কবিতা-১০ : সেই বিধানের নাম

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০৪ জুলাই, ২০১৫, ০১:১০:৪৩ দুপুর



রহমত মাগফিরাত নাজাতের রমজান

যে মাসে নাজিল করল আল্লাহ মহান

মানব জাতির জন্য চলার বিধান,

সেই বিধানের নাম আল্ কুরআন।

মানবতার মুক্তির একমাত্র সমাধান

যদি সমাজে চালু হয় এই বিধান

কুরআন নিশ্চয়ই খোদায়ী ফরমান

রমজানে দান করো হও পূণ্যবান।




রোজাদারের পুরষ্কার জান্নাত রাইয়ান

দেখা দিবেন বান্দাকে আল্লাহ সোবহান

রোজাদারের মুখের গন্ধ, মেশকের সুঘ্রাণ

আরো আছে পুরষ্কার হুর ও গেলমান।

শৃঙ্খলিত রমজানে তাগুত শয়তান,

সঠিক সময়ে সেহরী ইফতারী খান।

কিয়ামুল লাইল আর এতেকাফে যান

যদি আপনি মহান প্রভুর সন্তুষ্টি চান।




সকল মাসের সর্দার মাহে রমজান

আসমান থেকে ঝরে রহমত অফুরান

তবেই সকল জুলুমের হবে অবসান

চাহিয়া দেখ, আজ শত মজলুম প্রাণ।

হোক সবখানে মানবতার জয়গান

শপথ নিন কায়েমের আল্লাহর বিধান।

সেই বিধানের নাম আল্ কুরআন

মানবতার মুক্তির একমাত্র সমাধান।




বদরের প্রান্তরে আর মক্কা অভিযান

বিজয় মুকুট পরাতে সত্যের নিশান।

উদ্ধত আবু জাহেলদের যায় গর্দান

শঙ্কিত হয় কাফের নেতা আবু সুফিয়ান।

এই রমজানে ধূলিস্ম্যাৎ মিথ্যার পতন

রোজা করে রিপুর দমন, চরিত্রবান।

রমজানের শপথ বিজয় আল্লাহর দ্বীন

তাঁরই রঙে হও মু’মিন, সকলে রঙিন।

====


বিষয়: সাহিত্য

১৪০৭ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328550
০৪ জুলাই ২০১৫ দুপুর ০৩:১৬
ক্ষনিকের যাত্রী লিখেছেন : মাশাআল্লাহ! অনেক অনেক সুন্দর লিখেছেন। জাযাকাল্লাহুু খাইরান। Happy Good Luck Good Luck
০৫ জুলাই ২০১৫ রাত ০১:৩৩
270873
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক ধন্যবাদ জানাচ্ছি, সুন্দরভাবে অনুভুতি প্রকাশ করার জন্য..
328586
০৪ জুলাই ২০১৫ বিকাল ০৫:২৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন।
০৫ জুলাই ২০১৫ রাত ০১:৩৩
270874
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : Good Luck Good Luck Good Luck
328601
০৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৪০
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : মাশাআল্লাহ! অনেক অনেক সুন্দর লিখেছেন। Praying Praying Praying
০৫ জুলাই ২০১৫ রাত ০১:৪৭
270876
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অাপনাকে অনেক ধন্যবাদ, অনুভুতি শেয়ারিং এর জন্য.. Good Luck Good Luck Good Luck
328715
০৫ জুলাই ২০১৫ দুপুর ১২:১১
ফাতিমা মারিয়াম লিখেছেন : অনেক অনেক অনেক সুন্দর হয়েছে আপনার এই কবিতাটি। ধন্যবাদ।
০৬ জুলাই ২০১৫ রাত ০১:৩৬
271047
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি,মন্তব্য অতি সুন্দরভাবে প্রকাশ করার জন্য..
329375
০৯ জুলাই ২০১৫ বিকাল ০৫:০৬
বার্তা কেন্দ্র লিখেছেন : ভালো লাগল, অনেক ধন্যবাদ।
০২ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:৩৭
295638
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File