
নৌ বিহারে বিকেল বেলা সদর ঘাটের কিনারায়
ঢেউয়ে ভেসে আকাশ দেখতে, কে যেন ডাকে ইশারায়?
ফয়'স লেকে বেড়াতে গেলে মন জুড়িয়ে যায়
সুউচ্চ পাহাড় থেকে আঁিখ যেন দিগন্তে হারায়।
তুমি অতি মনোহর রূপের ভুবন মোহিনী লীলাভুমি
শুধু তোমার পরিচয়ে পরিচিত হই, ধন্য আমি।
বিষয়: সাহিত্য
১৯০৬ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পুরো দেশের সৌন্দর্য যাহা
অর্ধেক তার চট্টগ্রামে,
কেউ মানুক কিবা নামানুক
পরিচয় তার নামে ।
//////////////////////////////
ইফতারের আয়োজনে সাড়া দিচ্ছেন না কেন ?
যদিও এই নগরি এখন কিছু অমানুষ এর দখলে!
চিন্তা করেছিলাম লিখাই ছেড়ে দেব.... ফেসবুকে শাহীন ভাইয়ের প্রেম বিষয়ে একটি পোস্ট দেখে হূদয়টা জাগ্রত হলো....!
ঐ বিষয়টা ধারণ করে বিভেগের তাড়নায় একটি লেখা লিখলাম... তা নিয়েই ব্লগে আসা।
ভালো লাগলো,ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন